"সুস্থতা বড় উপহার" - আমাদের জীবন অনিয়ন্ত্রিত!🤒|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " সুস্থতা বড় উপহার "


★★"সুস্থতা বড় উপহার"★★


IMG_20220130_022813.jpg


আমরা স্বীকার করি বা, না করি সুস্থতা একটি নিয়ামত। যেই নিয়ামতের কোন আমরা প্রতিদান কিংবা কোন উপকার স্বীকার করেও আমরা কখনও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না।

সুস্থতা শরীরেরও হতে পারে এবং মনেরও হতে পারে। দুই ধরনের সুস্থতাই আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় একটি ভালো থাকার বিষয় বলে আমি মনে করি।


আমরা যখন সুস্থ থাকি। আমরা যখন মানসিকভাবে সুস্থ থাকি কিংবা আমরা যখন শারীরিকভাবে সুস্থ থাকি। তখন আমরা কোনদিনও এই সমস্ত ব্যাপারের মর্ম টা বুঝতে পারিনা। কারন তখন আমরা সুস্থতা যে আমাদের জীবনের জন্য কত বড় নিয়ামত সেটা আমরা ভাবি না কিংবা সেটা উপলব্ধি ও করতে পারিনা। সুস্থতা কত বড় নিয়ামত সেটা আমরা তখনই উপলব্ধি করতে পারি। যখন আমরা আচমকা অসুস্থ হয়ে পরি।


★★"সুস্থতার মূল্য"★★


  • আমার মতে:-

সুস্থতা এবং অসুস্থতা এই দুই শব্দের মধ্যে শুধুমাত্র একটা বর্ণের ব্যবধান রয়েছে। কিন্তু বাস্তবিক জীবনে এই দুই শব্দের মাঝের ব্যবধানে অনেক অনেক বিশাল ফারাক রয়েছে। এই দুই শব্দের ব্যবধান এর মধ্যে ফারাক, কারণ সুস্থতা বলতে আমরা বুঝি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকা।
এবং,
অসুস্থতা বলতে আমরা বুঝি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকা।

সুস্থতার মূল্য তখনোই হাড়ে হাড়ে টের পাই। যখন আমরা কোনো কারণে অসুস্থ হয়ে পরি।সৃষ্টিকর্তার দেওয়া এই শরীরে আমাদের যদি কোন কিছুর বেশিকম হয়। তখনই আমরা একটা সুস্থ শরীর আমাদের জীবনের জন্য কতটা অর্থবহ তা আমরা বুঝতে পারি।

*আমাদের এই জীবনের সুস্থতার মূল্য অপরিসীম। সুস্থতার মূল্য আমাদের জীবনের জন্য অনেক বেশি হলেও, আমরা সবাই কখনোই সুস্থতার মূল্য দিতে জানিনা।এবং সেই কারণেই আমাদের শরীর কখনো না কখনো অসুস্থ হয়ে পরে।এবং আমাদের অসুস্থতার জন্য বেশিরভাগ সময়ই আমরাই দায়ী থাকি।কারণ আমরা আমাদের অনিয়মিত জীবনকে বাঁধাধরা ছাড়াই বিভিন্নভাবে চালাতে থাকি।


★★"সুস্থতাই সকল সুখে মূল"★★


  • আমার মতে:-

আমার হিসেবে এই উক্তিটি সম্পূর্ণভাবে সঠিক। সুস্থতাই সকল সুখের মূল এবং সকল সুখের চাবিকাঠি। এই উক্তিটির বিশেষ একটি কারণ রয়েছে। একটি বললে হয়তো বা ভুল হবে। এই উক্তিটি বিভিন্নভাবে, বিভিন্ন জনের মতামতের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। কারণ আমাদের বিভিন্ন জনের কাছে জীবন দেখা, জীবন দর্শনের মধ্যে বিভিন্নতা রয়েছে।কিন্তু আমাদের সকলের কাছে একটি ব্যাপার একই।তা হচ্ছে,আমাদের জীবনে শরীর এবং মন যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারব না। এবং এটি একেবারে ১০০% সঠিক একটি কথা। আমাদের মনের সুখ এবং জীবনের সুখের জন্য শরীর এবং মনের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরী। কারণ আমরা যখন কখনো অসুস্থ হয়ে পরি, তখন আমাদের জন্য যতই ভালো কিছু আসুক না কেন। আমাদের তা কোনোভাবে ভালো লাগেনা।


★★"সুস্থতা চেয়ে আবার অনিয়ন্ত্রিত জীবনযাপন!"★★


  • সুস্থতা চাই কিন্তু নিয়ম মানি না:-

আমরা সকলেই সুস্থ থাকতে চাই। কিন্তু আমরা যতই সুস্থ থাকতে চাই না কেন। আমরা কখনই সুস্থ থাকার জন্য সেই অনুযায়ী জীবন যাপন করি না।

আমি যদি ভুল না হই, তাহলে আমার এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারবেনা।আমরা যতই সুস্থ থাকতে চাই না কেন। দিন শেষে আমরা যেই কাজের জন্য কোন ধরনের সময় ব্যয় করছি না। সেই কাজে আমরা কোনদিনও জয় আনতে পারি না। তার ফলে আমরা অসুস্থ হয়ে পরি।

এটা সত্যি কথা যে আমরা সুস্থতা চাই। কিন্তু আমাদের জীবন যাপন অত্যন্ত অনিয়ন্ত্রিত। আমরা যদি চিন্তা করে দেখি তাহলে টের পাব আমরা কতটা অনিয়ন্ত্রিত জীবন যাপন করি।আমরা সারাক্ষণ বিভিন্ন ধরনের বাইরের বাইরের জিনিস খাই, বিভিন্ন ধরনের অপরিষ্কার পানি পান করি এবং আমাদের চারপাশের সমাজ টাও কেমন যেন দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে।
এবং
সেই সাথে আমরা প্রতিনিয়ত অস্বাস্থ্যকর বিভিন্ন সবজি, মাংস কিংবা বিভিন্ন ধরনের জিনিস খাবার হিসেবে গ্রহণ করছি। সেই কারণেই আমাদের শরীর সুস্থ থাকে না এবং আমরা কখনও সুস্থ রাখার জন্য নিজের দিক থেকে খুব একটা এফোর্ট ও দি না।যার কারণে আমরা যতই সুস্থ থাকতে চাইনা কেনো,আমরা হয়ে পরি অসুস্থ।

সুস্থতা আমাদের জীবনের বড় উপহার

যেই উপহারের কারণে আমরা জীবনে ভালো থাকতে পারি।যেই উপহার আমাদের জীবনে না থাকলে আমাদের কাছে দুনিয়ার সব সুখ থাকলেও আমরা সুখী হতে পারবো না।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 2 years ago 

সুস্থতা আল্লাহর বড় এক নেয়ামত, গত দুই দিন ধরে জ্বরে ভুগতি ছিলাম কি যে খারাপ লাগতে ছিল। মনে হচ্ছে জীবনটা এখনি চলে যাবে। আল্লাহ এখন সুস্থ্য করছে এখন বুজতেছি সুস্থতা কি জিনিস।আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুক এই কামনা করি।সর্বোপরি আপনি ভালো পোস্ট করছেন,ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সাথে সাথে আমাদের উচিত পরিমিত আহার এবং নিয়মিত ব্যায়াম করা। তাছাড়া যতটা সম্ভব বাসায় তৈরি খাবার খাওয়া উচিত তাহলে হয়ত আমরা ভেজাল খাবার থেকে রেহাই পাব। সুন্দর একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ ছিল আপনার পোস্ট টা ভাই। সুস্থতাই সকল সুখের মূল। এবং সুস্থ‍্যতা হলো সৃষ্টিকর্তা থেকে আমাদের পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমরা সুস্থ‍্য থাকলে কখনোই সুস্থ‍্যতার গুরুত্ব বুঝতে পারি না সেটা বুঝতে পারি অসুস্থ‍্য থাকলে। অনেক সুন্দর সম্পূর্ণ টা লিখেছেন ভাই। অনেক ভালো ছিল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44