আজকাল মানুষকে মানুষ মৃত্যুর পরে বেশি মূল্য দেয়!|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " আজকাল মানুষকে মানুষ মৃত্যুর পরে বেশি মূল্য দেয়! "


★★"আজকাল মানুষকে মানুষ মৃত্যুর পরে বেশি মূল্য দেয়!"★★


IMG_20220205_004710.jpg


  • মৃত্যু ও মূল্য:-

মানুষকে মানুষ মৃত্যুর পরে বেশি মূল্য দেয়। এই কথাটার অর্থ অনেকেই হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারেনি। কিংবা আমার কথাটা আমি কেন বললাম সেই বিষয়টা ধরতে পারেনি।সেই কারণে আমি আমার আজকের লেখার মাধ্যমে আমার এই বক্তব্যটিকে আপনাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট করার চেষ্টা করব।প্রায় সময় দেখবেন কোন মানুষ যখন জীবিত থাকে। তখন তাদেরকে অনেকেই বা, আমরা খুব একটা মূল্যায়ন করিনা এবং খোঁজ-খবরও নি না।কিন্তু ওই মানুষটা যখন মারা যায়। তখন ওই মানুষটার জন্য আমরা সবাই কেমন যেন হা-হুতাশ করতে থাকি এবং কষ্ট পাচ্ছি তা দেখাতে থাকি।আমরা সবাই বলতে থাকি আহারে মানুষটা কত কষ্ট করে মারা গেল কিংবা আমরা সবাই বলতে থাকি মানুষটা খুব ভাল ছিল। কিংবা মানুষটার কখন দাফন হচ্ছে, কখন তার সৎকার হচ্ছে। মানুষটাকে দেখতে মৃত্যুর পরবর্তী সময়ে কারা কারা আসছে। মানুষটাকে দেখতে কারা আসছেনা আমরা সেসব বেশি খবর রাখা শুরু করি।

কিন্তু আমাদের তো মৃত্যুর পরে ওই মানুষটার সাথে কি হচ্ছে। কিংবা ওই মানুষটার কখন, কোথায়, কোন সময়ে, কিভাবে তাকে দাফন করা হচ্ছে কিংবা তার সাথে মৃত্যুর পরে কি হচ্ছে। কিংবা মৃত্যুর আগের জীবন কেমন ছিল। সেসব নিয়ে গবেষণা করার চেয়ে আমাদের উচিত ছিল। সেই মানুষটা যখন জীবিত ছিল তখন তাকে সেই সম্মানটা দেওয়ার এবং তার খোঁজখবর নেওয়ার। কিন্তু আমরা বেশিরভাগ সময়েই সেই কাজটা করি না। এমন অনেক বিষয় রয়েছে যখন কোন ব্যক্তি মারা যায়। তখন আমরা ঐ ব্যক্তি টা কে নিয়ে কথা বলতে বলতে তার অতীত সম্পর্কে এমন কিছু বাহির করি। যে তিনি এমন ভালো একটা মানুষ ছিল। কিন্তু আমরা সে বেঁচে থাকতে তার মূল্যায়ন করিনি। কিংবা তিনি যখন বেঁচে ছিলেন তখন তার কাজের মূল্যায়ন করা হয়নি।

বেশিরভাগ সময়ই এই ঘটনাটা ঘটে থাকে।
আমরা মৃত্যুর আগে বেশিরভাগ ভালো মানুষকে মূল্যায়ন করি না, তার কাজের মূল্য আমরা দিতে পারি না।
কিন্তু সে যখন মারা যায় তখন আমরা সবাই মিলে আফসোস করতে শুরু করি যে,

সে কেন সে বেঁচে থাকতে কোনো মূল্যায়ন পাইনি।
বেঁচে থাকতে সে কতটা কষ্টে ছিল।
সে যখন বেঁচে ছিল তখন তার কোন কোন কাজটা কে মূল্যায়ন করা উচিত ছিল।
এবং,
কোন কোন কাজকে দাম দেওয়া হয়নি।

সেসব গবেষণা শুরু করে দি।কিন্তু একটা মানুষকে কেন আমরা মৃত্যুর আগে সম্মান করতে পারি না?
কেন আমরা মৃত্যুর আগে তার খোঁজ খবর নিতে পারি না?
যদি মৃত্যুর আগে তার খোঁজ-খবর নেওয়া হতো কিংবা তার কাজের মূল্যায়ন, সঠিক মূল্যায়ন করা হতো।
তাহলে নিশ্চয়ই পরে আফসোস করতে হতো না কাউকে।


★★"মানুষের মাঝে নেই আগের ভালোবাসা"★★


  • মানুষে মানুষে ভালোবাসা কি আছে:-

আমার মতে, মানুষের মানুষের আগের মত ভালোবাসা আর নেই। সেই কারণে আজকে আমি যে টপিকটা কিংবা যে বিষয়টা কিংবা আমার নিজের উক্তিটা নিয়ে কথা বলছি সেই উক্তিটা হতোই না। অর্থাৎ এই উক্তিটার জন্মই হতো না। এই উক্তিটার জন্ম একমাত্র এই কারণেই হয়েছে যে কারণে মানুষে মানুষে ভালোবাসা কমে গেছে। অতীতে একটা সময় ছিল যখন কোনো পরিবারে ভালো রান্না হলে এক বাটি খাবার অবশ্যই অবশ্যই মানুষরা পাশের বাড়িতে দিতো।

কারণ তখন মানুষে মানুষে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সম্মান সবটাই এতটা বেশি ছিল। কিন্তু আজকাল আমাদের বিষয়গুলো এমন হয়ে গিয়েছে যে আমরা আমাদের পাশের ফ্ল্যাটে কারো কোন খুব বড় সমস্যা হয় কিনা, সেইটা আমরা কোন খোঁজ খবর রাখি না। এমনও অনেক সময় হয়েছে যে আমাদের পাশেই হয়তো কোন মানুষ গুমড়ে গুমড়ে নিজের মধ্যে নিজেই মরছে। কিন্তু আমরা তার একটু খোঁজখবর নি না।
একটা মাত্র কারণ,
আমাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা নেই। কিন্তু ওই মানুষটা যখন কোন বড় দুর্ঘটনা করে ফেলে কিংবা কোন ভয়ংকর খারাপ স্টেপ নিয়ে ফেলে।
তখন আমরা আফসোস করি!
কেন মানুষটার সাথে একটু কথা বললাম না।
কিংবা মানুষটা কত অসহায় ছিল,
সেইসব নিয়ে আমরা আলাপ আলোচনা করতে থাকি।
কিন্তু দোষটা তো আমাদেরই।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 2 years ago 
আসলে বেঁচে থাকতে কেউ মূল্য দিতে চায় না।আসলে আমাদের উচিত আশপাশের মানুষের খোঁজ খবর নেওয়া।বেঁচে থাকতে আমাদের কদর করতে হবে।আসলে কেউই সঠিক কাজের মূল্যায়ন করেনা এটাই সবথেকে বড় আফসোস।দিন শেষে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ভালো লিখেছেন আপনি

আপনি খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই ভাই বেচে থাকতে মানুষ মূল্য দেয়না তেমন একটা। কিন্তু মারা যাওয়ার পর যেনো সবার কাছেই সেই মৃত মানুষটি অনেক মূল্য পায়। এটা এখন সমাজ এর নিয়ম হয়ে গেছে ভাই। আর মানুষে মানুষে বন্ধন ও যেনো দিন দিন অনেক কমে আসতেছে। এখন আর সেই ভ্রাতৃত্ব দেখা যায়না।

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43