র‍্যাম্প শো কোরিওগ্রাফি || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার সুস্থতা কামনা করছি


বৈশাখি ডিপ্লমায় লাস্ট সেমিস্টারে আছে। তাদের বিদায় অনুষ্ঠান ছিল। ওর বিদায় অনুষ্ঠানের আগে ওর ক্লাসের সব বন্ধুরা আমাকে কলেজে যেতে বল্ল। আমিও তাদের কথার সম্মান রাখার জন্য গেলাম। এবার বলতেছে ভাই আপনিও টেক্সটাইলের স্টুডেন্ট ছিলেন আমি জানি। আপনি আর বৈশাখি ২ জন মিলে র‍্যাম্প শো কিভাবে কি হবে এর দায়িত্বটা নিলে খুশি হবো আমরা। এমন ভাবে রিকোয়েস্ট করলো আর না বলতে পারলাম না। কিভাবে কি করবো সেটা নিয়ে চিন্তায় পরে গেলাম। ওদের জুনিয়র ব্যাচ এর ছাত্র ছাত্রীদের নক দিলাম আর শুরু করে দিলাম প্রস্তুতি।

FCBDA8C4-339B-43BA-B01E-3DD24D865DD4.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuISTT Collageiphone 11 pro max

কিভাবে আমরা শিখিয়েছি তার একটা ছোট ভিডিও ক্লিপ দিচ্ছি



তিন দিন এই ভাবে শিখানোর পরে ওরা মোটামুটিভাবে রেডি র‍্যাম্প শো করার জন্য। এবার ফাইলান্নি র‍্যাম্প শো এর ভিডিও টার লিং দিচ্ছি।


আমি খুব ফিল করছিলাম সব মিলিয়ে। কারন আমি এখন যে আর পড়াশুনা করছি না😭। ছাত্র জীবনের দিন গুলা যেন প্রতিনিয়ত মিস করছিলাম। আমি পড়াশুনা অবস্থায় জব করতাম। যেদিন আমার বিদায় অনুষ্ঠান ছিল সেদিন আমার অফিস থেকে আমি ছুটি নিতে পারি নাই। এমন টা দিন আমি খুব মিস করেছিলাম। ভালো লাগছিল সবার আনন্দ দেখে।

4C85375F-2918-471B-9293-A25F5D95D206.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuISTT Collageiphone 11 pro max

এবার অনুষ্ঠানের কিছু রোমান্টিক ছবি শেয়ার করি 🤪। আসলে কোন অনুষ্ঠানের কথা শুনলেই আমার খুব ভালো লাগে। আর আমি ক্যান জানি না কোথাও গেলেই সবার সাথে খুব মিশে যেতে পছন্দ করি। অনুষ্ঠানে সব মিলিয়ে সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল।


12C366DC-6147-491B-AF23-7A61195FDF3B.jpeg

1C39A4D6-C689-4B46-8FB4-935FDF052512.jpeg

E9ACE63E-C9A2-4C5C-9DEA-A28951E85E00.jpeg

932F03E0-A13D-46DE-8CC9-D44A0514F447.jpeg

C4B63424-8754-469C-863D-B687437E7DC1.jpeg

D82C3205-4224-46AE-B11F-86C1DF4EC765.jpeg

698D8293-2066-4F5C-81D9-D594C2CEF3BB.jpeg

035B77A6-F633-4AFE-9763-867ED418594C.jpeg

10914121-C9AC-4B40-8917-179F15804E7E.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuISTT Collageiphone 11 pro max

সবাই ভিডিও টা দেখবেন আশা করি ভালো লাগবে। সত্যি বলতে ভিডিও গুলি ক্যাপচার করেছি মূলত আমার বাংলা ব্লগে আপলোড দেয়ার জন্য।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

ওয়াও, অসাধারণ একটি পোস্ট ছিল। আমি এই ফাস্ট এনজয় করলাম এমন কিছু। আপনার ভিডিও দেয়াতে আর বেশি ভাল লাগলো। সত্যি আপনি অনেক সুন্দর ভাবে সবাইকে এই শো এর জন্য প্রস্তুত করেছেন। অনেক ভাল লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে যে এখন তেমন একটা দেখিনা কি হয়েছে আপু??

 3 years ago 

কোথায় দেখেন না, কমেন্টে না discord এ, আর মাঝখানে শরীর খারাপ ছিল খুব।

 3 years ago 

ডিস্কোর্ডে তেমন দেখি না। মিস করি আপুমনি।

 3 years ago 

রেম্প স এর কথা শুনলেই কেমন জানি আমার শরম শরম করে। তারপরও আপনাদের শো টা দেখে অনেক উপভোগ করলাম। আর পোস্টটা পড়ে খুবই ভালো লাগলো যে আপনিও অনেক আনন্দ উপভোগ করেছেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

জাস্ট ওয়াও (✷‿✷)

রেম্প সো দারুন ছিল ♥️
আমি পুরোটা উপভোগ করেছি।
আমি জানি কাউকে কিছু শিখিয়ে পড়িয়ে সেটা উপস্থাপন করা কি কঠিন একটা কাজ।
অনেক ধন্যবাদ চমৎকার জিনিসটা ভাগ করে নেয়ার জন্য 💌

 3 years ago 

❤️❤️❤️🙏🙏

 3 years ago 

আপনার এই রকম র‍্যাম্প শো দেখে আমার স্কুল লাইফের কথা মনে পরে গেলো। আমার স্কুল লাইফেও এরকম অনুষ্ঠান হতো। আপনাদের বউ জামাইকে এভাবে একসাথে এনজয় করতে দেখে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে। আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ।

 3 years ago 

❤️❤️❤️❤️🙏🙏

বোঝায় যাচ্ছে খুব ভালো সময় পার করেছেন,
রেম্প শো টা দারুন ছিলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার মিতা।

ভাই আমার হিরো৷ কিছু বলার নাই,রেম্প শো আমি একবার করছিলাম, নিজেকে হিরো মনে যখন পাশে মেয়ে ছিলো হাহাহাহা।

শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই।

 3 years ago 

সত্যিই অনেক আনন্দ উপভোগ করলাম। দেখে খুবই ভালো লাগলো এবং আপনি এত সুন্দর ভাবে মুহূর্তগুলো ইনজয় করেছেন এবং সকলের সাথে হাসিমুখে পিকচার তুলেছেন ওইটা দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব মিষ্টি মনের মানুষ ভাইয়া। অলটাইম হাসিখুশি। এইটা খুবই একটি ভাল গুণ। সকলের সাথে খুবই মিশুক এবং খুব সুন্দর ভাবে সময়টুকু উদযাপন করেছেন আর ভিডিওটি দেখে অনেক এনজয় করলাম ভাইয়া

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও বন্ধু ওয়াও !!

এই র‍্যাম্প শো দেখে তো আমার খুব ভালো লেগেছে । র‍্যাম্প শো ভিডিওটি আমি দেখলাম। আহা প্রত্যেকজনেই ফাটিয়ে দিয়েছে। তারপর আপনার ফটোগ্রাফির গুলোর সাথে লেখাগুলো খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট সাজানোর জন্য।

 3 years ago 

❤️❤️❤️🙏🙏🙏🙏

 3 years ago 

কলেজে একবার রেম্প শোতে অংশ নিয়েছিলাম। অনেক ভালো লেগেছিল সাথে লজ্জাও। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

তাই নাকি আপু।

 3 years ago 

দারুন সময় কাটিয়েছেন ভাই ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর মুহূর্ত গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50