"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা || 20% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবার সুস্থতা কামনা করছি


প্রথমেই আমি ধন্যবাদ না দিয়ে, ভালোবাসা জানাই আমাদের সবার প্রিয় আমাদের অভিবাবক দাদাকে। এবার সন্মানের সাথে বলতে চাই সবার প্রিয় @shuvo35 ভাই খুব সুন্দর করে এই প্রতিযোগিতার নিয়ম কানুন গুলি উপস্থাপনা করেছেন💖💖 এতে করে আমার বাংলা ব্লগের ১৬৭ জন একটিভ মেম্বার এর সব নিয়ম কানুন বুঝতে সুবিধা হয়েছে বলে আমি মনে করি।

এই প্রতিযোগিতার
@rme (♚Founder♔ )
@blacks (Executive Admin ♛)
@rex-sumon
@hafizullah
@moh.arif
@shuvo35
@winkles সকল বিচারকদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি।


এবারের প্রতিযোগিতার বিষয় যেহেতু প্রকৃতির ফটোগ্রাফি। সুতরাং আমি চেস্টা করবো সকল নিয়ম মেনে পোস্ট করার জন্য।

ফোটোগ্রাফি 📸নং:- ১


IMG_7245.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuকুমিল্লা লাকসাম Canon 750D

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png


👆ধানের চারা রোপনের সময় ছবিটি তোলা। আমরা সবাই জানি, আমরা মাছে ভাতে ভাঙ্গালী।সুতরাং ধান চাষ এর গুরুত্ব অপরিসীম। গ্রামে গেলে প্রকৃতির কথা বলতে গেলে এর দৃশ্য চোখে পরার মতন।

ফোটোগ্রাফি 📸নং:- ২


30727849_2074991879456904_4348460520966193152_n.jpg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@নুর ইসলামকক্সবাজার সমুদ্র সৈকত Canon 750D

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png


👆বাংলাদেশের প্রকৃতির দৃশ্য এর মধ্য কক্সবাজার সমুদ্র সৈকত একটি অন্যতম জায়গা।এখানে প্রচুর পরিমান পর্যটক ভিড় করে থাকেন। আর যে ব্যাক্তি এখন পযন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে যায়নি আমি মনে করি তার কয়েকটি ইচ্ছের মধ্যে একটি হবে এই সমুদ্র সৈকতে যাওয়া।

ফোটোগ্রাফি 📸নং:- ৩


IMG_7239.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuনিলফামারী বড় মাঠ Canon 750D

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png

নিলফামারী অনেক সুন্দর একটি জেলা ।তার মধ্যে এই বড় মাঠটি খুব পরিচিত একটি মুখ ।নিলফামারী গিয়েছে কিন্তু এই মাঠে যায়নি এমন মানুষ খুজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না।

ফোটোগ্রাফি 📸নং:- ৪


IMG_7240.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuনিলফামারী বড় মাঠ Canon 750D

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png

বিশাল এই মাঠ ।তার চারোপাশে খুব সুন্দর করে রাস্তা দেয়া আছে।এখানে সন্ধায় অনেক মানুষ হাটতে চলে আসে।এক কথায় এই মাঠ সন্ধায় যেন এক নতুন রূপ নেয় ।

ফোটোগ্রাফি 📸নং:- ৫


IMG_7243.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuঢাকা আদাবর iphone 11 pro max

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png

বাসার ছাদে হঠাৎ দেখি খুব সুন্দর দেখাচ্ছে আকাশটি ।চিন্তা করলাম ছবি তুলে রাখি স্টিমিটে পোস্ট করবো যাতে করে সবাই দেখতে পারে এই সুন্দর দৃশ্য টা।প্রকৃতির কথা যদি বলি তাহলে আকাশের ছবি গুরুত্ব অপরিসীম।আকাশ বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে থাকে।যা দেখলেও মন ভালো হয়ে যায়।

ফোটোগ্রাফি 📸নং:- ৬


IMG_7242.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuঢাকা আদাবর iphone 11 pro max

ছবিটা এডিট করা হয়েছেঃLightroom এ্যাপ দিয়ে।

siam,.png

রাস্তা দিয়ে আমরা কম বেশি আমরা চলাফেরা করি।কিন্তু এই ভাবে কি ভেবে দেখেছি মাথার উপর এর বড় একটি আকাশ তার নিচে এই ছোট্ট একটি রাস্তা তার মধ্যমে আমি কত ছোট ।সব মিলিয়ে ফিল টা অসাধারন কিন্তু।


সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় দেয়ার জন্য


siam,.png

IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া তোমার এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ ।। তোমার প্রতিটি ছবি অসাধারণ হয়েছে তার মধ্যে ৪ নম্বর ফটোগ্রাফি নিলফামারী বড়মাঠের দৃশ্য অপরুপ সুন্দর লাগছে ।
শুভ কামনা রইল ভাইয়া ❤️

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভাবে পাশে থাকার জন্য

 3 years ago 

❤️❤️

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আমার কাছে ধানের চারা রোপণ করার কৃষক এর ছবিটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে এবং নতুন হিসেবে আপনার উপস্থাপনা ও ছিল দেখার মতো। ১ম ছবিটি সত্যি চমৎকার হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই

ফটোগ্রাফি গুলোর আকর্ষণ আাছে। লেখা সাজানোর চেষ্টাও ভাল ছিল।

 3 years ago 

অসাধারন কমেন্ট করেছেন ভাইয়া ধন্যবাদ

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর লাগছে। চমৎকার ফটোগ্রাফি করেন আপনি। আমার কাছে প্রথম ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ্ চমৎকার প্রকৃতির ফটোগ্রাফি করেছেন সমুদ্রসৈকতে আপনার ছবিটা অসাধারণ হয়েছে। শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ

রাজুভাই অনেক সুন্দর হইছে ছবিগুলা বিশেষ করে প্রথম ছবিটা আমার মন কেড়েছে অসম্ভব হইছে 💖💖💖

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভাবে পাশে থাকার জন্য

 3 years ago (edited)

অস্থির অস্থির কিছু ছবি শেয়ার করলেন ভাই। মারাত্মক হয়েছে ছবিগুলো। ১ম ছবি টা অনেক ভাল লেগেছে আমার।ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ফটোগ্রাফ শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভাবে পাশে থাকার জন্য❤️❤️❤️❤️

 3 years ago 

দারুন লাগলো প্রকৃতির ছবিগুলি। চমৎকার মুহূর্ত। শুভেচ্ছা নিবেন

 3 years ago 

❤️🙏🙏🙏❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100104.47
ETH 3619.58
USDT 1.00
SBD 3.10