বিকেল বেলায় বন্ধু সাথে একটু ঘুরাঘুরি
- ১৩-১১-২০২২
- রবিবার
- ঘুরাঘুরি
হেলো
বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @sagor444 বাংলাদেশ থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বন্ধুর সাথে বিকেল বেলায় একটু ঘুরাঘুরি ভুল ত্রুটি ক্ষমা করবেন।
এবার চলুন শুরু করা যাক
অনেক দিন বাড়ির কাজের জন্য কোথাও বেড় হওয়া হয় না বাড়িতে মনে হচ্ছে একদম বন্দি হয়ে আছি তাই ভাবলাম আজকে বিকেলে একটু নদীর কুলে ঘুরে আসি। আমি আর আমার বন্ধু বিকেল বেলায় নদীর কুলে চলে যায়। বিকেল বেলায় নদীর কুলে আমার কাছে অনেক ভালো লাগে।
আমাদের কুমারখালি ঘাটে নতুন ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ ২০১৮ সালে শুরু হয়েছে কাজ প্রাই শেষের দিকে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে জন সাধারণ এর জন্য এটা ফ্রি করা আছে কোনো টোল থাকবে না।এই ব্রিজ টা আমাদের এবং আশ পাশ এলাকার খুবই প্রয়োজন আমরা নৌকা করে পার হতাম এক সময়। এখনো হয় অনেক সময় রোগীরা অনেক সমস্যায় পরে পার হতে অনেক সময় লেগে যায়। আর রাত ১০ টার পর নৌকা পাড়াপাড় খুব কম হয়। রাতে পার হতে গেলে মাঝিদের ডেকে ডেকে ঘুম থেকে তোলা লাগে। আমাদের আশেপাশের এলাকার জন্য এই ব্রিজ টা খুব গুরুত্বপূর্ণ এই ব্রিজের কিছু ফটোগ্রাফি করলাম ব্রিজের কাছে জনসাধাণ প্রবেশ নিষেধ এইজন্য দুর থেকেই কিছু ফটো তুললাম।
সেই সমস্যা গুলোর এবার সমাধান হবে তো ব্রিজের পাশেই একটা ঝালমুড়ির দোকান ওই দোকান থেকে আমরা দুইজন ঝুরিভাজা কিনলাম। আমরা যাওয়ার পরপরই গরম গরম এই ভাজা আনলো আমার কাছে এই গরম ভাজা গুলো খেতে বেশ দারুন মজার লাগে। তারপর আমরা নদীর কুলে বসে এই ভাজা গুলো খেতে আরো বেশি ভালো লাগছিলো। তো বন্ধুরা আজকের পোস্ট এখানেই শেষ করছি আবার নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ |
ক্যামেরা | স্যামস্যাং এ ১৩ |
ক্যামেরাম্যান | @sagor444 |
w3words | https://w3w.co/remarks.unflagging.literally |
কি বলেন এই ব্রীজটা হওয়ার আগে আপনারা এত কষ্ট করে যাতায়াত করতেন। বিশেষ করে কেউ অসুস্থ হলে তো অনেক বেশি সমস্যা হতো। তার উপরে আবার রাতে নৌকা পারাপার বন্ধ হয়ে যেত। ব্রিজটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে সবার ভীষণ প্রয়োজন হবে। নদীর পাড়ে ঘুরতে গিয়ে ভালোই করেছেন। নদীর পাড়ে ঘুরতে আলাদা একটা অনুভূতি হয়। তারপর আবার ঝুরিভাজা খেয়েছেন।
জি আমাদের জন্য এই ব্রিজ টা খুব প্রয়োজনীয়।
বিকাল বেলা খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছে। ব্রিজ দেখে ভালো লাগছে আশাকরি আপনাদের পারাপারের সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে বন্ধুর সাথে কাটানো কিছু সময় আমার বাংলা ব্লগ পরিবারের শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
পড়ন্ত বিকেলে বন্ধুর সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন।
আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বিকেলের মুহূর্তগুলোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাদের দোয়া চেষ্টা করি ভাই ভালো কিছু আপনাদের মাঝে আজ করার জন্য।
ভাইয়া ব্রিজ হয়ে গেল আশাকরি সমস্যা গুলোর সমাধান হবে। আসলে নদীর ওপারের মানুষগুলোই বোঝে এসব ভোগান্তির কষ্ট। আর রোগীদের জন্য তো কথাই নেই। আসলে রাত দশটার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ অন্ধকার নিরব নিস্তব্ধ একটি জায়গা । যাইহোক আসলে এই ব্রিজ আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজ টি হচ্ছে দেখে সত্যি খুব খুশি লাগছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি আপু এই ব্রিজ টা আমাদের জন্য খুব প্রয়োজন।