★★জন্ম নিলেই মানুষ হয় না।★★| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে। লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি? তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি। আজকের লিখার বিষয় হলো , " জন্ম নিলেই মানুষ হয় না "।


★ জন্ম নিলেই মানুষ হয় না ★


IMG_20220122_021034.jpg


একবার ভেবে দেখলে বুঝতে পারবেন আমাদের চারপাশে কিন্তু সব মানুষ নয়। আমি বোঝাতে চাইলাম আমাদের চারপাশে আমরা আমাদের মতোই, আমাদের মতোই সব স্বয়ংসম্পূর্ণ যাদেরকে দেখতে পাই তাদেরকেই মানুষ বলি।
কিন্তু আমার কাছে মনে হয় তারা আসলে মানুষ নয়।
কারণ মানুষ কোনদিনও অমানুষের মত কাজ করতে পারবে না।

মানুষ এবং অমানুষের শব্দের মধ্যে যদিও বা একটি এর ব্যবধান রয়েছে।

কিন্তু বাস্তব জীবনে মানুষ এবং অমানুষ এর মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে।

আমরা মানুষ হয়েও অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করি।

আমাদের আশেপাশে এবং আমাদের খুব নিকট আত্মীয়ের মধ্যে এমন কিছু মানুষকে দেখা যায়।যারা মানুষের সাথে কথা বলার শুরুতেই অসম্ভব রকমের বাজে ব্যবহার দিয়ে কথাগুলো শুরু করে এবং নিজেকে এমন কিছু একটা ভাবে।
যেই কারনে সে অন্য মানুষের সাথে কোনদিনও ভালো করে ব্যবহার করতে পারে না। এই ভালো ব্যবহার যাদের কাছ থেকে পাওয়া যায় না। তাদেরকে মূলত আমরা পছন্দ করি না
এবং
তারা যারা এভাবে খারাপ ব্যবহার করে। তাদেরকে কিন্তু খেয়াল করে দেখবেন তারা সবসময় নিজেকে খুব বড় কিছু মনে করে
এবং
এই দাম্ভিকতার কারণেই তারা কখনো কোন মানুষের সাথে ভাল কাজ বা ভালো ব্যবহার কোনোটাই করতে পারে না।
এবং দিনশেষে এই মানুষগুলোকেই দেখা যায় সব রকমের খারাপ কাজ করতে।

আমাদের এডমিন শুভ ভাই সবসময় একটা বলেন, আমি তো আর মানুষ দেখিনা।

এই কথাটির সত্যতা আমাদের চারপাশের পরিবেশ।

আমাদের চারপাশের যতই তাকায় ততই দেখব-
রাজনৈতিক হিংসা বিদ্বেষ,
আমাদের মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের মনমালিন্য এবং ঘুষ,
আহাজারি!
সবকিছু মিলিয়ে খুব খারাপ একটা অবস্থা আমাদের এই পরিবেশের।
এসব খারাপ কাজ কোনদিন মানুষ করতে পারে বলে আমার মনে হয়না।
এই কারনেই আমার বলতে ইচ্ছে করে মাঝেমধ্যে যে আমরা রক্তমাংসে গড়া হয়েছি, মানুষের অবয়ব এর মত হয়েছি ঠিক।
কিন্তু মানুষ হয়ে উঠেনি।

গতকালকে একটা নিউজ দেখলাম,
একটা নবজাতক কে বিল্ডিং এর জানালা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকটি খুবই ছোট।

এই কাজগুলাকি কোনো দিন ও কোনো মানুষের হতে পারে বলে আপনার মনে হয়?মানুষের মনে থাকবে ভালোবাসা।
সেই ভালোবাসার জায়গায় যদি এতোটা ময়লা থাকে,এতোটা পচন ধরে তাহলে তা কি আর মানুষ এর মন থাকে?
সে কি আর মানুষ থাকে?

জন্ম নিলেই সেই কারণে মানুষ হওয়া যায়না।
মানুষের মনে মানুষের জন্য থাকবে ভালোবাসা এবং মানুষে মানুষে থাকবে ভ্রাতৃত্ববোধ।
সেই ভালোবাসার জায়গায় খারাপ কিছু থাকলে তা আর মানুষের কাজ হয়না।
জন্ম নিলেই আমরা মানুষের আকার ঠিকই ধারণ করি।
কিন্তু জন্ম নেওয়া মানেই মানুষ হওয়া হয়।
তাই আমাদের উচিত মানুষ হওয়া,জন্ম নিলাম বলেই আমরা মানুষ হয়ে যাইনি।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আসলে আপনি ঠিক কথা বলেছেন জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকে।আসলে দুনিয়ায় সবাই কিন্তু মানুষ কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে মানুষ বলে বিবেচনা করা যায় না। আসলে যারা নিজেকে বড় মনে করে তারা আসলে নিজেকে আরো নিচে নামায়। আপনি সুন্দর লিখেছেন। আসলে সব মানুষই মানুষ না অমানুষ


IMG_20220106_113311.png

আপনি খুব মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই সুন্দর একটি বাস্তবধর্মী পোস্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না কথাটি সম্পূর্ণ সত্য। মানুষ হতে হলে মনুষ্যত্ব টা কে জাগ্রত ও বিকশিত করতে হয়। তেমনি ভাবে চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না, স্বভাব চরিত্র এবং চালচলন যার সুন্দর সেই প্রকৃত সুন্দর। শুভেচ্ছা রইল ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24