প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে ৭ উপকার |জেনে নেই।

সকালে জগিং করলে বা দ্রুত হাঁটলে হার্টে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ হয়, এতে হৃদরোগের ঝুঁকি কমে। সকালের ব্যায়ামে ক্ষুধা বাড়ে, হজম ভালো হয়, খাওয়ার ইচ্ছা তৈরি হয়। সকালে হাঁটলে রক্তের লোহিত কণিকা থেকে চর্বি ঝরে, হাঁটার সময় রক্তের ইনসুলিন ও গ্লুকোজ ক্ষয় হয়। ফলে ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
images (12) (5).jpeg

আসুন জেনে নিই প্রতিদিন ২০ মিনিট ব্যায়াম করলে যেসব উপকার পাবেন-

১. এক গবেষণায় দেখা গেছে– যারা নিয়মিত ২০ মিনিট ব্যায়াম করেন, তারা অন্যদের চেয়ে ৫০ শতাংশ কম মানসিক চাপে ভোগেন।

২. গবেষণায় আরও বলা হয়, শরীরে স্ট্রেস হরমোন করটিসোলের পরিমাণ কমিয়ে দেয় ব্যায়াম। ব্যায়াম শরীরকে আরাম দেয়। তাই যোগাসন, ডিপ ব্রিদিং ও মেডিটেশন করলেও ভালো ফল পাবেন।

৩. শরীরচর্চা করলে ‘ন্যাচারাল ফিল গুড’ হরমোন নিঃসৃত হয়। এতে মন ফুরফুরে থাকে।

৪. শরীরচর্চার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ফিট ও সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন।

৫. ক্ষুধা বাড়ে শরীরচর্চা করলে। ফলে খাবারের অনিয়ম দূর হয়।

৬. ব্যায়াম সারাদিন কর্মক্ষম রাখবে ও এনার্জি দেবে। শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় ব্যায়াম করলে।

৭. সকালে ঘুম থেকে উঠেই ২০ মিনিট ব্যায়াম করুন। পুরো দিনের জন্য এনার্জি স্টোর হয়ে যাবে।

Sort:  
 4 days ago 

ব্যয়ামের কোন বিকল্প নেই। এটা খুব সত্যি কথা। নিজেকে সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যয়াম করা উচিত৷

 yesterday 

মাত্র বিশ মিনিট ব্যায়াম করলে সাত টি উপকার ভাবা যায়। শরীরে খারাপ হরমোনের পরিমান কাটিয়ে দেয়। ব্যায়াম করলে মানসিক চাপ কমে। ভালো হরমোন নিঃসৃত হয়। সুস্থ থাকতে সাহায্য করে খাবারের অনিহা কমে খাবার রুচি বাড়ে। শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং সব থেকে বেশি ভালো লাগলো যা তা হচ্ছে সারা দিনের জন্য এনার্জির স্টোর হয়। এতো এতো সব উপকারী তা যা আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য ভীষণ প্রয়োজনীয়। সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44