দরকারের চেয়ে বেশি কিছুই ভালোনা,পরোপকার ও না!(উপকার করুন প্রয়োজন বুঝে)|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " দরকারের চেয়ে বেশি কিছুই ভালোনা,পরোপকার ও না! "


★★"দরকারের চেয়ে বেশি কিছুই ভালোনা,পরোপকার ও না!"★★


IMG_20220209_105101.jpg


  • আমার মতে,

আমার কাছে মনে হয় দরকারের চেয়ে বেশি আমাদের জীবনে কোন কিছুই ভালো না। একবার চিন্তা করে দেখুন আমরা যখন জীবনে দরকার এর চেয়ে বেশি কিছু পেয়ে যাই।তখন আমাদের মধ্যে যেই মূল্যবোধ টা থাকে সেই মূল্যবোধ টা অনেকাংশে কমে যায়।
এবং,
এই মূল্যবোধ টা অনেকটা অংশ কমে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে, আমরা যতটা চাহিদা আমাদের মধ্যে রাখি। আমরা তখন তার চেয়েও বেশি পেয়ে যাই।
এবং,
অবশ্যই আমরা যখন কোন কিছু অতিরিক্ত পাই। তখন তার মূল্য আমরা কোনভাবেই দিতে পারি না। কিংবা তার মূল্য আমরা দিতে চাই ও না।যেকোনো প্রয়োজনে কিংবা কোন কাজে মূল্যবোধ জিনিসটি খুব বড় একটি ব্যাপার বলে আমি মনে করি।
যে কোনো জিনিসকে আমরা যদি মূল্য না দেই তখন আমাদের জীবনে সেই ব্যাপারটি ক্ষতি বয়ে আনে।
কারণ আমরা আমাদের কোন প্রয়োজনীয় জিনিসকেই মাঝেমধ্যে মূল্য দেওয়াটা আমাদের মধ্যে হয়ে উঠেনা।

আমাদের যখন কোন কিছুর দরকার,
আমরা যখন আমাদের মধ্যে কোনো কিছুর প্রয়োজনীয়তা বোধ করি। তখন আমরা সেই কাজকে কিংবা সেই জিনিসকে অতিরিক্ত মূল্য দেই। যে কারণে আমরা জিনিসটা আমাদের কাছে পাই।
কিন্তু যখনই অতিরিক্ত পেয়ে যাই। তখন আমরা আমাদের যতটা মূল্য দেওয়া উচিত, ততটা মূল্য দিতে পারিনা।
এবং,
অবশ্যই আমরা দি ও না।


★★"দরকারের চেয়ে বেশি পরোপকার ও ভালো না!"★★


  • পরোপকার কি?,

পরোপকারের সাধারণ অর্থ হলো পরের উপকার করা।
অর্থাৎ অন্যের উপকার করাটাকেই আমরা পরোপকারের সংজ্ঞা হিসেবে বিবেচনা করতে পারি।
হয়তো সাহিত্যিক ভাষায় কিংবা বইয়ের ভাষায় পরোপকারের সংজ্ঞা অনেক বড় কিছু।
কিংবা আরো সাজিয়ে গুছিয়ে লেখা থাকতে পারে।
কিন্তু আমাদের সাধারণ জনজীবনে আমরা পরোপকার মানে বুঝি অন্যের উপকার করা।

একটা সময় আমরা ভাবি, মানুষ যত পরোপকার করবে ততোই ভালো। কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না যে। আমাদের এই ধারণার মধ্যে কিছুটা ভুল কাজ করে।
সেই ভুলটা আমি আজকে আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব।

  • কেনো অতিরিক্ত পরোপকার ভালো নয়:-

অতিরিক্ত পরোপকার যেটার কারণে ভালো নয়।
সেটা হচ্ছে:- মূল্যবোধ কমে যায়!

আপনি খেয়াল করে দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ মানুষের মাঝেও কিছু ভালো মানুষ থাকে।
যেই মানুষগুলো পরের উপকার করে জীবনটাকে যাপন করতে চায়। তারা এমনভাবে মানুষকে উপকার করা শুরু করে যে তারা নিজেদের ভালোর দিকটা না দেখেও অন্যের উপকার করতে ঝাঁপিয়ে পরে।
এমন কিছু মানুষকে দেখা যায় দিন শেষে আর কোন মূল্য দেওয়া হয় না!!
কারণ অন্য মানুষরা বুঝে যায় যে এই মানুষটাকে মূল্য দি বা না দি। কোনো কিছু এসে যায় না!!
সে মানুষের উপকার করছে এবং করবে।
আমরা এমন মানুষগুলোকে দরকার শেষ হয়ে গেলে মন্দ কথা বলতেও ২ মিনিট ভাবিনা।


★★"মানুষকে আগে দরকারটা অনুভব করতে দিতে হবে"★★


  • দরকার অনুভব করানো দরকার।কারণ:-,

একটা জিনিস খেয়াল করবেন,
যখন আমরা কোনো কিছু খুব সহজেই পেয়ে যাই। তখন আমরা সেই টার আর প্রয়োজনীয় মূল্য দিতে পারিনা।
সেই জিনিসটার কিংবা সেই ব্যাপারকে আমরা দাম দিতে পারি না। সেই কারণেই অবশ্যই একটা মানুষকে প্রথমে তার দরকারটা,তার প্রয়োজনীয়তাটা বোধ করাতে হবে।

ওই মানুষটাকে আগে এইটা ফিল করাতে হবে যে তার এই জিনিসটা প্রয়োজন।
যখন সেই ব্যাপারটা অনুভব করবে, তখন ঐ কাজকে, জিনিষকে সম্মান দেওয়া কিংবা দাম দেওয়ার বিষয়টাও কাজ করবে।
আপনি যদি একটা মানুষের সামনে তার দরকার হওয়ার আগেই সবকিছু হাজির করতে থাকেন। একটা সময় দেখবেন সে আর কোনো ভাবেই আপনাকে সম্মান করছে না।
এবং,
আপনি তাকে যেই কাজে সাহায্য করছেন কিংবা যে কাজে উপকার করছেন।
সেই উপকারের কোন সম্মান দিবে না।
সেই কারণে প্রথমে আগে মানুষকে তার দরকারটা বুঝতে দিন, এরপর সাহায্য করুন তার আগে নয়।


★★"দরকারের চেয়ে বেশি পেলে সেই জায়গায় জন্মাতে পারে লোভ"★★


  • দরকার এর চেয়ে বেশি পেলেই বৃদ্ধি পায় লোভ।কারণ:-,

মানুষ যখন প্রয়োজন থেকে বেশি পাওয়া শুরু করে।
তখন তার মধ্যে লোভ সৃষ্টি হতে থাকে।
কোন কাজে অবশ্যই লোভ সৃষ্টি হতে দেওয়া যাবে না।
এবং,
আমাদের নিজেদের, নিজেদের মধ্যে ই এই প্রতিজ্ঞা টা করতে হবে যে। আমরা কখনই লোভের ফাঁদে পা দিব না।
কারণ লোভ একটি ভয়ঙ্কর ব্যাপার আমাদের সকলের জীবনের জন্য।


আমরা সকলেই এই কথাটি জানি,
লোভে পাপ, পাপে মৃত্যু।





সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  

আপনি ঠিকই বলেছেন ভাইয়া প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই ভালো না। অতিরিক্ত কোন জিনিসের মূল্য থাকে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার কাছে মনে হয় দরকারের চেয়ে বেশি আমাদের জীবনে কোন কিছুই ভালো না।

ঠিক ভাই দরকার এর থেকে বেশি কোনো কিছুই ভালো নয় কারো জন্য। কিন্তু আমরা কি যা পাই তা নিয়ে ভালো থাকি? কিছু পাইলে সামনে আরো বড় জিনিশ পাইতে মন চায়। যেটা লাগবেনা সেটাও পাইতে মন চায়। অনেক ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44