আজ আমার লেখার বিষয়।"বেড়ে উঠা "|| 10% Beneficiaries @shy-fox ||


IMG_20211027_211345.jpg



এই ছবিটা আমাদের জীবনের সাথে খুব মিলে যায়?তাইনা?ভাবছেন এমনটা কেনো বলছি!
কারণ এইযে ঝরে পড়া ফুলটা আর ওইযে হেটেঁ যাওয়া ছোট্ট প্রাণটা তারা দুই ই দুইয়ের দুই অবস্থা।
বুঝলেন না?আচ্ছা আরেকটু বুঝিয়ে বলি তাহলে।
আমাদের যখন জন্ম হয় তখন আমরা থাকি খুব ছোট্ট প্রাণ যেমনটা ছবির ছোট্ট হেটেঁ যাওয়া মিষ্টি বাবুটা এরপর ধীরে ধীরে আমাদের ছোট্টবেলা কাটে এরপর শৈশব এরপর কৈশর এরপর বার্ধক্য এরপর এইযে ছবির দেখা ফুলটির মতো আমরা ঝরে পড়ে যাই।আমরা যখন এমন ছোট্টোটি থাকি সবাই কেমন যেনো আমাদের খুব মাতিয়ে রাখে, খুব খেয়াল রাখে।এমনভাবে খেয়াল রাখে যেনো আমরা কোথাও একটু পড়ে ব্যথা না পাই,কোনোদিকে ভুলে যেনো ভুল দিকে পা না বাড়াই। কিন্তু যখন এমন ফুলটার মতো টুপ করে ঝড়ে যাই ঠিক সেই মূহুর্তেই সব্বার সব দায়িত্ব যেনো ফুরিয়ে যায়।হ্যা একটা দায়িত্ব থাকে শুধু, তা হলো এভাবে মাটিতে লুটিয়ে দেওয়ার দায়িত্ব।সবাই এই দায়িত্বটা খুব নিষ্টার সাথে পালন করে।কিন্তু এরপর?এরপর আমরা এই ফুলটির মতো ফুরিয়ে যাই আর সামনের দিনে ওই ছোট্ট প্রাণটির মতো আরো একটি প্রাণের জন্ম হয় আর সেই ছোট্টটিকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে যায় আবার।আর ওই ঝরে পড়া ফুলটির মতো মানুষটাকেও সবাই ভুলে যায়।আমার জীবনতো এমনই,পৃথিবীটাও এমননই।খুব বিষ্ময়কর আমাদের এ জগৎটা।মূহুর্তেই কেও হারিয়ে যাচ্ছে আবার কেও জন্ম নিচ্ছে।আমরাও এমনভাবেই জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছি।এটাই কি জীবন?এরই নাম কি জীবন?কেমন এই নির্মমতা।কেমন করে ভুলে যাই চলে যাওয়া মানুষগুলোকে, কেমন করে হারিয়ে যায় তারা ওই বিকেলে ঝলমলিয়ে উঠা খানিক রোদের মতন।কেমন করে সবাইকে ভালোবেসে হঠাৎ চলে যায় দূর অজানার দেশে।
আমি ভাবি, আমিও এমন ফুলটির মতো ঝরে যাবো।আমার গায়ে সাদা চাদর পরিয়ে সবাই শেষ বিদায় দিয়ে দিবে।ভুলে যাবে সবাই!ফুরিয়ে যাবো আমি!নিঃশেষ হবে আমার সব দায়িত্ব!


Sort:  
 3 years ago 

খুবই সুন্দর ভাবে জীবনচক্র টিকে আপনি আপনার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ভাই। আসলে আমাদের জীবনটা এই ফুলের মতো ঝরে যায়। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই ভাই অনেক সুন্দর একটি টপিক নিয়ে আপনি আপনার আজকের পোস্টটি সাজিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একটি সঠিক নিয়মে বানিয়েছেন। আর এই নিয়মটি হতে জীবনচক্র। একটি ফুল ফুটবে আর অন্যটি ঝরে যাবে এইতো বিধাতার নিয়ম। এইনিয়মটি কে কখনো কেউ বদলাতে পারবে না। যখন কেউ এই নিয়মটি বদলাতে আসবে তখন আর এই পৃথিবীইই থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আজকে আপনার লেখার মাধ্যমে উঠে আসছে অনেক কিছু, খুব ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে লিখার দারুন মিল। খুব সুন্দর ছিলো সবমিলিয়ে, আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

একদিন সবাইকে অজানার দেশে পাড়ি দিতে হবে ঝরে পড়া ফুলের মতো।সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে।

হ্যা, ঠিক বলছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60808.14
ETH 2392.92
USDT 1.00
SBD 2.63