সবার সুস্থতা কামনা করছি
টাইটেল টা একটু অন্যরকম হয়ে গেল তাই ? আমি প্রমান করে দিবো আমি ভুল বলি নাই। এবার অনেকে চিন্তা করবেন আসছে পাম দিতে বা অনেকে অনেক কিছু ভেবে নিবেন। তাতে কি আসে যায় আমি সব সময় আমার নিজের গতিতেই এগিয়ে যেতে পছন্দ করি। কারন আমি এটা বিশ্বাস করি আমার যখন কিছু থাকবে না তখন কেউ আমাকে এত ভালোবাসবে না। আমরা শুধু পাওয়াতে বিশ্বাস করি দেয়াতে বিশ্বাস করার মতন মানুষ খুব কম পাওা যায়। প্রথমে একটা ছবি শেয়ার করি বাকি কথা বলছি।
ছবিটা আমার ফেসবুক থেকে স্ক্রিনশর্ট দিয়ে নেয়া
ছবিতে আমার বউ কে দেখা যাছে, কিন্তু সেখানে ফোকাস না করে একটু নিচে দেখুন মাত্র ৫৯ টা লাইক পরেছে। তাও সেটা আমার মতন উদ্দোক্তা যারা আছে তারাই দিয়েছে। মাত্র ৫৯ টা লাইক এখানে সেল কিভাবে হবে? একটা সেল ও নাই। কিন্তু আমার বাসায় আমার বাবা মা অসুস্থ সব প্রেশার আমার উপর। আমি বাইক দিয়ে উবারে রাইড দেয়া শুরু করি ফ্যামিলি চালানোর জন্য। আর এখানে চেষ্টা করছিলাম কিছু করা যায় কিনা। কিছুতেই হচ্ছিল না আমিও চিন্তা করেছি পারতেই হবে আমাকে। আমি চিন্তা করলাম কি করা যায় এবার নতুন কোন চিন্তা করতে হবে এখানে আমাকে নিজের জায়গা ঠিক করতে হলে। আমি চিন্তা করলাম সবার সাথে পরিচিত হতে হবে। আমি গঠন মূলক কমেন্ট করা শুরু করে দিলাম। রাত জাগা শুরু হয়ে গেল আমার। প্রতি দিন ৪০০ টা কমেন্ট করা শুরু হয়ে যায় আমার। কয়েক দিন এর ভিতর আমার পোস্ট লাইক পরছিলই না। মন খারাপ কিন্তু এটা মাথায় রেখেছি পারতেই হবে। কোন ভালো কিছু পাচ্ছিলাম না ফিডব্যাক।
এবার দেখুন লাইক আরো কম। যখন লাইক কমে গেল তখন আমার খুব খারাপ লাগলো ঠিক কিন্তু আমি চিন্তা করেছি আমাকে এখান থেকে কিছু করতেই হবে। রাতে কমেন্ট করতাম আর চোখ থেকে পানি পরতো কারন ঘরে মা ক্যান্সারের প্যাসেন্ট প্রচুর টাকা প্রয়োজন আমার। আমি চেষ্টায় কোন কমতি রাখতে চাই না পরিশ্রম আরো বাড়িয়ে দেই। আমার মা আমার পরিশ্রম দেখে নামাজে বসে কান্না করতাছে, তার ছেলে কত ভালো ভাবে চলেছিল কিন্তু আজ তার ছে্লে কতটা পরিশ্রম করছে দিনের বেলায় বাইকে উবার রাইড দিয়ে, রাতে এত কষ্ট ,মা সহ্য করতে পারছিল না। আমি মাকে জড়িয়ে ধরে বললাম মা তোমার ছেলে ভালো কিছু করবে তোমার চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক।আমি চেষ্টা চালাতে থাকি।একটা পোস্ট দিলাম হুট করেই দেখলাম লাইক এর বন্যা আমার পোস্টে।
আমার এই পোস্ট থেকে অর্ডার চলে আসে অনেক গুলা। আমি বুঝাতে পারবো না আমি কত টা খুশি হয়েছি। জানি না কেমন জানি একটা মিরাক্কেল হয়ে গেল এবার আমি পোস্ট দিলেই লাইক আর কমেন্ট এর বন্যায় ভেসে যায় আর আমার সেল শুরু হয়ে যায়। আমি ১ মাস ৩ দিনে ১ লাখ টাকা সেল করি এখান থেকে।
প্রতি মাসে এবার আমার গড়ে ২ লাখ টাকা সেল হতে শুরু করে আর পোস্টেও লাইক কমেন্ট ভালোই হয়। তবে আমি একটা কাজ করেছি আমি কি কি করাতে আমার ভালো ফলাফল হয়েছে আমি সব শেয়ার করা শুরু করে দেই। আমি চিন্তা করেছি আমার মতন সবার যাতে ভালো হয়। এই বিষয় টা অনেকের ভালো লাগতে শুরু করে আর আমাকে সাপর্ট করতে শুরু করে দেয়। আমি একটা আই ফোন কিনে ফেলি একটাই কারনে কারন আমার ছবি গুলা প্রয়োজন সেম প্রডাক্ট যেই কালার সেই কালার এর আর এটার জন্য আইফোন বেস্ট।আমার এখান থেকে বেস্ট লাইক পরে যেই পোস্টে সেটা শেয়ার করি।
এই পোস্ট থেকে আমি প্রচুর অর্ডার পাই আলহামদুলিল্লাহ। এগুলা শেয়ার করার কারন টা বলতে চাই এবার।
আলহামদুলিল্লাহ আমি ৬ মাসের মাথায় ১০ লাখ টাকা সেল করি সেই খুশিতে একটা আয়োজন করি পার্কের পাশে যে পথ শিশু আছে তাদের নিয়ে। আমার খুব ভালো লাগে অদের সাথে সময় দিতে কারন এই বাচ্চা গুলি আজকে এর অবস্থায় আসার জন্য অদের কি অন্যায়।
লেগে থাকলে আর নিজের কাজ কে ভালোবাসতে পারলে ১০০% ভালো কিছুই হবে। আমি ডিস্কোডে সময় দেই ভালো লাগা থেকে হুট করে দাদা একদিন এসে বলতাছে সবাই দেখি আড্ডা দিচ্ছেন, দাদা খুশি হয়ে সবাইকে ভোট দেয় আমিও পেয়ে গেলাম। পরের দিন আবার সেম কিন্তু সেদিন আমি আর ভোট পাই নাই। কিন্তু আমার খারাপ লাগে নাই কারন আমি তো জানি আমার চাইতে অনেক ভালো কাজ করে এমন মানুষ এখানে আছে তারা পাওয়ার যোগ্য। এর পরে গত ২ দিন আগের কথা বলি দাদা সবাইকে ভোট দিল। এবার দাদা বলল যারা পান নাই তাদের কাল ভোট দিবো, দাদা ৩ জনের একটা লিস্ট দিলো কিন্তু আমার নাম সেখানে নাই। কিন্তু আমি এটা বলি নাই দাদা আমি তো আজকে সারা রাত ডিস্কোডে ছিলাম কিন্তু আমি ভোট পেলাম না, আগামি কাল এর লিস্টেও নাম নাই। কারন আমি সব সময় এটা বিশ্বাস করি আমি পাওয়ার মতন কাজ করলে দাদা বা এডমিন প্যানেলের সন্মানিতরা আমাকে মনোনায়ন করবেন। তবে সত্যি বলতে কি আমি ভোট না পেলে আমার এটাই মনে হয় আমার অনেক কমতি আছে এগুলা আমাকে ঠিক করতে হবে। কেউ অন্যভাবে নিবেন না কথা গুলি, নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন দাদা দেয়ার জন্য এসেছে আমাদের শুধু নিতে হবে, তবে সেটা নিজের যোগ্যতা দিয়েই নিতে হবে। দাদা আমি পেলান না দাদা আমি একটিভ আছি তাও পাই না এগুলা না বলাই ভালো। আমি ভালো কাজ করলে আজ যদি ভোট না পাই কাল পাবো ,তাও না পেলে আমি এটা বিশ্বাস করি যখন পাবো তখন বেশি পাবো কম পাবো না।
আমি সাইফুল ইসলাম রাজু ।
ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।
ভাইয়া আপনার গল্পটি পড়তে পড়তে কেন জানি চোখের কোনে পানি জমে গেল। অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি। আপনি সত্যি সুপার হিরো। আপনার জন্য দোয়া রইল আপনি সামনে আরো অনেক বেশি এগিয়ে যান। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। আপনার পরিশ্রম সার্থক হয়েছে ভাইয়া।
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🥺🥺🥺
জীবনে উথান পতন থাকবে , তবে যখন দুঃখ আসে চারিদিক থেকে আসে, এটা সত্য কথা। আর সুখের সময় চারিদিকে শুধু আনন্দময়ী লাগে। তবে আপনি যদি সুখের সময় দুঃখের দিন গুলোর কথা স্মরণ করেন তবেই আপনি আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন। আর ভোটের ব্যাপারে যদি একটি কথা বলতেই হয় সেটা হল আপনিতো সুপার একটিভ লিস্টে আছেন সুতারং আপনি নিয়মিত shy-fox থেকে কিছু না কিছু ভোট পেতে থাকবেন এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই।
ভাইয়া ভোট নিয়ে আমি মোটেও চিন্তা করিনি আসলে আমি সবার উদ্দেশ্যে এটা বুঝাতে চেয়েছি যে অনেকে হতাশ হয়ে যায় ভোট কেন পায় না এইজন্য।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
আমি কোনো এক গল্পের কোনো এক হিরোর কাহিনী পড়লাম এতক্ষন। একটা থ্রিলার গল্পের থেকে কম কিছুতেই নয়। জীবনে অনেক পরিশ্রম করতেছেন বিধায় এতদূর আসতে পেরেছেন।
আর নিচের দিকের কথা গুলো চরম বাস্তব। দাদা আমাদেরকে দিতেই এসেছেন। আমাদের শুধু যোগ্যভাবে সেগুলো নিতে হবে।
বন্ধু অনেক অনেক ভালোবাসা রইল।
ভালো লিখেছেন ভাই।
আসলেই এটা ঠিক যে সহজে হার মেনে গেলেই শেষ। আপনি হার মানেনতি তাই আলহামদুলিল্লাহ্ আপনি অনেক সফল আজকে।
আর ভাবি অনেক সুন্দর মাশাল্লাহ,,,তাই লেখা পড়তে কম ভালো লাগে ভাবি থাকলে। 😜😜
এগিয়ে যান ভাইয়া, আমি কিন্তু আপনার পাশেই আছি ছোট বোন হিসেবে।
হাহাহাহাহহাহা ধন্যবাদ আপি।
আপনার পোস্টের প্রথম দিকটা পড়ে দুঃখে কান্নাই চলে আসতে চাইছিলে।কষ্ট করে কান্না থামালাম।মাঝখানে ও শেষে পড়ে আচার্য্য হয়ে গেলাম।ভাবলাম এতো তাড়াতাড়ি মানুষ সাফল্য পেতে পারে? হ্যাঁ পারে।কারণ ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি।
যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া অনেক সুন্দর ভাবে কমেন্ট করেছেন সত্যি কমেন্ত টা খুব ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
জাজাকাল্লাহ।
এভাবেই এগিয়ে যাও তোমার বিজয় অনিবার্য।।
দাদা আপনার একটা কমেন্ট আমার হাজার অনুপ্রেনা । ভালোবাসা রইল প্রিয় দাদা।
ভাইয়া,আপনার লেখাটি পড়ে খুব কষ্ট লেগেছে।তবে এইটা সত্যি কথা পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। সবচেয়ে বড় হচ্ছে আপনার মায়ের দোয়া।আপনার মা আপনার জন্য নামাজে বসে কান্না করত এই মায়ের কান্নার বিনিময়ে আল্লাহ আপনাকে সফলতা দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল। আপনার জীবন অনেক সুন্দর হোক।ধন্যবাদ
একদম ঠিক বলেছেন আপু।
ভাই কি সোলায়মান সুখনের থেকে মোটিভেশন নিয়ে আসছেন নাকি😂? তবে হাসি তামাশা যাই করি না কেনো, কাজের ক্ষেত্রে আপনি ১০০/১০০। আরো অনেক দূর এগিয়ে যান ভাই এই দোয়াই করি। আর আপনার মায়ের কি অবস্থা এখন? জানাবেন!
কিছু আর কইলাম না শুধু কমু ধন্যবাদ।
আপনার মায়ের কি অবস্থা ভাই? জিজ্ঞাস করছিলাম।
ভাই এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে ট্রিটমেন্ট চলছে দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেন। যদিও ক্যান্সার এমন একটি রোগ যা সম্পূর্ণভাবে সুস্থ হয় না।
আমি চোখের পানি ধরে রাখতে পারিনি পোস্ট এর প্রথম দিক পড়ে। তবে খুব অনুপ্রেরণা পেলাম আমি পোস্ট এর শেষে। আপনার মাঝে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে বলেই ব্যর্থতা কে পিছু ফেলে এতো দূর আজ। মা এর দুয়া, জীবন সঙ্গীর সাপোর্ট, আপনার কঠোর পরিশ্রম, এই সব কিছুর ফল আপনার আজকের 'সাফল্য'। এটাকে অবশ্যই ধরে রাখবেন। আপনার পরিবার, আপনার কাজ এবং আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং দুয়া রইলো।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
পোস্টটি অনেক কষ্ট ছিল সেই সাথে আবার অনেক অনুপ্রেরণা, এত সুন্দর একটি পোস্ট পাব আসলে আমি ভাবতে পারিনি। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন ভাই ধন্যবাদ রইল আপনার জন্য।
❤️❤️❤️❤️❤️