বন্ধুদের সাথে একটু ঘুরাঘুরি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ৩০-১০-২০২২

  • রবিবার

আসসালামুয়ালাইকুম


হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুদের সাথে কিছু সময় কাটানো । আশা রাখছি আপনাদের ভালো লাগবে।

20221029_173524.jpg


20221029_173051.jpg

আর দেরি না করে শুরু করা যাক

ঘুরাঘুরি করতে কার না ভালে লাগে আমি তো সময় পেলেই গুরতে বের বাড়িতে অনেক কাজের চাপে কোথাও ঠিক মতো যাওয়া হয় বাড়ির বড় ছেলে হওয়া যে কতো কষ্টের বাড়ির সকল কাজের পেশার বড় ছেলের ওপর। সারাদিনে অনেক ছোটাছুটি আজকে দুপুরে একটু সময় পেলাম বাড়িতে আজকে আর কোনো কাজ নেই। আমরা এক বন্ধু সকালে কল দিয়ে বলছিলো বাড়িতে আর কয় মাস আছি বিদেশে চলে গেলে আর কবে দেখা হবে তার তো কোনো ঠিক নাই চল কোথাও ঘুরে আসি বাড়িতে একা একা ভালো লাগছে না। তাই আমরা তিন বন্ধু মিলে এক সাথে দেখা করলাম আমাকে বলছে কোথায় গুরতে যাওয়া যায় আমি বললাম একটা নিরিবিলি জায়গায় যাওয়া যাক ভালো লাগবে এই কথা বলার পড়েই আমর মনে পড়ে গেলো আমার নানা বাড়ির গ্রামের পাশের গ্রাম মাঠের মধ্যে দিয়ে আঁকা বাক রাস্তা চলে গেছে। আমি নানা বাড়িতে গেলেই এই জায়গায় বেড়াতে আসি অনেক সুন্দর একটা জায়গায়া। এই জায়গায় টা অনেক নিরিবিলি জায়গায় কোনো হইচই নেই লোকজন নেই সুন্দর মনোরম পরিবেশ।


20221029_173246.jpg

20221029_173155.jpg

20221029_173303.jpg

20221029_172957.jpg

20221029_172847.jpg

20221029_173448.jpg

20221029_173440.jpg

20221029_173331.jpg

আমরা বিকেলের দিকে গাড়ি নিয়ে বেড়িয়ে পরলাম ওই গ্রামের নাম শিরিপুর আমাদের বাড়ি থেকে যেতে ২০ মিনিট মতো সময় লাগে মোটরসাইকেল নিয়ে গেলে। আমরা সেই স্থানে পৌঁছে গেলাম যেয়ে দেখি চতুর্দিকে ধান খেতে ভরা দেখতে বেশ চমৎকার লাগছিলো আমরা বসে অনেক সময় গল্প করলাম আড্ডা দিলাম। আসলে এই রমক নিরিবিলি জায়গায় বসে থাকতে কার না ভালো লাগবে। আমরা বসে যেখানে বসে ছিলাম তার পাশেই দেখি একটা গাছ গাছের ডালের মাথায় অনেক সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ সুন্দর লাগছিলো তাই একটা ফটোতুলে নিলাম তারপর দেখি অনেক সুন্দর সুন্দর ধান। এই রকম ধান দেখে ছবি না তুলে আর থাকতে পারলাম না। এখন ছবি তোলায় আমার নেশায় পরিনত হয়ে গেছে। আশেপাশে যায় দেখি না কেনো ছবি তুৃলি। অনেক সময় আড্ডা দেওয়া পর আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেই ভাবলাম একটু অন্য রাস্তা দিয়ে যায় নতুন একটা রাস্তা হয়েছে নদীর কুল দিয়ে যাওয়ার আমরা ভাবলাম নদীর কুলে দিয়ে যায় বেশ কয়েক বছর আমি নদীর পাশ দিয়ে যায় না ভাবলাম আজকে তিনজন আছি নতুন রাস্তা দিয়ে যায়।


20221029_172657.jpg

20221029_172718.jpg

20221021_162820.jpg

20221021_162851.jpg

নতুন রাস্তা দিয়ে যেতে যেতে কিছু পথ যাওয়া পর একটা পুরাতন বিল্ডিং দোতালা দেখে মনে হলো অনেক আগের যুগের এই বাড়ি এই বাড়ির মধ্যে আর চারপাশে অনেক জঙ্গল আর এই বিল্ডিংয়ের ভিতরে অসংখ্য চামচিকা অনেক ভয়ানক অবস্থা আমি দুর থেকেই কিছু ফটো তুললাম কাছে আর গেলাম না। তারপর আস্তে আস্তে গাড়ি নিয়ে পথ চলা শুরু করলাম নদীর পাশ দিয়ে কিছু রাস্তা যাওয়ার পর এক জায়গায় দেখি রাস্তা ভেঙে নদীতে চলে গেছে সামনে আর যাওয়া যাবে না। আবার আমরা রাস্তা ঘুরে মেইন রাস্তা দিয়ে বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা আজকে পোস্ট এই পর্যন্ত আবার আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/lakefront.booting.sardines

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

💞ধন্যবাদ সবাইকে💞
Sort:  
 2 years ago 

বন্ধু মানেই সুখ দুঃখের সাথী। আর বন্ধুর সাথে কাটানো সময়টুকু সবসময় মধুর হয়। ঠিক আপনাদের কাটানো সময়টুকু উপর অনেক ভালো লাগলো ভাই। তাছাড়া সুন্দর সময় কাটানো পাশাপাশি আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।
আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া বাড়ির বড় ছেলেদের অন্যরকম একটা কাজের চাপ থাকে। যাইহোক শত কাজের চাপের মধ্যেও আপনারা বিকেলে বন্ধুদের কে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছেন এটা দেখে ভালো লাগলো। আপনাদের এলাকায় দেখছেন ধান পাকতে শুরু করে দিয়েছে।

 2 years ago 

জি ভাই আমাদের এলাকায় ধান পাকা শুরু করেছে আবার কাটাও শুরু হয়ে গেছে। কিন্তু এইটা আমার নানাদের এলাকায় ভাই। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65