লাউ থেকে বীজ সংগ্রহ করা by @sagor7262 ||৯ জুলাই ২০২৪||

আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমার প্রথম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হলো লাউ থেকে বীজ সংগ্রহ করা।

1000022571.jpg
প্রথমে লাউটি গাছ থেকে সংগ্রহ করেছি তারপর লাউটি মাঝখান থেকে কেটে নিয়েছি। লাউটি দুইভাগে ভাগ হয়ে যাবার পর বীজগুলো অনেক ভালোভাবে দেখা যাচ্ছিল।
1000022570.jpg
তারপর বীজ গুলো হাত দিয়ে সংগ্রহ করে নিই।

1000022574.jpg
বীজ গুলো একটি পাত্রে সংগ্রহ করার পর বীজগুলো রোদে শুকাতে দিই।
বীজ গুলো শুকিয়ে যাবার পর সেগুলো নির্দিষ্ট একটি পাত্রে সংগ্রহ করে রাখতে হবে তারপর নির্দিষ্ট মৌসুমে রোপন করলে চারা বের হবে।
1000022581.jpg
সবশেষে বলতে চাই লাও আমাদের দেহের জন্য অনেক উপকারী একটি সবজি যা আমাদের ( মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) অনেক পছন্দ করতেন এবং লাউ খেলে শরীর ঠান্ডা হয়। তাই আমরা বেশি বেশি লাউ গাছ লাগাব এবং লাউ খাওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে
@sagor7262

1000021142.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37