ইউটিউব গ্রামে ফোপাতো ভাই সাথে একটু ঘুরাঘুরি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ০৮-০১-২০২৩
  • রবিবার

হেলো

বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি বাংলাদেশ থেকে @sagor444 আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ফোপাতো ভাইয়ের সাথে ইউটিউব গ্রামে একটু ঘুরাঘুরি সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন ।


20230108_170203.jpg

চলুন আর দেরী না করে শুরু করা যাক

অনেকদিন পর আমার ফুপির বাসায় বেড়াতে যাই। ফুপির বাসা থেকে ফোপাতো ভাইয়ের সাথে ভাবছি কোথাও একটু ঘোরাঘুরি করে আসি। তো আমার ফুপির বাসা থেকে ইউটিউব গ্রাম বেশি একটা দূরে না। তাই ভাবছি ফুপাতো ভাইয়ের সঙ্গে ইউটিউব গ্রাম থেকে ঘুরে আসি। তো আমরা দুজনাই হাঁটতে হাঁটতে ইউটিউব গ্রামে যাই হেঁটে যেতে আমাদের ২০ মিনিট মতো সময় লেগেছিল। ইউটিউব গ্রাম যখন সর্বপ্রথম চালু হয় তখন এসে বেড়ে গেছে আর আসা হয়নি। তখন এসেছিলাম 20 টাকা করে টিকিট নিয়েছিল কিন্তু এখন টিকিটের মূল্য 30 টাকা করে। আমরা দুজনা দুইটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম।

20230101_152229.jpg

20230101_152505.jpg


ভিতরে প্রবেশ করার দেখতে পারলাম আসলে আগের তুলনায় এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি যখন প্রথম আসি তখন সবকিছু তৈরি করেছিল আর বেশি একটা জায়গায়ও ছিলো না । এখন এসে থেকে এসেই সবকিছু তৈরি করা শেষ হয়ে গেছে আরো নতুন নতুন কিছু তৈরি করছে আরো জায়গায়ও অনেক বড় করেছে। আমি আর আমার ফুফাতো ভাই সব দিকেই ঘুরে ঘুরে দেখছি আসলে আগের থেকে এখন অনেক সুন্দর লাগছে দেখতে ভিতরটা। আমরা দুজনাই ইউটিউব গ্রামের চতুর্দিকে ঘোরাঘুরি করছি আর দুইজনে ফটো তুলছি। এই ইউটিউব গ্রামের দুপুর থেকে অনেক ভির বেড়ে যায়।

20230101_161241.jpg

20230101_155415.jpg

20230101_161546.jpg

20230101_155038.jpg

20230101_154732.jpg

20230101_161411.jpg

20230101_152858.jpg


এই পার্কের মধ্যে লম্বা চিকন করে বড় একটি পুকুর আছে। সেই পুকুরের মধ্যে অনেক ধরনের বোর্ড আছে। এই পুকুরের মাঝখানে বাঁশের তৈরি ছোট গোল ঘরও তৈরি করা আছে। এই পার্কের মধ্যে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে আমরা দুজনে ভাবছি এই রেস্টুরেন্ট থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা দুইটা বার্গার অর্ডার দেই কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দিয়ে যায়। তো আমরা দুজনায় খাওয়া-দাওয়া শেষ করে। ভাবছি অনেক তো ঘোরাঘুরি করলাম এখন বাড়ির দিকে রওনা দেয়া যাক।


20230101_153053.jpg

20230101_153703.jpg

20230101_153541.jpg

20230101_165152.jpg

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdegCHazr4fQFBPm69gBV7LSQcKuDzVRLoyfCBxvxuEWW8h6w64nkeCKMR24WNY...qFndSTDGKGyBYZymRkVxxAZVBdnZtH7ArU8EGKSSafp7nQQyUndfYeFiQSwLEEjLgA1THt87bEK3gnFEH6U1wWsuyGy8LXWovEy1r72nLHh95iLYmyGsFdVRan.png

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/lacquer.glossies.decorative
Sort:  
 2 years ago 

নামটা শুনে একটু চমকে উঠলাম,ভাবলাম গ্রামের লোকগুলো হয়তো সবাই ইউটিউবার।পরে বুঝলাম কাহিনী।
যাইহোক ফুফাতো ভাইয়ের সাথে সময় কাটিয়েছেন। শুভ কামনা রইল।

 2 years ago 

ভাই প্রথমে আমারও এমনটা মনে হয়েছিলো 😁😁 তারপর ঘুরতে যেয়ে বিষয় টা বুঝতে পরলাম। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অদ্ভুত একটি গ্রামের নাম ইউটিউব গ্রাম।অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফোফাতো ভায়ের সাথে অনে দারুণ সময় অতিবাহিত করেছেন আশা কোরছি। আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই গ্রামের নামটা একটু অদ্ভুত শুনতে লাগে। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61682.60
ETH 2986.38
USDT 1.00
SBD 2.51