স্ট্রীট ফুডঃ পয়ত্রিশ টাকার রাইচ উইথ চিকেন ফ্রাই রিভিউ // আমার বাংলা ব্লগ // 10 % to @shy-fox
২৩ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ
স্ট্রীট ফুডঃ পয়ত্রিশ টাকার রাইচ উইথ চিকেন ফ্রাই রিভিউ
স্ট্রিটফুড পছন্দ করেনা এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমি জানি আমার বাংলা ব্লগের সকল সদস্য স্ট্রিটফুড অনেক পছন্দ করে। সেই হিসেবেই স্ট্রিটফুড আমার অনেক পছন্দ। আমাদের বাংলাদেশ স্ট্রিটফুড বলতে মূলত আমরা ফুচকা ও চটপটিকেই বোঝাই। কিন্তু এর বাহিরেও যে আরো অনেক ধরনের স্ট্রিটফুড রয়েছে তা অনেকেই হয়তো জানেন না। বাংলাদেশের একেক জেলা একেক স্ট্রিটফুড দিয়ে বিখ্যাত। তাই আমাদের দিনাজপুর ও এর ব্যতিক্রম নয়। দিনাজপুরের বিখ্যাত স্ট্রিটফুড গুলোর মধ্যে রাইস উইথ চিকেন ফ্রাই একটি অন্যতম আইটেম। আজকে আমি এই রাইস উইথ চিকেন ফ্রাই এর একটি ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে আপনি এখানে আসতে পারেন, লোকেশন, অন্যান্য যা যা পাওয়া যায়, দাম আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটিকে পরিচালনা করছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো।
শুরুতেই আমি আমার মনের সকল অব্যক্ত কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আমি অনেকদিন ধরেই পরিকল্পনা করে রেখেছিলাম এবার যদি দিনাজপুরে আসি তাহলে এই রাইস উইথ চিকেন ফ্রাই খেয়ে পরীক্ষা করে দেখবো। তো যেই কথা সেই কাজ। আমি ও আমার 2 ভাগিনা কে নিয়ে আমি এই স্ট্রীট ফুড খেতে যাই। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন বিকেল হবে আর আমরা কখন খেতে যেতে পারবো। আজকে বিকেলে যখন আসরের আযান দিলো, তার কিছুক্ষণ পরেই আমরা সবাই স্ট্রীট ফুডটির লোকেশন এ যাওয়ার জন্যে রহনা দেই। কিন্তু মেস থেকে বের হওয়ার পর পরই আমাদের যাত্রায় বাঁধা হয়ে আসে বৃষ্টি। বৃষ্টির শেষ হলে আমরা আবারও রওনা দেই। একটা সময় আমরা পৌছে যাই সেখানে। নিচে এর কিছু ফটোগ্রাফি তুলে ধরলাম।
WW3W Location: https://what3words.com/mule.lightbulb.quilting
ফুডকার্ট
এই অংশে আমি আপনাদের ফুডকার্টটির কিছু স্থিরচিত্র দেখাবো। ফুডকার্টটি দেখতে অনেক ছোট হলেও এখান থেকে প্রায় প্রতিদিন অনেক টাকার রাইস চিকেন ফ্রাই এবং অসাধারণ চিকেন নুডুলস বিক্রি হয়। মূলত এই দোকানটি রাইস উইথ চিকেন ফ্রাই এর জন্য বিখ্যাত। এর আশেপাশের পরিবেশ অনেকটা সুন্দর এই বলা চলে।
WW3W Location: https://what3words.com/mule.lightbulb.quilting
রাইচ উইথ চিকেন ফ্রাই রান্না
এই অংশে আমি আপনাদের রাইস উইথ চিকেন ফ্রাই এর রান্নার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করব। সবকিছু চোখের সামনেই রান্না করা হয়। তাই এর পরিবেশ ও গুণগত মান নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। সবকিছুই চোখের সামনে রান্না হচ্ছে। আপনি কী খাচ্ছেন, সেটা কিভাবে রান্না করা হচ্ছে, সব কিছুই এখানে চোখের সামনেই করা হচ্ছে।
WW3W Location: https://what3words.com/mule.lightbulb.quilting
আমার ব্যক্তিগত অভিমত ও রেটিং
এই ফুডকার্টটিকে নিয়ে সমালোচনা করার কোনো কারণেই আমি দেখি না। রাইস উইথ চিকেন ফ্রাই এর মূল্য শুধু মাত্র ৩৫টাকা রেখেছে। যেটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। কেননা, বড় কোনো রেষ্টুরেন্টে ওই চিকেন ফ্রাইটির দাম নিতো ৯০-১০০টাকা। আর তার বিপরীতে এই ফুডকার্টটিতে সাথে রাইচ ও দিচ্ছে এবং তার দাম রাখছে মাত্র ৩৫টাকা। ফুডকার্টটির মালিকের সাথে কথা বলে জেনেছি, শুধু মাত্র এটি ঐতিহ্যবাহী হওয়ার কারণে আর যারা যারা বড় বড় রেষ্টুরেন্টে হাজার হাজার টাকা দাম দিয়ে ফ্রাইড রাইচ বা চিকেন ফ্রাই খেতে পারে না বা সময়ের অভাবে যেতে পারে না। শুধুমাত্র তাদের সেবা দেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য তার। এই রাইচ উইথ চিকেন ফ্রাই এর দাম ৩৫টাকা হওয়ায় সর্বস্তরের মানুষ এখানে তা খেতে আসে। ৩৫টাকার হিসেবে রাইচ যথেষ্ট পরিমানে থাকে আর চিকেন ফ্রাইয়ের আনুমানিক দাম তো আপনাদেরকে আগেই বলেছি, সে হিসেবে চিন্তা করুন, কেমন হবে সেটি। রাইচ ও ফ্রাইড চিকেন এর স্বাদ ও গুনগতমান ১০০/১০০। এর স্বাদ নিয়ে কারো মতবাদ থাকতে পারে সেটা আমার জানা নেই।
সর্বোপরি আমি এর রেটিং হিসেবে ৯/১০ দিবো।
WW3W Location: https://what3words.com/mule.lightbulb.quilting
যেভাবে আসবেনঃ
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ট্রেনযোগে আসলে স্টেশন থেকে লিলিরমোড়ে আসতে হবে। চাইলে আপনারা হেটেও সেখানে যেতে পারবেন মাত্র ৫-৭ মিনিটের পথ। আর যদি বাসযোগে আসেন তাহলে দিনাজপুর বাসটার্মিনাল থেকে অটোতে ১০টাকা ভাড়া দিয়ে লিলিরমোড়ে আসতে হবে।
আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।
আমার সম্পর্কে কিছু কথাঃ-
আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।
৩৫ টাকার রাইচ উইথ চিকেন সত্যিই অনেকটা হতভাগী হলাম, এত কম দামে এই সব পাওয়া যায়!!!! আপনি সব কিছুকেই অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
স্ট্রীড ফুড আমার খুবই প্রিয় একটি খাবার। তার উপরে আবার যদি কম দামে মচমচে ভাজা পাওয়া যায়, তাহলে তো কোন কথাই নাই,আপনার উপস্থাপনা খুবই সুন্দর ভাই
ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রসনের জন্য
স্ট্রীট ফুড আমার কাছে সবসময় ই সেরা। আর কেও যখন রিভিউ করে তখন তো দেখেই খেতে ইচ্ছে করে।খুব সুন্দর রিভিউ করেছেন।
দাওয়াত দিলাম, একদিন সময়ে করে চলে আসবেন, একসাথে এই রাইস খাবো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাংলাদেশের এখন যে অবস্থা ৩৫ টাকায় চিকেন ফ্রাইড রাইস পাওয়া খুব দুষ্কর যাই হোক আপনার এলাকায় পাওয়া যায় শুনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
দুষ্কর জিনিসের রিভিউ দিতে ভালোই লাগে ভাই। আপনিও অনেক সুন্দর মন্তব্য করেছেন।
আপনার স্ট্রিট ফুড রিভিউ টা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।খাবারের গুণগত মান এবং অবস্থান সবগুলো আমাদের কে অবগত করেছেন।খাবারটি আমার কাছে খুব পছন্দ হয়েছে।আমি একে ১০/১০ দিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্যে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি স্ট্রীট ফুড রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন। রিভিউ টি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, মতামতগুলো বাস্তবধর্মী ছিল, স্ট্রীট ফুড পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষের পছন্দের খাবার। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
পয়ত্রিশ টাকার রাইচ উইথ চিকেন ফ্রাই!! সত্যিই অবাক করার মতো।এত কম টাকায় সুন্দর রেসিপির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া৷ভালাবাসা অবিরাম
চিকেন ফ্রাই আমার অনেক পছন্দের। আমি মাঝে মাঝেই খাই। আপনার চিকেন ফ্রাই রিভিউ অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো 🥀
চিকেন ফ্রাই কম বেশি সবার পছন্দের৷ধন্যবাদ আপনাকে
বাহ অল্প টাকায় খুব ভালো খাবারের ব্যবস্থা দেখছি। এই রকম দোকানগুলোতে এইধরনের খাবার সাধারণত পাওয়া যায় যা দামের তুলনায় খুবই ভালো। খুব ভালো রিভিউ করেছেন খাবারটার। আপনার জন্য শুভকামনা।।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান কমেন্ট এব় জন্য৷
চমৎকার মুহূর্তের সাথে লোভনীয় খাবার। আপনার কন্টেন্ট কে অনবদ্য করে তুলেছে। ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাইয়া