অহংকার পতনের মূল -বাস্তব কথা।|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।



❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️



আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " অহংকার পতনের মূল "।



★★"অহংকার পতনের মূল"★★


IMG_20220203_234027.jpg


  • অহংকার কী:-

আমার মতে, অহংকার হল দাম্ভিকতা।নিজেকে নিয়ে,নিজের যা কিছু আছে তা নিয়ে দরকার চেয়েও অতিরিক্ত বড়াই করা।সেই বড়াইয়ের কারণে অন্যকে ছোট করা।এবং নিজের যেই ক্ষমতা কিংবা কিছু রয়েছে তা নিয়ে অতিরিক্ত গর্ব করা।

**অহংকার এমন এক জিনিষ যেইটা না ধরা যায়,না ছোয়া যায়, না এর কোনো পরিমাপ করার ক্ষমতা রয়েছে।কিন্তু এই জিনিষটা মানুষকে ধীরে ধীরে ধ্বংষ করে দেয়,নামিয়ে আনে রাস্তায়।সবচেয়ে বড় কথা এই ব্যাপারটি ওই ব্যাক্তি উপলব্ধি ও করতে পারেনা।



★★অহংকার একপ্রকার বিষ★★



  • অহংকার নামক বিষের প্রতিক্রিয়া:-

এই অহংকার নামক বিষ কোনো সাধারণ বিষ নয়।অহংকার নামক বিষটা কাটানোর জন্য কোন প্রতিষেধক আজ পর্যন্ত তৈরি হয়নি। এই বিষের প্রতিষেধক আমরা নিজেই।
অর্থাৎ এই বিষ আমরা নিজেদের মনে নিজেরাই সৃষ্টি করি।
ঠিক তেমনটাই এই বিষের প্রতিষেধকটাও আমাদের নিজেরই সৃষ্টি করতে হয়।
অন্য কেউ এই বিষ কাটাতে পারে না।

মূলত আমরা সবাই ভাবি অহংকার আমাদের মধ্যে নেই।
কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতে পারব আমরা জীবনে কোন না কোন একটা বিষয় নিয়ে ভীষণ অহংকার করি।
এবং,
এই জিনিসটা আমরা আবার উপভোগ ও করি।
এই অহংকার বিষ বলার কারণ হচ্ছে একটা মানুষের মনে যখন অহংকার ঢুকে যায়। তখন সেই মানুষটার মনে কোনো ভালো চিন্তা আর তৈরি হয় না।

আমরা কখনোই খারাপ মস্তিষ্ক এবং ছোট মস্তিষ্ক নিয়ে ভালো চিন্তা করতে পারবোনা।
সেই কারণেই আমাদের মস্তিষ্কে, আমাদের মনে যদি অহংকার থাকে। আমরা কোনো ভালো কাজে হাত দিতে পারব না।
এবং আমাদের জীবনেও, এরপরে আমাদের দ্বাড়া আর কোনো ভালো কাজ সংঘটিত হবে না।
এবং,
এর দায় একমাত্র আমাদের। এর কারণ আমরা নিজেরাই এই বিষ নিজেদের মধ্যে সৃষ্টি করেছি। এই কারণে আমার কাছে মনে হয় অহংকার একপ্রকার বিষ বললেই চলে।



★★অহংকারের কারণ★★



  • অহংকারের জন্য বিশেষ কারণ লাগেনা,:-

আমার মনে হয় এই অহংকার করার জন্য কোনো একটা বিশেষ কারণ লাগে না।
কারণ আমাদের চারপাশ আমরা দেখলেই বুঝি আজকাল মানুষ নিজের ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়েই অহংকার করা শুরু করে দেয়।
এই অহংকার যে তাদের,আমাদের ধ্বংষ করে দিচ্ছে ওইদিকে আমরা দেখিনা।

অহংকারের জন্য বিশেষ কারণ লাগেনা বলতে।
আমরা বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যেই বিভিন্ন ধরণের অহংকার দেখতে পাই।যেমন,কিছু শিক্ষার্থী আছে যারা ফলাফল ভালো করে এবং এইটা প্রশংসার দাবিদার।তবে তাদের মাঝে অনেকের ই খেয়াল করলে দেখা যায় অসম্ভব পর্যায়ের অহংকার কাজ করে।শিক্ষা আমরা গ্রহণ করি অহংকার যেনো আমাদের মধ্যে না আসে।কিন্তু সেই আমরাই সেইটা নিয়েই অহংকার করা শুরু করি।

অনেকে টাকা পয়সা থাকলেই মানুষকে আর মানুষ হিসেবে গণ্য করেনা।যা তা ব্যবহার করে মানুষের সাথে।তারা ভাবে আমাদের তো অনেক ধন সম্পদ টাকা পয়সা,সবাই আমাকে মাথা ঠেকিয়ে চলতে বাধ্য।এসব দাম্ভিকতাই অহংকার সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।



★★অহংকার এবং মানুষকে নগণ্য ভাবা★★



  • অহংকারী মানুষ অন্য মানুষকে নগণ্য ভাবে:-

যে মানুষগুলোর মনে অহংকার রয়েছে সেই মানুষগুলো কোনদিনও মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না।
অহংকারী মানুষগুলো নিজেদের দাম্ভিকতা এবং নিজেদের কাছে ধন সম্পদের প্রাচুর্য কি আছে তা নিয়ে অসম্ভব রকমের অহংকার করতে থাকে।
এবং,
অহংকার এর কারণে তাদের পা মাটিতে পরে না।
এবং এই অহংকারের কারণেই তারা মানুষকে মানুষ ভাবতে পারেনা।
তারা ভাবে এই পৃথিবীতে তাদের মত আর কেউ হতে পারবে না এবং তাদের কে সবসময় সম্মান দিতে হবে।
কিন্তু তারা কোনো মানুষকে সম্মান করবে না এবং এইসব ধারণার কারণে তারা তাদের মধ্যে দাম্ভিকতা বৃদ্ধি পেতে থাকে।
তাদের মধ্যে মানুষকে অসম্মান করার যে প্রতিনিয়ত চিন্তাধারাটা সেটা সেইভাবে আরো বাড়তে থাকে।


★★অহংকারের কারণে পতন নিশ্চিত★★


অহংকার এর কারণে পতন নিশ্চিত।কারণ একটা মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন তারা কোন মানুষকে মানুষ ভাবেনা এবং সেই কারণে তারা কোন মানুষের সাথে চলতে পারেনা। একটা পর্যায়ে গিয়ে তাদেরকে কেউ পছন্দ করে না। এবং তাদেরকে কোন মানুষ বিপদে সাহায্য করে না। কারণ যেই মানুষটা সারা জীবন অন্য মানুষকে অসম্মান করে গিয়েছে। অবশ্যই সেই মানুষকে আর কেউ সম্মান করবে না। এটাই স্বাভাবিক এবং বিভিন্ন দিক থেকে তাদের উপরে মানুষের মনের কষ্ট বাড়তে থাকে। মানুষের মনের অভিশাপ একটি ব্যাপার যেটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য এবং এইভাবে করেই অহংকার পতনের মূল।কারণ অহংকার আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেনা।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। এ কথাটা আসলেই সত্যি অহংকার হচ্ছে সকল পতনের মূল। একদম ঠিক বলেছেন ভাইয়া অনেক লোক রয়েছে যাদের অহংকারের চটে মাটিতে পা পড়ে না কিন্তু আমরা এই পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য রয়েছে সুতরাং আমাদের অহংকার না করাটাই কাম্য । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি। আমার পোস্টটি আপনি খুব মনোযোগ সহকারে পড়েছেন তা আমি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন বিষয় নিয়ে লিখেছেন ভাই ♥️
অহংকার পতনের মূল। আমি আমার জীবনে এমন কয়েকজন মানুষকে দেখেছি যাদের অহংকারের জন্য পতন ঘটেছে। সবকিছুই সামনাসামনি দেখেছি। খুব ভালো উপস্থাপনা ছিল ভাই🥀

আপনি খুব চমৎকার একটি মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
আপনি ঠিকই বলেছেন অহংকার পতনের মূল এটা ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি এবং এটা চিরন্তন বাস্তব কথা।অহংকার করে কেউ কখনো টিকে থাকতে পারেনি, পারবে না আজীবন। ধন্যবাদ এত চমৎকার একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। অসংখ্য অসংখ্য শুভকামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি♥♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45