নাগা পিজ্জা রিভিউ,রেস্টুরেন্ট এ ফটোগ্রাফী।||10% Beneficiaries @shy-fox||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


IMG_20211102_185621.jpg

আমি খেতে, ঘুরতে এবং ছবি ক্যাপচার করতে খুব ভালোবাসি। ফটোগ্রাফি আর ভুঁড়িভোজনটা শখের ই বলা চলে। তাই জন্য অল্পবিস্তর বাইরে খাওয়া দাওয়া লেগেই থাকে। কথায় আছে, " বাদ যাবেনা একটি শিশু " আর আমার কথা হলো " বাদ যাবে না একটি রেস্টুরেন্ট ও "।
মজার পর্ব এখানেই শেষ করা যাক।
গতকাল গেলাম একটা রেস্টুরেন্ট এ। রেস্টুরেন্টটি আমার এক পরিচিত এর তাই জন্যই যাওয়া। পরিচিত বলতে এক বন্ধুর আত্বীয়ের কিন্তু খুব একটা কাছের না। গতকাল ওই বন্ধুর সাথেই আড্ডা দিচ্ছিলাম দুই নাম্বার গেইটের দিকে। সন্ধ্যার দিকে ভাবলাম কিছু খাওয়া যাক, পাশেই ছিলো এই রেস্টুরেন্ট।তাই ই যাওয়া।



📸 ফটোগ্রাফি নং - ১ 📸


IMG_20211102_185630.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ মিলানো এক্সপ্রেস }


রেস্টুরেন্টটির নামটা সুন্দর লাগলো আমার।নামটা হলো, মিলানো এক্সপ্রেস । আমার বন্ধুদের সাথে বাইরে বেশি আড্ডা দেওয়া হয় বিকালের সময়টাতে।সেই কারণেই বেশি যাওয়া হয় নতুন নতুন রেস্টুরেন্ট এ। তা না হলে হয়তো এতো বেশি যাওয়া হতো না।


📸 ফটোগ্রাফি নং -২ 📸


IMG_20211102_185655.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ নিজের ফটোগ্রাফি }


রেস্টুরেন্টের নামটা যেমন সুন্দর, পরিবেশটাও তেমন ই। আমার কাছে ওদের পরিবেশ আর রেস্টুরেন্টের ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে। দেওয়ালে বিভিন্ন ধরণের কারুকাজ করছে যা দেখতে খুব ভালো লাগতেছিলো।মানুষের হাতে জাদু থাকে এই কথাটা এসব কারুকাজের শিল্পীদের জন্যই প্রযোজ্য মনে হয় আমার।


📸 ফটোগ্রাফি নং - ৩ 📸


IMG_20211102_185646.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ নিজস্ব ফটোগ্রাফি }


পরিবেশটা সুন্দর হওয়াতে দেখতেও ভালো লাগতেছিলো খুব। সেজন্য নিজের কয়েকটা ছবি তোলা। মাত্র জ্বর থেকে উঠলাম সেজন্য চোখ মুখ একটু ভেঙ্গে গেলো।তা না হলে আমার শরীর স্বাস্থ্য ভালোই। আমার এই বন্ধুটা আবার খুব সুন্দর করে ছবি ক্যাপচার করতে পারে।


📸 ফটোগ্রাফি নং -৪ 📸


IMG_20211102_185704.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ মেনু কার্ড দেখার পালা }


অনেকক্ষণ ছবি ক্যাপচার করার পর খিদা লাগলো অনেক বেশি। এরপরে বন্ধু বললো যেহেতু আমি এই রেস্টুরেন্ট এ অনেকবার খেয়েছি সেহেতু আমি জানি এখানের মজা কোনটা কিন্তু আজকে তুই ই অর্ডার কর। তাই আমি মেনু কার্ডে দেখতে লাগলাম। আমার একটা ব্যাপার একটু বিরক্ত লাগে সেটা হচ্ছে নাম গুলা। ইচ্ছা করেই কঠিন করে লিখে।


📸 ফটোগ্রাফি নং - ৫ 📸


IMG_20211102_185734.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ দেওয়ালে আঁকা গ্রিলড ফিস }


ওয়েটার ভাইকে খাবার অর্ডার দেওয়ার পর আমার পাশের দেওয়ালের দিকে খেয়াল করলাম।অনেক সুন্দর করে দেওয়াল এ পেইন্টিং করা। আজকাল দেওয়ালের পেইন্টিং খুব চলছে। দেখলাম এই পেইন্টিং টা খুব ভালো ভাবে করা আর গ্রিলড মাছটাকে দেখতে মনে হলো বাস্তবে প্লেটে করে মাছ গ্রিল করে রাখা।


📸 ফটোগ্রাফি নং - ৬ 📸


IMG_20211102_185726.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ দেওয়ালে আঁকা এক বাটি ক্রিম স্যুপ }


গ্রিলড ফিসের পাশে ছিলো এক বাটি ক্রিম স্যুপ। এই বাটির ছবিটা দেখে মনে হচ্ছে আমি কার্টুন দেখছি। একেবারে যেভাবে কার্টুন গুলো তৈরি করে সেভাবেই করেছে তারা। রেস্টুরেন্ট এর এসব সৌন্দর্যের কারণেই অনেকে ওই রেস্টুরেন্ট এ বারবার আসতে চায়।


📸 ফটোগ্রাফি নং - ৭ 📸


IMG_20211102_185719.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ এক দিকের দেওয়ালের পেইন্টিং }


সব গুলো পেইন্টিং আলাদা আলাদা ভাবে ছবি তুলতে কষ্টকর এবং আপনাদের তা ভালোও লাগবে না। সেই কারণেই আমি সবগুলোর একসাথে ছবি ক্যাপচার করলাম।


📸 ফটোগ্রাফি নং - ৮ 📸


IMG_20211102_185748.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ পিজ্জা }


পিজ্জাটার নাম - নাগাটেস্টিক বারবিকিউ পিজ্জা (৮ ইঞ্জি)

পিজ্জাটা আসতেই মন ভালো হই গেলো। পিজ্জাতে অনেক বেশি বারবিকিউ মুরগির মাংস দেওয়া ছিলো।পিজ্জা সবসময় আমার অনেক পছন্দের একটা খাবার। আজকে এই পিজ্জাটার একটি বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এই পিজ্জাটা নাগা পিজ্জা।


📸 ফটোগ্রাফি নং - ৯ 📸


IMG_20211102_185741.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ পিজ্জার উপরে মাটন পেপারনি }


এইটা আমার কাছে নতুন লেগেছে। বেশিরভাগ রেস্টুরেন্ট এই চিকেন পেপারনি দেয়। কিন্তু এই পিজ্জাতে মাটন পেপারনি ব্যবহার করা হইছে।


📸 ফটোগ্রাফি নং -১০ 📸


IMG_20211102_185804.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ প্লেটে পিজ্জার টুকরা নিচ্ছি }


পিজ্জাটার থেকে নাগা মরিচের একটা ঘ্রাণ আসতেছিলো।এটা খুব বেশি ভালো লাগছে আমার।আমি যখন স্লাইস করতেছিলাম তখন ই আমি নাগা মরিচের তীব্র একটা ঘ্রাণ পাচ্ছিলাম।


📸 ফটোগ্রাফি নং - ১১ 📸


IMG_20211102_185756.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ পিজ্জার টুকরো প্লেইটে নিলাম }


পিজ্জার দুই টুকরো প্লেটে নিলাম।দেখতেই অনেক লোভনীয় লাগতেছিলো আমার কাছে কারণ উপরে অনেক বেশি অরিগানো দেওয়া হইছে। অরিগানোর টেস্টটা আমার কাছে ভালো লাগে।


📸 ফটোগ্রাফি নং - ১২ 📸


IMG_20211102_185638.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ পিজ্জার সাথে টমেটো সস }


টমেটো সস ছাড়া আমি একদম পিজ্জা খাইতে পারিনা। পিজ্জার সাথে টমেটো সস এর একটা আলাদা সম্পর্ক আছে। সে জন্য আমি প্লেটের এক দিকে বেশি করে টমেটো সস নিলাম।আমার অনেক বেশি মজা লাগলো পিজ্জাটা
একেবারে ভরে ভরে চিজ দেওয়া ছিলো।


📸 ফটোগ্রাফি নং - ১৩ 📸


IMG_20211102_185712.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ রেস্টুরেন্টের ছবি }


খাওয়া শেষ করে রেস্টুরেন্ট এর আরো একটি ছবি তুললাম।এখন যেহেতু খিদা নাই সেজন্য একটু শান্তি মনেই ছবি তুললাম। এরপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে লিফট এ উঠলাম।এরপর বন্ধুর বাইকে করে বাসার পথে।


📸 ফটোগ্রাফি নং - ১৪ 📸


IMG_20211102_185811.jpg

https://w3w.co/trucked.reclined.forget

DEVICE : POCO X3 NFC

{ বিল }


চলে আসার সময় লিফটে দাঁড়ানো অবস্থায় মনে পড়লো বিলটা আমার হাতেই। সেজন্য আমি বিলের একটা ছবি তুললাম।খাওয়া হিসেবে দাম তেমন হয় নায়।
আজকের বিষয়ঃ ফুড রিভিউ, ফটোগ্রাফি।


সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।



Sort:  
 3 years ago 

আপনার পিজ্জার বর্ণনা শুনে তো লোভ সামলাতে পারছিনা। ছবি দেখে তো মুখে পানি চলে এসেছে। আপনি খুব সুন্দর ভাবে রেস্টুরেন্টের বর্ণনা দিয়েছেন এবং রেস্টুরেন্টের ছবি তুলেছেন সব মিলিয়ে আপনার পোস্টটি আমার কাছে ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার পিজ্জা টা দেখেই তো আমার লোভ লাগছে। দেখেই খেতে ইচ্ছে করছে। তবে মাটনের যে পেপারনি দেয় তা আমার কাছে একেবারেই জানা ছিলো না। রেস্তোরাটিও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।
আপনার ছবি তোলা গুলো খুব বেশি সুন্দর হয়েছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago (edited)

ভাইয়া পিজ্জাটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে। পিজ্জাটা খেতেও ভীষণ টেস্টি মনে হচ্ছে এবং রেস্টুরেন্টের কারুকার্য ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার তোলা রেস্টুরেন্টের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37