ভ্রাম্যমাণ রেল জাদুঘর ভ্রমন(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১১ ভাদ্র
  • শুক্রবার
  • ঘুরাঘুরি

হ্যালো

বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি। আমি @sagor444 বাংলাদেশ থেকে আপনাদের মাঝে আজকে শেয়ার করবো বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর নিয়ে চলুন দেরি না করে চলুন শুরু করা যাক


আমার কিছু বন্ধুরা আমাকে বলছে কুমারখালি রেলস্টেশনে নাকি কি ম্যাজিক জাদুঘর এসেছে কেও সঠিক ভাবে বলতে পারছে না। এই জাদুঘর দেখার জন্য গ্রামে মাইক নিয়ে প্রচারও করছে কিন্তু দুঃখের বিষয় আমি শুনতেই পাই নাই।

20220825_112143.jpg

20220825_110355.jpg

20220825_110344.jpg

20220825_110318.jpg

20220825_110250.jpg

20220825_110221.jpg

20220825_110155.jpg

20220825_110050.jpg

20220825_105927.jpg

20220825_105835.jpg


আমার ফোপাতো বোনের ছোট বাচ্চা মেয়ে অনেক অসুস্থ ঠান্ডা লাগছে কুমারখালি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি কালকে রাতে দেখতে যাই যেয়ে হসপিটালে রাতে ছিলাম তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হসপিটাল থেকে বাহিরে আসলান এসে দেখি স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েরা কুমারখালি স্টেশনের দিকে যাচ্ছে এবং বাচ্চা গুলোর মুখে শোনা যাচ্ছে জাদুঘরের কথা।

20220825_105552.jpg

20220825_105544.jpg

20220825_105243.jpg

20220825_105200.jpg

20220825_105058.jpg

20220825_104934.jpg

20220825_104835.jpg


এই দেখে আমি আবার হসপিটালের মধ্যে গেলাম তারপর ফুপাতো বোনের দুইটা মেয়ে আছে বড় মেয়েটার বয়স ৪ বছর আর ছোট মেয়ের বয়স ১৬ মাস ছোট ভাগ্নী তো অসুস্থ তাই বড় ভাগ্নীকে বলছি মামা চলো আমরা জাদুঘর দেখে আসি আমার ভাগ্নী ঘুরার কথা শুনে তো অনেক খুশি তারপর আমার বোন ভাগ্নীকে রেডি করে দিলো।


তারপর দুই মামা-ভাগ্নী হসপিটাল থেকে বেড়িয়ে পরলাম জাদুঘর দেখতে যাওয়া জন্য স্টেশনটা কুমারখালি সদর হসপিটালের পাশেই বেশি দুরেও না হেটে গেলাম দুই মামা-ভাগ্নী ৫ মিনিট মতো সময় লাগলো হেটে যেতে। তারপর যেয়ে দেখি অনেক ভির অনেক স্কুল থেকে ছাত্র-ছাত্রী এবং স্যার ম্যাডাম এসেছে।


আমরা দুই মামা-ভাগ্নী জাদুঘরের কাছে গেলাম দেখতে পেলাম একটা ট্রেনের বগি রেললাইনের ওপর দাড়িয়ে আছে অনেক সুন্দর সাজানো দেখতে অনেক ভালো লাগছিলো আমার ভাগ্নে দেখে তো বলছে মামা আমি ভিতরে ঢুকবো তাই আর দেরি না করে ভেতরে প্রবেশ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেলাম।


অনেক সময় দাঁড়িয়ে থাকার পর ভিতরে প্রবেশ করার সুযোগ পেলাম। ভেতরে প্রবেশ করে দেখে মনে হচ্ছে কোনো একটা ভিন্ন জগতে চলে আসলাম ভিতরের পরিবেশটা এতো সুন্দর দেখে আসলে অনেকটা মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর লাইটিং করা, বঙ্গবন্ধুর সমাধি (প্রতিরূপ), জাতীয় স্মৃতি সৌধ (প্রতিরূপ), বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমার (প্রতিরূপ), ঐতিহাসিক মুজিব কোট (প্রতিরূপ), বিজয়ী স্তম্ভ' ৭১ কমলাপুর (প্রতিরূত) বঙ্গবন্ধুর হাতের লেখা চিঠি ইত্যাদি।


এই বঙ্গবন্ধুর শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের মধ্যে এসির ঠান্ডা হাওয়া ভিতরে পরিবেশটাও অনেক সুন্দর ছিলো ঘুরে দেখতে বেশ মজাই লাগছিলো তারপর আবার অনেক গুলো হেডফোনের ব্যাবস্থাও ছিলো সব গুলো হেডফোনে বঙ্গবন্ধুর কথা শোনা যাচ্ছিলো দুই মামা-ভাগ্নী হেডফোন কানে দিলাম অনেক সুন্দর সুন্দর কথা শোনা যাচ্ছিলো। তারপর অনেক ছবি তুললাম দুই মামা-ভাগ্নীও ক্যামেরাই বন্দি হলাম।


আমরা ভিতরে ৩০ মিনিট মতো ছিলাম তারপর আমাদের দুই মামা-ভাগ্নীর সব কিছু দেখা শেষ হয়ে গেলো তারপর দুই জনাই বেড় হয়ে আবার হসপিটালে চলে আসলাম । বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/splinters.intersect.headlines
Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার পিসতুতো বোনের মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

সবকিছুর মাঝে মামা ভাগ্নী ভালোই ঘুরলেন। টিকিট কাটতে হয়নি? নাকি ফ্রি ছিলো?

আপনি abb-school কে বেনিফিশিয়ারি দেননি। পরের বার থেকে খেয়াল রাখবেন।

 2 years ago 

ফ্রী ছিলো ভাইয়া কোনো টিকিট ছিলোনা।

ওকে ভাইয়া পরের বার থেকে ঠিক করে দেখে দেবো ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88