ভদ্রতা। || 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে। লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি? তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি। আজকের লিখার বিষয় হলো " ভদ্রতা "।


ভদ্রতা


IMG_20211228_232151.jpg


ভদ্রতা আমাদের জীবনের মস্তো বড় একটা পার্ট।আমরা যখন থেকে জন্ম নেই তখন থেকেই এই অধ্যায়টা আমাদের জীবনে ধীরে ধীরে করে জড়াতে থাকে।
প্রথমে আমাদের জানতে হবে ভদ্রতা কি?
ভদ্রতা হচ্ছে সমাজের সামনে নিজের শালীনতাকে বজায় রাখা, এমন ব্যবহার করা যাতে অন্যজন কষ্ট না পায়,সকলের মাঝে এমন ব্যবহার করা যাতে সকলের চোখে তা ভালো বলেই গণ্য হয়।সবচেয়ে বড় কথা হলো ভদ্র ব্যবহার করাই ভদ্রতা।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রতার ধারে কাছেও ঘেষে না। একটা সময় ছিলো যখন সবাই ভদ্রতা বজায় রাখাতে বিশ্বাসী ছিলো।আগেকার যুগে মানুষ মানুষের অসম্ভব সম্মান করতো,যেকোনো গুণী ব্যাক্তিদের সামনে হেঁটে যেতেও দ্বিধাবোধ করতো। যদিও এর কোনো দরকাই ছিলোনা তাও ভদ্রতাটা এতো বেশি ছিলো।

কিন্তু যত দিন যাচ্ছে তত ভদ্রতা চলে যাচ্ছে আমাদের সমাজ থেকে।
কিছু ঘটনা আমরা দেখলেই বুঝতে পারবো,
আগেকার যুগে শিক্ষককে আলাদা একটা সম্মান দেওয়া হতো।আমরাও যখন স্কুল কলেজে পড়তাম তখন শিক্ষকদের আলাদা একটা সম্মান দিতাম।সম্মান এবং ভয় দুইটাই কাজ করতো আমাদের। আমরা অনেক সময় অনেক শিক্ষকরা সামনে আসলে কারণ ছাড়াও সালাম দিতাম।কারণ ছাড়া বলতে, একটু আগে হয়তো সালাম দিয়েছি আবার সালাম দেওয়ার দরকার ছিলোনা।কিন্তু তাও সালাম দিতাম।মাঝেমধ্যে শিক্ষকরা বলতো এতোবার সালাম দি কেনো?কিন্তু সম্মানটা এতোটাই কাজ করতো যে আমরা সালাম দিতাম।তবে বিশ্ববিদ্যালয় এ দেখি যে যার যার মতো করে বসে থাকে প্রফেসররা আসলে ওইভাবে কেও তাকায় ও না অথবা ওইভাবে কেও কেও দেখলেও অন্য দিকে হয়ে বসে থাকে আবার কেও দেখেও না দেখার ভান করে।
আমি মনে করি, ভদ্রতা এমন একটা জিনিষ যেটা সবার মধ্যে থাকে না।ভদ্রতাটা মূলত আসে পরিবার থেকেই।
সবসময় বলা হয় ব্যবহার ই বংশের পরিচয়।যার ব্যবহার যেমন বুঝতে হবে তার পরিবারের অবস্থাটাও তেমন।এই কারণেই মানুষ সবসময় এই উক্তিটা বলে।
এই উক্তিটা সত্যি কথাও,
আমাদের সকলের জীবনে আমরা এমন অনেক মানুষ দেখি যাদের ব্যবহার খুব খারাপ।ওরা জানেনা কি করে মানুষের সাথে ব্যবহার করতে হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাইলে আমরা দেখবো ওই মানুষগুলার পরিবারের মানুষদের ব্যবহার ও এইরকম খারাপ।সেই কারণেই বলা যায় এই উক্তিটা সম্পূর্ণ সত্যি।
আবার আরেক ধরণের মানুষ আমরা দেখি,
কিছু কিছু মানুষ এর ব্যবহার দেখলে মনে হয় অনেক ভদ্র।কিন্তু তাদের ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যায় মূলত তারা ভদ্র নয়।কিন্তু তারা ভদ্রতার মুখোশ পরে থাকে।এই মানুষগুলা থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি।কারণ মুখোশ পরা মানুষরা কোনোদিনো ভালো হয়না।তারা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধরণের মুখোশ পরে।
আরেক ধরণের মানুষ আছে যারা সত্যিকার অর্থেই ভালো মানুষ।তাদের আচার আচরণ হয় খুব ভালো এবং তারা মন থেকেও ভালো মানুষ ই হয়।

আমি মনে করি আমাদের সকলের মধ্যে ই এমন ভদ্রতা থাকা উচিত।কারণ ভদ্রতা সবাই পছন্দ করে।সেই সাথে ভদ্রতার মাধ্যমে আমরা অন্যকেও ভদ্রতার ভালো দিক গুলো বুঝাতে পারবো।
ভদ্র সমাজ গড়তে হলে সকলের মধ্যে ভদ্রতা থাকতে হবে।



সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।


Sort:  
 3 years ago 

ভদ্রতা যার মধ্যে বিদ্যমান সে উত্তম চরিত্রের অধিকারী। সবসময় মানুষ ভদ্র থাকতে পারে না। যারা কঠিন সময়েও ভদ্রতা বজায় রাখে মূলত তারাই উত্তম চরিত্রের হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্।

 3 years ago 
ভদ্রতা নম্রতা মহৎ একটি গুণ। খুব চমৎকারভাবে আপনি ভদ্রতা নিয়ে বিস্তারিত এবং দৃষ্টান্তমূলক কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া আপনি। আপনার আজকের তবে কি আমার কাছে খুবই ভালো লাগলো। সৃষ্টিকর্তা আমাদের সকলকে এই গুণটি রক্ত করতে তৌফিক দান করুন।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

 3 years ago 

আপনি ভদ্র সবচেয়ে সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে তুলে ধরেছেন। ভদ্রতা হচ্ছে মানুষের এমনই কেউ সহজে গুন যা তার আচার-আচরণ কথাবার্তা প্রকাশিত হয়। মানুষের সাথে চলাফেরা করলে তার সাথে কথা বললেই বোঝা যায় সে আসলে ভদ্র না অভদ্র। ভদ্রতা সবসময় বজায় রাখা উচিত কথার মধ্য দিয়ে। প্রত্যেক এই ভদ্র মানুষদের অবশেষে সম্মান করে। কিন্তু বর্তমানে কালেভদ্রে দুই একজন ভদ্র মানুষ দেখা যায় সত্যি আশ্চর্য ব্যাপার।

অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন আপন। আপনার কথার সাথে আমিও সহমত। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এত মনোযোগ দিয়ে পড়ার জন্য।

 3 years ago 

ভদ্রতা এটি হচ্ছে একটি পারিবারিক শিক্ষা। ছোটবেলা থেকেই মানুষ এগুলা পরিবার থেকে শিখে থাকে। তবে অনেকে আছে ভদ্রতার মুখোশ পরে থাকে। বর্তমান সমাজে এইধরনের লোক প্রায়ই দেখা যায়। সুন্দর একটি আর্টিকেল লিখেছেন ধন্যবাদ আপনাকে।

আপনি একদম সুন্দর একটা মন্তব্য করেছেন। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69