জ্ঞানের ভুবনে স্বাগতম || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার সুস্থতা কামনা করছি


ক্যাপশনটি কলেজের গেটে লিখা থেকেই দিয়েছি। ভালো লেগেছে। কলেজটা অনেক পুরাতন। ভিতরে যাওয়ার পর মনে হচ্ছিলো হাহাকার করছে। কোনো মানুষ নেই কী এক অবস্থা আসলে দেশের যা পরিস্থিতি চলছে তাতে পড়াশোনার অবস্থা খুবই খারাপ বললেই চলে। আগে যেখানে ছাত্রছাত্রীর আনাগোনা ছিল সেখানে কলেজ ভার্সিটি স্কুলগুলো হাহাকারে ভুগছে। কিছু সময় বসে ছিলাম আর নিজের কাটানো কলেজ লাইফের কথা খুব মনে পড়ছিলো। এমন একটা সময় ছিল কত আনন্দের সাথে সময়গুলো কেটে ছিল ।সকালবেলায় কলেজে চলে যেতাম বন্ধুদের সাথে আড্ডা চা খাওয়া সব মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় কেটেছিলো। যদিও তখন পড়ালেখার চাপে মনে করতাম কখন যে কলেজ লাইফটা শেষ করবো তাহলে বুঝি শান্তি পাব। আসলে মুরুব্বির একটা কথা বলেন যায় দিন ভালো, আসে দিন খারাপ কথাটা একদম সত্য । হয়তোবা এখন আমাদের কাছে এই সময়টা মনে হচ্ছে পার হচ্ছে না কেন। কিন্তু এমন একটা সময় আসবে যখন আমরা এই সময়টাকে খুব বেশি মিস করব।


01FE1DA2-DB17-42A9-A4DB-2D6F14D5E9CD.jpeg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


কলেজের ভিতর শহীদ মিনার থাকলে খুব সুন্দর লাগে। আসলে ঢাকা শহরের বেশিরভাগ কলেজেই শহীদ মিনার দেখা যায় না। এর একটি কারণ হচ্ছে ঢাকার কলেজগুলোতে তেমন একটি জায়গা থাকে না, খুব অল্প জায়গার মধ্যে কলেজ তৈরি হয়ে যায়। কিন্তু গ্রাম অঞ্চলগুলিতে জায়গার পরিমাণ বেশি থাকার কারণে অনেক জায়গা নিয়ে কলেজ তৈরি করা হয়। আমি ঢাকায় থাকলেও গ্রামের সব কিছুই আমার ভালো লাগে। শুধু মেটের সমস্যাটাই অসহ্য লাগে 🤪🤪।


1921AF81-183B-4F44-81B6-A88FC15277BA.jpeg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


আমি ঢাকার সরকারি বাংলা কলেজ থেকে HSC শেষ করেছিলা।। আমার কলেজেও গহিক এমন একটা ভবন ছিলো। বাংলা বিবাগ এর একটা ছবি ক্যাপচার করে ফেললাম। নিজের কলেজের কতো ফাঁকিবাজি করেছি সব আজ ফিল করছিলাম। কলেজের পাশেই দৃশ্যটা ছিলো অসাধারণ। ছবিটি শেয়ার করছি।


8560C6E3-086A-4AFC-9DA8-5F6EC19A9857.jpeg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


গ্রামে আসলে গাছের প্রেমে পরে যাই। গ্রামের সব চাইতে বেশি ভালো লাগে আমার এই দৃশ্য গুলো। ঢাকায় অনেক পার্কে গেলে গাছ দেখা যায় কিন্তু কেনো জানি না তৃপ্তি পাই না, যেটা গ্রামে আসলে পাই। আফসোস নিজের গ্রামে কেউ নেই। দাদা দাদী যখন বেঁচে ছিলো অনেক যেতাম।


AB735B57-5B1D-45C7-ADAC-D45457900460.jpeg

3F059FC3-4265-4BB3-A79D-EC400E773ED2.jpeg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


এই গাছটির ভিতর অনেক বড় একটা ঘটনা রয়েছে। সাত ভাই চম্পার একটি মাত্র বোন পারুল এর অনন্য বৈশিষ্ট্য নিয়ে এই গাছটি। এই বৃক্ষটি উপমহাদেশ তথা বাংলাদেশের একমাত্র পারুল বৃক্ষ বলে উদ্ভদ বিজ্ঞানীও গবেষকরা মনে করেন। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য ছিলো এটা। এখানে ছবিতে অনেক ইনফরমেশন দেয়া আছে পড়ে নিতে পারেন।


525FAE5F-C242-414D-A852-8ADBC51E149D.jpeg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


আমি যখন সর্বপ্রথম উত্তরবঙ্গে যাওয়ার চিন্তা করি তখন রাতের গাড়িতে উঠি। সকাল সাতটা থেকে আটটা বাজে তখন আমি ছিলাম রংপুরে কিন্তু বাসের মধ্যে, আমি বাসের জানালা দিয়ে দেখলাম অনেকগুলো সাইকেল যাচ্ছে বলতে গেলে ওই এলাকার প্রায় মানুষ সাইকেল দিয়ে চলাচল করে থাকে আজ আমি যখন কলেজে গেলাম দেখলাম সাইকেলে জন্য একটি গ্যারেজ করা হয়েছে ।সত্যি খুব ভাল লাগলো দেখে আসলে কলেজের ম্যাক্সিমাম ছাত্র-ছাত্রীরাই সাইকেল নিয়ে চলাচল করে এখানে।


final.jpg


চিন্তার দিন শেষ বলো আমার বাংলা ব্লগের হবে বাংলাদেশ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

Sort:  
 3 years ago 

আসলে কলেজ লাইফটা অসাধারণ ছিলো।আসলেই যায় দিন ভালো যায়,কিন্তুু আসে দিন খুন কঠিন। কলেজ, স্কুল, ভার্সিটি, স্টুডেন্ট লাইফটা সুন্দর ছিলো,কিন্তুু তখন বলতাম কবে যে পড়ালেখার লাইফ শেষ হবে,এখন বুঝতে পারছি কি মূল্যবান দিনগুলো হারিয়েছি।ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

দারুন একটা তথ্য জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। উপমহাদেশের মধ্যে একটিমাত্র গাছ তাও আবার আমাদের দেশে!! এমন বিরল একটি গাছ যে আমাদের দেশে আছে তাই জানতাম না। ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

জ্বি ভাইয়া আমার নিজের জানা ছিলো না।

 3 years ago 

আপনার কৈশোরের স্মৃতি দাঁড়িয়ে আছে প্রকৃতির মাঝে।বিশেষ করে উপমহাদেশের একমাত্র বিরল গাছটি আমাদের দেশে তা আগে জানা ছিলো না।সব মিলিয়ে সুন্দর লিখেছেন। ধন্যবাদ,শ্রদ্ধা ও ভালবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই জান।

 3 years ago 

শ্রদ্ধা রইলো প্রিয় ভাই।

 3 years ago 

সত্যি বলেছেন বাই এখন স্কুল কলেজ গুলো হাহাকার করছে। একেবারে জনশূণ‍্য বেশ ভয় করে। এবং আমাদের দেশের প্রায় অধিকাংশ কলেজেই শহীদ মিনার আছে। এই কলেজর্ট অনেক সুন্দর। এবং গাছটা দেখে আমি নিজেও প্রেমে পড়ে গেলাভ। সত্যি দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ ইমন ভাই 😍😍❤️❤️❤️

 3 years ago 

💖💖

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 75902.83
ETH 2895.60
USDT 1.00
SBD 2.58