কবিতাঃ অপেক্ষা || আমার বাংলা ব্লগ || [ 17-06-2021 ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

17-06-2021

০৩ আষাঢ় ১৪২৮

কবিতাঃ অপেক্ষা



1619112722.jpg
Image Source



ভাল লাগে অপেক্ষা করতে
মন খারাপ করে বসে থাকতে।
ভাল লাগে তোমায় নিয়ে ভাবতে
ভাবতে ভাবতে অজানায় হারিয়ে যেতে।

ভাল লাগে অলস সময় কাটাতে
শুয়ে-বসে অনলাইন ঘাটতে।
ভাল লাগে কিছুই না করে
অনেক সম্পদের মালিক হতে।

ভাল লাগে অযথা চিন্তা, চেতনায়
সময় নষ্ট করে আপসোস করতে।
ভাল লাগে সিগারেটে দুটো টান দিয়ে
ফুসফুসটাকে জ্বালিয়ে যন্ত্রণা দিতে।

ভাল লাগে শহরের বুকে
মাঝরাতে একা পথ চলতে।
তাইতো চলি হয়ে ভবঘুরে
খুঁজে ফিরি কারে রাতের শহরে.!!



ধন্যবাদন্তেঃ
@sagor1233
Sort:  
 3 years ago 

ছন্দের সাথে তাল মিলিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই!!!

 3 years ago 

ভালো লিখেছেন আপনি। যাইহোক সিগারেট টেনে ফুসফুস টাকে যন্ত্রণা দিবেন না।

 3 years ago 

😂😂😂
এটাতো শুধু মাত্র আবেগমাখা কবিতা মাত্র! বাস্তব জীবনে আমি এসবের ধারের কাছে যাই না😁

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62667.39
ETH 2432.00
USDT 1.00
SBD 2.66