You are viewing a single comment's thread from:
RE: ফ্রিল্যান্সিং সম্পর্কে দ্বিতীয় পর্ব
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। আমাদের মাঝে অনেকেই আছে, যারা ফ্রিল্যান্সিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে বা পছন্দ করে। কিন্তু সঠিক গাইডলাইন বা আর্থিক এর অভাবে সেই ফ্রিল্যান্সিং কোর্স ঠিকমতো করতে পারছে না। আপনি খুব সুন্দর ভাবে একটি ব্লগের মাধ্যমে তা সাজিয়ে তুলেছেন। সত্যি এটি প্রশংসনীয় কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ
ক্যানভা থেকে ডিজাইন করলে এটি কপিরাইট ছবির আওতায় পড়ে, যেটা কয়েকদিন আগে এডমিন সুমন ভাই আমাদের সবাইকে অবগত করেছে। আর আপনার পোস্টে টেক্সট জাস্টিফাই ইউজ করলে লেখাগুলো অনেক সুন্দর হবে।
<div class="text-justify">
</div>
আশা করি, এখন থেকে পোষ্ট লিখলে এই কোড ব্যবহার করবেন।
ধন্যবাদ ভাইয়া। আমার একটু জানার ছিল তা হলো, আমিতো canva থেকে নিজে এডিট করি তারপর এখানে দেই এবং canva মেনশন করে দেই তবুও কি কপিরাইট আসবে? আর এটাতো ফ্রি সবার জন্য তাহলে কেন কপিরাইট আসবে? আর যদি কপিরাইট আসে তাহলে আমি আমার ছবির জন্য কি সফটওয়্যার ব্যবহার করতে পারি?