গাছ লাগান পরিবেশ বাঁচান ~ || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার সুস্থতা কামনা করছি


আমরা সবাই একটি কথা বলে থাকি গাছ লাগান পরিবেশ বাঁচান। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা শুধুমাত্র স্লোগানের সময় এটি বলি কিন্তু কাজের বেলায় সবাই কিন্তু তা করি না। যত দিন যাচ্ছে ঢাকার অবস্থার অবনতি হচ্ছে এর একটি বিশেষ কারণ হচ্ছে আমাদের এই ছোট্ট শহরে পর্যাপ্ত জায়গা্র অভাব। জায়গা অনুযায়ী মানুষের পরিমাণ অনেক বেশি। তার উপর যে পরিমান গাছ থাকা উচিত ছিলো তা ঙেই বললেই চলে। একটি সুন্দর এবং সুস্থ সমাজ গড়ে তোলার জন্য গাছের অনেক ভূমিকা রয়েছে। কিন্তু দেখা যায় আমরা যে সকল গাছ রয়েছে সেগুলোকেও কেটে কেটে বড় বড় দালান কোঠা তৈরি করছি। এই একটি বড় কারণ এর জন্যই ঢাকার শহরের মানুষ প্রচুর পরিমাণ অসুস্থ থাকে। আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে ঢাকার চাইতে গ্রামের মানুষ অনেক বেশি সুস্থ থাকে। আমরা ঢাকা থেকে গ্রামে গেলেও শরির এবং মন ভালো হয়ে যায়। তার একটি কারন গ্রামের পরিবেশ খুব সুন্দর।


IMG_9372.jpg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


আমি জানি না আপনাদের কাছে ছবিটা কেমন লাগছে তবে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি নিজে ছবিটা তুলেছি আমি জানি সরাসরি দেখতে কেমন লাগছিলো আর ক্যাপচার করার পরে এখানে কেমন লাগছে ছবিটি। ছবিটি উওরাতে তুলেছিলাম। নিজের বিজনেস এর কাজেই আজ উওরা যাই। চিন্তা করলাম কাজ শেষ করে সময় নিয়ে উওরার কিছু সুন্দর ছবি ক্যাপচার করবো। বাকি ছবি গুলো কেমন হয়েছে তা জানি না কিন্তু এই ছবিটা ক্যাপচার করার পরে নিজের কাছেই একটা আলাদ শান্তি লেগেছিলো।ছবিটা ছিলো উওরার ১১ নাম্বার সেক্টরের দিকে। আমি তেমন ভালো চিনি না। যখন উওরা কাজে যাই মানুষকে জিজ্ঞেস করে করে যাই।


IMG-9337.jpg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


রাস্তার পাশে যখন নার্সারি দেখতে পাই তখন আসলে মনটা ভরে যায় কি সুন্দর সুন্দর ফুল গাছ থাকে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। তার পরেও দেখা যায় অনেক মানুষের ভীড়েও কিছু কিছু মানুষ একটু ব্যতিক্রম থাকে। এমন থাকতেই পারে যারা ফুল পছন্দ করে না। তবে আমি আমার জায়গা থেকে বলতে পারি ফুল খুব পবিত্র একটি জিনিস আর ফুল ভালোবাসা প্রতিক। এই নার্সারিটি প্রথম ছবিটির ঠিক উলটো পাশেই। ইচ্ছে করছিলো কিছু ফুল গাছ কিনে ঙেই তবে বাইক নিয়ে আসতে সমস্যা হবে তাই কিনতে পারলাম না।


IMG-9340.jpg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


আমার খুব ইচ্ছে ছিলো নিজের একটা বাড়ি থাকবে আর সামনে এমন একটা বাগান করবো যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকবে। আফসোস বাড়ি নাই হাহাহাহ। যাই একটু জায়গা কিনলাম সেখানে পেপারে ঝামেলা। যাই হোক পরিশ্রম করতে পারলে একদিন হতে পারে। আসলে কপালে থাকলে আর পরিশ্রম করে যেত পারলে সব কিছুই সম্ভব হবে। সামনেই চলে আসতেছে পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবোস। সেদিন তো ফুলের ছড়াছরি হয়ে যাবে ঢাকা।অবশ্য ভালোই লাগে দেখতে ছোট ছোট বাচ্চদের হাতে ফুল দেখলে একটু এক্সট্রা কিউট লাগে।


IMG-9333.jpg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


উওরার একটি বিষয় খুব ভালো লাগছে রাস্তার ভিতর অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো। যেই ছবিটি দেখছেন এটি রাস্তার মাঝে লাগানো। এমন ভাবে করতে পারলেও পরিবেশটা সুন্দর হবে। আসলে ঢাকার ভিতর উওরা সোসাইটিটা অনেক সুন্দর গুছালো একটা পরিবেশ। রাস্তা গুলো অনেক বড় বড় আর একটা ভালো পরিবেশ দেখা যায়।


final.jpg


চিন্তার দিন শেষ বলো আমার বাংলা ব্লগের হবে বাংলাদেশ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

Sort:  
 3 years ago 

ভাইয়া ঠিক বলেছেন,ঢাকা বলেন অথবা চট্টগ্রাম শহরের কথা বলেন।এই শহর গুলোতে গাছ নেই বললেই চলে। যে পরিমাণে গাছ থাকার প্রয়োজন সে পরিমাণে গাছগাছালি এই শহর গুলোতে নেই।কারণ শহর গুলো ছোট অন্য দিকে মানুষের সংখ্যা বেশি। তাই গাছপালা কেটে বড় বড় দালান কোঠা তৈরি করছে। গাছপালা যদি না থাকে তাহলে বায়ু দূষণ হবে আর বায়ু দূষণের ফলে আমাদের শরীরের নানা রকমের অসুখ বসবাস শুরু করবে।আমাদের প্রত্যেকের প্রয়োজন সাধ্যমত গাছ লাগানো।গাছ যদি না থাকে তাহলে একসময় পুরোপুরি এই শহর গুলোতে বায়ু দূষণ হয়ে যাবে। হ্যা ভাইয়া, ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমিও পছন্দ করি। আফসোস করবেন না ভাইয়া,আপনার বাড়ি নাই তো কি হয়েছে? একসময় আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার বাড়ি করতে পারবেন এবং বাড়ির সামনে ফুল গাছ লাগিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি জানি আমার এই বোন টা সব সময় পোস্ট আগে পড়ে❤️❤️❤️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া🥰🥰

 3 years ago 

রাজু ভাই আপনার তোলা প্রথম ছবিটি সত্যিই ফ্রেমে বাঁধিয়ে রাখার মত সুন্দর হয়েছে। ঢাকা শহরে গাছ যে কতটা প্রয়োজন তা এখনই কিছুটা আঁচ করা গেলও বোধ হয় আরো দশ পনেরো বছর পরে সবাই হাড়ে হাড়ে বুঝতে পারবে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় 15 থেকে 20 বছর পরে ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে। গাছ লাগানোর বিষয়টি আবারও সবাইকে মনে করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ভাই প্রথম ছবিটা সেরা ছিলো।

 3 years ago 

ভাই এখন আর আগের মতো কেউ গাছের পরিচর্যা ও যত্ন করে না ।বলতে গেলে গাছ নেই বললেই চলে। দিনদিন মানুষ গাছ কেটে ফেলেছে, তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য। কিন্তু গাছ আমাদের পরম বন্ধু সে কথা সবাই ভুলে যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার পোষ্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।শুভকামনা রইল।

 3 years ago 

একদম ঠিক কথা ভাই।

 3 years ago 

আসলে ঢাকা প্রথম থেকেই ব্যবসায়ীক নগরী হিসেবে পরিচিত। যার কারণে সবাই জীবনের তাগিদে কর্মের সন্ধানে ছুটে চলে ঢাকাতে। যার কারণে ঢাকার আজকে এই অবস্থা আর দোয়া করি আপনার মনের ইচ্ছা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। 🖤🤟

 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন আপনি।

 3 years ago 

আসলে সুস্থ জীবন যাপনের জন্য প্রকৃতির ছোঁয়া খুবই জরুরি।ঢাকা শহর সহ বিভিন্ন শহরে এত মানুষের অসুস্থতার কারণ মূলত একটিই।সেটা হলো বনভূমির সল্পতা।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।প্রথম আলোকচিত্র আমার কাছে বেশ ভালই লেগেছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই জান

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43