মালেন্দহ ব্রিজের ফটোগ্রাফি 📸 || বগুড়ায় ২য় দিন || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

মেলান্দহ ব্রিজ


সোনাতলা আসার পরেই শুনলাম 2 টা জায়গার কথা। যেই 2 টা জায়গাতে নাকি মানুষের খুব ভীড় জমে ☺️। আমি চিন্তা করলাম ২ দিনে ২ জায়গায় যাবো আর শেয়ার করবো আপনাদের মাঝে।


২ টি জায়গার নাম বলে দেই😍!

১. মেলান্দহ ব্রিজ
২. মহাস্থানগড়।


আজ লিখবো মেলান্দহ ব্রিজ নিয়ে🥰

478F78CA-AA6A-4E42-A79E-806E73661F57.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuমেলান্দহ ব্রিজiphone 11 pro max

siam,.png


প্রথমেই বলি ব্রিজটি স্থাপন করা হয়েছে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরে। ব্রিজ টি দেখতে খুব চমৎকার এবং মনোরম পরিবেশ যা আমাকে মুগ্ধ করেছে। আসলেই না গেলে হয়তোবা বুঝতে পারতাম না। অনেক কিছু সামনে থেকে না দেখলে বুঝার উপায় নাই তার মধ্যে আমি মনে করি এই মালেন্দহ ব্রিজ একটি।


ব্রিজের পাশেই বিশাল একটি চাষের ক্ষেত রয়েছে। যা দেখতে সত্যি অসম্ভব সুন্দর।
FA99560B-6278-4435-93C4-787EF4F6A9D3.jpeg


30F63AAA-C0FF-4518-AEAA-25A978934443.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuমেলান্দহ ব্রিজiphone 11 pro max

siam,.png

অনেক দূর দূরান্ত থেকে পর্যটকদের ভীড় জমে এই মালেন্দহ ব্রিজে।
বিশেষ করে কোন উৎসবে জনসমাগম থাকে তুলনামূলক বেশি। পাশে কিছু সাধারণ ফুল ছিল, যদিও নাম জানা নেই তবে দেখেই মন মুগ্ধ করার মতন। তাই ক্যাপচার করে নিলাম।


C38AEFBB-667D-432C-BAC4-608A15682962.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuমেলান্দহ ব্রিজiphone 11 pro max

siam,.png

এবার এমন একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করবো যা আপনাদের ভালো লাগতে বাধ্য করবে। আমি নিজেই ক্যাপচার করার পরে অবাক হয়ে গিয়েছি😉।

72E87874-FDEF-4916-8FE2-7E723B4A2139.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuমেলান্দহ ব্রিজiphone 11 pro max

siam,.png

এই ছবি টা ব্রিজের উপর থেকেই ক্যাপচার করা হয়েছে। এবার নিজের একটা ছবি না দিলে কেমন হয়ে যায় না 😅 নিজের একটা সেলফি দিয়ে দেই 😍😍😍😍


4ED39BFD-FE0A-4ED7-B09F-D2A39BF447F8.jpeg

ইনশাল্লাহ আগামি কাল যাবো সেই ২য় জায়গাতে। আশা করি আপনারা পাশেই থাকবেন। আর একটা কথা না বললেই না, মন ভালো রাখার জন্য কোথাও ঘুরে আশা কিন্তু ভালো একটা উপায়। বিশেষ করে যদি থাকে পাশেই নদি তাহলে কোন কথাই নাই। ভালো থাকবে এই কামনা করি।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

মালেন্দাহ ব্রীজটা তো খুবই সুন্দর। এবং ব্রীজের পাশের প্রকৃতি টা অসাধারণ। উপস্থাপনা এবং মার্কডাউনের ব‍্যবহার টা ভালো ছিল। মহাস্থানগড় পর্বের জন্য
অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মেলান্দহ ব্রিজ এর ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া । তোমার তুলা প্রতিটা ছবি অসাধারণ হয়েছে তার মধ্যে নৌকার তুলা ছবিটি আমার খুব ভালো লেগেছে।।।

 3 years ago 

ভাইয়া, আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। আর ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে জায়গা গুলো খুব সুন্দর।তবে কখনোই আমি বগুড়াই যায়নি ,দেখে মনে হচ্ছে বগুড়া জেলা টি অনেক সুন্দর। ধন্যবাদ সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।🥰🥰

 3 years ago 

অসাধারন হয়েছে। বিশেষ করে নদীর ছবিটি চমৎকার হয়েছে।
4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHcBKi5x7aTNdntTaKA16JuB8cA7hMqxWSL8Ke282kfLKngYKZUd51yyJGu5oADzna4fs66GYJe9bjCkjdv3Vp2i7cQ5Du4UzcjQnpuXQ8whoWzzeRGasj4.jpeg

শুভকামনা।।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ🥰🥰🥰🥰😘

 3 years ago 

আসলে ভাই আপনি প্রশংসার দাবিদার ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল এবং ফটোগ্রাফি সাথে আপনার ছবিটা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে এবং আপনার বর্ণনা অনেক সুন্দর ছিল ভাই শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤️❤️❤️

 3 years ago 

অনেক ভালো ছিলো ফটোগ্রাফি গুলো। মহাস্থানগড় নিয়ে অপেক্ষায় রইলাম।শুভ কামনা।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বগুড়া শহরে আমার এখনো ভ্রমণ করা হয়নি তবে আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে বগুড়া শহর টি আমার ভ্রমণ লিস্টে রাখা উচিত।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জাস্ট ওয়াও! এতো সুন্দর হয়েছে ছবি গুলো। আমি একমত, মন ভালো করার জন্য কোথাও ঘুরতে গেলে খুব ভালো লাগে।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤️❤️❤️❤️❤️

 3 years ago 

অসাধারন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো♥

 3 years ago 

সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে ভাই। নদীর উপরে আকাশের রঙধনু মাখা ছবিটা আমার কাছে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41