নিজেকে পরিবর্তন করতে হবে|| 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
বিরক্ত লাগে খুব। দেশ এর নিয়ম কানুন গুলি যে কবে ঠিক হবে। কেউ কোন নিয়ম মানেই না। হাহাহাহা কিন্তু দিন শেষে দেখা যায় আমিও তাদের দলেই, যারা নিয়ম মানে না। বিশ্বাস করুন নিজে পরিবর্তন না হলে কিছুই পরিবর্তন হবে না।

image.png

Divice iphone 11 pro max

What's 3 Word Location


কবে ঠিক হবে সব আমি তো সেই অপেক্ষায়


প্রথমেই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। আমি ঢাকাতে বাইক ছাড়া তেমন একটা চলাফেরা করি না কারন খুব জ্যাম থাকে ঢাকার রাস্তায়। একদিন জ্যামে বসে আছি প্রায় ২০ মিনিট এর কম হবে না। আমরা কয়েক জন কথা বলছিলাম। আমি বলছিলাম ইসসস যদি জানতাম তাহলে রাতের খাবার টা নিয়ে আসলে এখানে বসেই সেরে ফেলতাম হাহহাহা। কি করবো এত জ্যাম এক জায়গাতেই বসে আছি এত টা সময়। এবার আমার পাশে এক ভাই বলছিল এত জ্যাম হতো না ভাই যদি আমরা নিয়ম গুলি মেনে চলতাম। আমিও তাকে বললাম একদম ঠিক বলেছেন ভাই। এই কথা বলতে না বলতেই যা হয়ে গেল আমি জাস্ট অবাক। উনি রাস্তার ফুতপাতে বাইকটা উঠিয়ে দিলো সুযোগ পেয়ে। আবার আমায় বলছিল পিছে পিছে আসুন ভাই। কিন্তু আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম,আর ভাব্লাম উনি না মাত্র বল্লো নিয়ম কানুন এর কথা হাহাহাহাহহা। আসলে এমন টাই আমরা করে থাকি।

image.png

Divice iphone 11 pro max

What's 3 Word Location


আসলে যে কোন বিষয়ে নিজেকে নিজে পরিবর্তন করা উচিত। নিজের দেশ নিজের পরিবার নিজের ফ্যামিলি সব জায়গাতে নিজেকে স্বাভাবিক রাখাই উওম কাজ। আমরা শুধু দোশ খুজি কে কি করেছে। এই একটা কাজ নষ্ট করে দিতে পারে সব কিছু।

সবার সাথে ভালো সম্পর্ক করার একটা উপায় বলে দেই💖


আমরা তাকেই ভালোবাসি যে আমাকে রেস্পেক্ট দিয়ে কথা বলবে। অন্যের সামনে হ্যায় করবে না। তাই আমাদের উচিত সবাইকে রেস্পেক্ট দিয়ে কথা বলা। একটা কথা মনে রাখতে হবে কেউ কারো জন্য আটকে থাকবে না। সবার দিন কেটেই যাবে কারো একটু ভালো আর কারো একটু খারাপ। কাউকে ছোট মনে করা যাবে না। এটা মাথায় রাখতে হবে দিন শেষে একদিন আমরা সবাই পরলোক গমন করবো সুতরাং অহংকার করা মোটের উচিত না।

IMG_6645.JPG

Divice iphone 11 pro max

What's 3 Word Location


একবার যদি এই চিন্তা করি দেখুন আমি ঘোড়ার উপর বসে আছি। ঘোড়া টা আমার নিয়ন্ত্রনে রয়েছে। কিন্তু এই ঘোড়া চাইলে আমাকে আক্রমন করতে পারতো কিন্তু করে নাই। আর এই ঘোড়া আমাকে আক্রমন করে নাই বলেই সব খুব সুন্দর ভাবে চলছে। সব সময় শক্তি থাকলে সেই শক্তির অপব্যবহার করা মোটেও উচিত না।

কিছু কাজ আমাদের সবার করা উচিত বলে আমি মনে করি💖


১- নিজেকে ভালোবাসা
২- নিজের দেশ কে ভালোবাসা
৩- নিজের পরিবারকে ভালোবাসা
৪- কোন সিদ্ধান্ত হুঠাট না নেয়া
৫- সব দেখাকে বিশ্বাস না করা
৬- ভিতরে কিছু থাকলে সম্পর্ক নষ্ট করার আগে তার সাথে আলোচনা করা
৭- কিছু শুনেই সেটার উপর এ্যাকশন না নেয়া।


আমি নিজেই চেষ্টা করবো এই বিষয় গুলি মেনে চলার জন্য ইনশাল্লাহ।


IMG_6489.JPG

Divice Canon 750D

What's 3 Word Location


ছবিটা এই জন্য দিয়েছি দেখুন একটি ছেলে আর একটি মেয়েকে দেখা যাচ্ছে। আমরা কি মনে করতে পারি ছেলে আর মেয়েটা খুব পরিচিত হয়তোবা। আমাদের চোখে দেখা থেকে কিন্তু এটাই প্রমান করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মেয়েটা ছিল আমার বন্ধু। পাশের ছেলে আর যে ছবি তুলেছে তারা এই মেয়েকে চিনেই না। এটা এই জন্যই বললাম আপনারা বলতে পারেন চোখে দেখার পরে বিশ্বাস না করার ই বা কি আছে। চোখে সব দেখা সঠিক থাকে না।

আমার এমন একটা কোয়ালিটি ছাড়া পোস্টে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন , এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

বদলে যাই বদলে দেই
বদলানো টা ছড়িয়ে দেই
বদলাবে ও দেশ টা একদিন
প্রত্যাশা টা কুড়িয়ে নেই♥♥

 3 years ago 

বাহ খুব সুন্দর কমেন্ট ছিল।

 3 years ago 

কথা বলতে না বলতেই যা হয়ে গেল আমি জাস্ট অবাক। উনি রাস্তার ফুতপাতে বাইকটা উঠিয়ে দিলো সুযোগ পেয়ে। আবার আমায় বলছিল পিছে পিছে আসুন ভাই

এইটা পড়ে ভাই আমি অনেকক্ষণ হাসলাম।অনেক মজা পেলাম। সবাই আমরা নিয়মের জন্য বড় বড় বড়াই করি কিন্তু নিয়ম মানার বেলায় একদম ঘোড়ার ডিম। আপনার আজকের পোস্টটা পড়ে আমার কাছে অনেক আনন্দ লাগলো আর খুব ভালো লাগলো। লেখার বিষয়টা খুব বেশি দারুন লেগেছে আমার কাছে।

 3 years ago 

আসলেই তাই আপু হাহাহাহহাহা।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন নিজেকে পরিবর্তন করতে হবে।আর নিজেকে পরিবর্তন এর জন্য নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানো খুব জরুরী।আর আজকে খুব দারুন ভাবে তুলে ধরেছেন আপনি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।❤️🥰

জ্বি ভাইয়া ঠিক কথা বলছেন,আমরা যদি পরিবর্তন না হয়।তাহলে অন্যরা কেমন করে পরিবর্তন হবে।আগে নিজেকে পরিবর্তন করতে হবে।ভাইয়া পরিবর্তন নিয়ে সুন্দর লিখেছেন।উপস্থাপনা অনেক দারুন হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দারুণ কিছু কথা বলেছেন ভাইয়া, সত্যি আমরা চোখে দেখা টা কে বিশ্বাস করি। কিন্তু এই চোখে দেখার মধ্য যে কিছু ভুল থাকতে পারে সেটা আমরা বুঝতে চাই না। এই জিনিস গুলো আমার ও সুধরাতে হবে।

আর নিয়ম কানুন,, সেটা আবার কি,, আমারা তো চিনি অনেকে চিনেই না। আপনার কথা গুলো কিন্তু বেশ লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে প্রথম থেকে ভালো লাগে। আপনার লেখাগুলো পড়তে খুব ভালো লাগে। আসলেই হুটহাট অ্যাকশন নেওয়া খুবই খারাপ জিনিস এবং সব সময় চোখে দেখা যে সত্যি হয়না এটাও একদম বাস্তব কথা। আমি আপনার প্রত্যেকটা কথার সাথে সহমত পোষণ করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.031
BTC 86664.25
ETH 3140.88
USDT 1.00
SBD 2.86