ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৬ আশ্বিন
  • বুধবার
  • ঘুরাঘুরি

20220701_152238.jpg

20220701_141729.jpg

20220701_141639.jpg

20220701_142309.jpg

20220701_152245.jpg

20220701_152104.jpg

20220701_141540.jpg

হেলো

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @sagor444 বাংলাদেশ থেকে আমার প্রথম ট্রাভেল ব্লগ আজ আপনাদের মাঝে শেয়ার করবো ভুল ত্রুটি ক্ষমা করবেন চলুন শুরু করা যাক।


কিছুদিন হলো ব্লগে যুক্ত হয়েছি এর মাঝে আমার এবং আমার বন্ধু ঘুরতে গিয়েছিলাম।আসলে ঘুরাঘুরি করাই হলো নেশা আমার বলতে পারেন।আমাদের বাসা নদীর পাশেই তাই ছোট বেলা থেকেই নদীর গর্জন শুনে বড় হয়েছি।এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম।নদীর পাশেই একটি এলাকাই সেখানে আগে কখুনো যাওয়া হয়নি।


আমাদের খেয়া ঘাট পার হয়ে সেখানে যেতে হয় সকালে খাওয় যাওয়া শেষ করে ঘুরার উদেশ্য বেরিয়ে পরলাম প্রথমে আমাদের নদী পার হলাম এরপরে চলে গেলাম সোজা তেল পাম্পে তেলের যা দাম কি বলবো সোনা দিয়ে গাড়ী চালানোর মতো অবস্থা হয়ে গিয়েছে। তেল ভরে সেই স্থানে চলে গেলাম।বাইক টা পাশে রেখে আমি হাটতে শুরু করলাম।


অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে এমনিতেও নদীর পারের দৃশ্য গুলো অনেক সুন্দর হয়।সেদিন আরো অনেক রোদ্র ছিল আর মেঘ গুলো একে অন্যের সাথে ভেশে ভেশে চলছিল খুবই চমৎকার লাগছিল দেখতে দৃশ্য গুলো।বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবারো দেখা হবে আমার নতুন পোস্টে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট ভাল হয়েছে, তবে ফটোগ্রাফি পোস্টে অবশ্যই লোকেশন দিতে হবে। এখনি এডিট করে সঠিক করুন।

 2 years ago 

ব্যাচেলার বয়সে ঘোরাঘুরি সকলেরই অনেক ভালো লাগে। তোমার মত আমারও অনেক ভালো লাগে ভাইয়া ঘোরাঘুরি করতে। অনেক আনন্দের মুহূর্ত ঘোরাঘুরি করে কাটিয়েছেন ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখে তো মনে হচ্ছে অনেক ঘোরাঘুরি করেছেন আপনি। তার সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। আমার কাছে আপনার আজকের এই পোস্ট ভীষণ ভালো লেগেছে। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59928.39
ETH 2649.32
USDT 1.00
SBD 2.42