বিকেল বেলায় বন্ধু সাথে একটু ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৩-১১-২০২২
  • রবিবার
  • ঘুরাঘুরি

হেলো

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @sagor444 বাংলাদেশ থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বন্ধুর সাথে বিকেল বেলায় একটু ঘুরাঘুরি ভুল ত্রুটি ক্ষমা করবেন।

20221111_164432.jpg

এবার চলুন শুরু করা যাক


অনেক দিন বাড়ির কাজের জন্য কোথাও বেড় হওয়া হয় না বাড়িতে মনে হচ্ছে একদম বন্দি হয়ে আছি তাই ভাবলাম আজকে বিকেলে একটু নদীর কুলে ঘুরে আসি। আমি আর আমার বন্ধু বিকেল বেলায় নদীর কুলে চলে যায়। বিকেল বেলায় নদীর কুলে আমার কাছে অনেক ভালো লাগে।


20221111_163356.jpg

20221111_163712.jpg

20221111_163530.jpg

20221111_164457.jpg

আমাদের কুমারখালি ঘাটে নতুন ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ ২০১৮ সালে শুরু হয়েছে কাজ প্রাই শেষের দিকে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে জন সাধারণ এর জন্য এটা ফ্রি করা আছে কোনো টোল থাকবে না।এই ব্রিজ টা আমাদের এবং আশ পাশ এলাকার খুবই প্রয়োজন আমরা নৌকা করে পার হতাম এক সময়। এখনো হয় অনেক সময় রোগীরা অনেক সমস্যায় পরে পার হতে অনেক সময় লেগে যায়। আর রাত ১০ টার পর নৌকা পাড়াপাড় খুব কম হয়। রাতে পার হতে গেলে মাঝিদের ডেকে ডেকে ঘুম থেকে তোলা লাগে। আমাদের আশেপাশের এলাকার জন্য এই ব্রিজ টা খুব গুরুত্বপূর্ণ এই ব্রিজের কিছু ফটোগ্রাফি করলাম ব্রিজের কাছে জনসাধাণ প্রবেশ নিষেধ এইজন্য দুর থেকেই কিছু ফটো তুললাম।


20221111_164353.jpg

সেই সমস্যা গুলোর এবার সমাধান হবে তো ব্রিজের পাশেই একটা ঝালমুড়ির দোকান ওই দোকান থেকে আমরা দুইজন ঝুরিভাজা কিনলাম। আমরা যাওয়ার পরপরই গরম গরম এই ভাজা আনলো আমার কাছে এই গরম ভাজা গুলো খেতে বেশ দারুন মজার লাগে। তারপর আমরা নদীর কুলে বসে এই ভাজা গুলো খেতে আরো বেশি ভালো লাগছিলো। তো বন্ধুরা আজকের পোস্ট এখানেই শেষ করছি আবার নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/remarks.unflagging.literally
Sort:  
 2 years ago 

কি বলেন এই ব্রীজটা হওয়ার আগে আপনারা এত কষ্ট করে যাতায়াত করতেন। বিশেষ করে কেউ অসুস্থ হলে তো অনেক বেশি সমস্যা হতো। তার উপরে আবার রাতে নৌকা পারাপার বন্ধ হয়ে যেত। ব্রিজটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে সবার ভীষণ প্রয়োজন হবে। নদীর পাড়ে ঘুরতে গিয়ে ভালোই করেছেন। নদীর পাড়ে ঘুরতে আলাদা একটা অনুভূতি হয়। তারপর আবার ঝুরিভাজা খেয়েছেন।

 2 years ago 

জি আমাদের জন্য এই ব্রিজ টা খুব প্রয়োজনীয়।

 2 years ago 

বিকাল বেলা খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছে। ব্রিজ দেখে ভালো লাগছে আশাকরি আপনাদের পারাপারের সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে বন্ধুর সাথে কাটানো কিছু সময় আমার বাংলা ব্লগ পরিবারের শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পড়ন্ত বিকেলে বন্ধুর সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন।
আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বিকেলের মুহূর্তগুলোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাদের দোয়া চেষ্টা করি ভাই ভালো কিছু আপনাদের মাঝে আজ করার জন্য।

 2 years ago 

ভাইয়া ব্রিজ হয়ে গেল আশাকরি সমস্যা গুলোর সমাধান হবে। আসলে নদীর ওপারের মানুষগুলোই বোঝে এসব ভোগান্তির কষ্ট। আর রোগীদের জন্য তো কথাই নেই। আসলে রাত দশটার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ অন্ধকার নিরব নিস্তব্ধ একটি জায়গা । যাইহোক আসলে এই ব্রিজ আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজ টি হচ্ছে দেখে সত্যি খুব খুশি লাগছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু এই ব্রিজ টা আমাদের জন্য খুব প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63