প্রসঙ্গঃ "এক টাকার সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা" // আমার বাংলা ব্লগ // [ ০৬ সেপ্টেম্বর ২০২১ ] 10 % to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

06-09-2021

২২ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ "এক টাকার সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা"



Desert Safari Facebook Cover (2).png

থ্যাম্বনেইলটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে!



মেসে এসেছি মাত্র কালকেই আর আজকেই বেরিয়ে পড়লাম একটু শহর দর্শনে। কতদিন হলো আসিনি এই কংক্রিটের শহরে। বিকেলের মিষ্টি আলো যখন এই কংক্রিটের দেয়ালে এসে পড়তেছিল তখনই আমরা বেরিয়ে পড়ি। অনেক দিন পর যেহেতু এই শহরে আসা। যেহেতু সবকিছু একটু নতুন নতুন লাগতেছে। কেমন যেন পরিবর্তন হয়ে গেছে এই শহরের মানুষগুলো। মানুষগুলোর সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে এ শহরটিও। আমাদের আজকের নির্দিষ্ট গন্তব্যস্থল ছিলো, লিংকথ্রির দিনাজপুর ব্রাঞ্চ। তো আমরা সময়মতো সেখানে পৌঁছাই। সেখানে আমাদের কাজ ছিল, আমাদের মেসে ওয়াইফাই লাগাতে হবে, তাই আমরা সেখানে গিয়েছিলাম। কাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম, আর হাঁটতে লাগলাম গন্তব্যহীনভাবে। তখন আমাদের নির্দিষ্ট কোন গন্তব্য ছিল না। আমাদের পা যে দিকে যাচ্ছিল সে দিকে আমরাও যাচ্ছিলাম।

তো পথিমধ্যে আমরা দেখতে পেলাম মাত্র এক টাকার সিঙ্গারা। যখনই শুনলাম সিঙ্গারার দাম মাত্র 1 টাকা, কৌতূহলবশত আমরা সে দোকানে চলে যাই। আর টেস্ট করে দেখতে চাই এক টাকার সিংগারা গুলো খেতে কেমন লাগে। আমি ভাবতেও পারবেন না, এই বর্তমান সময়েও এক টাকার সিঙ্গারা পাওয়া যায় এবং সেসব সিঙ্গারা পরিমাণে অনেকটা বড়। এই যুগে যেখানে কেউ এক টাকা ভিক্ষা নেয় না, সেখানে তারা এক টাকার সিঙ্গারা বিক্রি করতেছে। এবং তারা সেগুলো ভালোভাবেই বিক্রি করতেছে। আসলে প্রথমে যে কেউ অবাক হয়ে যাবেন, যে এখনো এক টাকায় সিঙ্গারা পাওয়া যায়।

Image 2021-09-06 at 10.48.22 PM.jpeg

Image 2021-09-06 at 10.48.21 PM.jpeg

Image 2021-09-06 at 10.55.45 PM.jpeg

Image 2021-09-06 at 10.48.21র PM.jpeg

Device: Vivo Y11
WW3W Location: https://what3words.com/rolled.vase.upholding

সিঙ্গারা গুলো খেতেও বেশ সুস্বাদু ও মজাদার ছিল। সিঙ্গারাগুলো ময়দা দিয়ে আর ভিতরে কিছু আলুর পরিমান দেওয়া ছিল। আলু আর ময়দার এই সংমিশ্রণ, এক টাকার এই সিঙ্গারাকে মজাদার করে তুলেছে। আমরা ছিলাম চার জন।

Image 2021-09-06 at 10.48.2PM.jpeg

mage 2021-09-06 at 10.57.03 PM.jpeg

Image 2021-09-06 at 10.48.23 PM.jpeg

Image 2021-09-06 at 10.48.23PM.jpeg

Device: Vivo Y11
WW3W Location: https://what3words.com/rolled.vase.upholding

আমরা সবাই বেশ মজা করেই সিঙ্গারা গুলো খেয়েছি। সিঙ্গারা এর সাথে সাথে আমরা বেশকিছু বড়াও নিয়েছিলাম। বড়াগুলোর দাম এক টাকা ছিল। এক টাকার সিংগারা ও এক টাকার বড়া, আমাদের আজকের পরিবেশটি অনেক সুন্দর করে তুলেছিল। আর এর সাথে আমরা খাসির মাংসের চপ ও নিয়েছিলাম। চপগুলো তেমন একটা আমাদের ভালো লাগেনি। কেমন যেন চর্বি চর্বি ভাব লেগেছে। আমাদের সবচেয়ে ভালো লেগেছে এক টাকার সিংগারা গুলো ও এক টাকার বরা। এই আইটেম দুটো খেয়ে বেশ মজা পেয়েছি। আসলেই মনে হয় তারা দক্ষতার সহিত এগুলো বানিয়েছেন। আমি রেটীং হিসেবে ১০/১০ দিবো।



আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Sort:  
 3 years ago 

সময়ের সাথে সাথে যুগের ও পরিবর্তন হয়েছে ঠিক তেমনি এক টাকা খাবারও কোথাও পাওয়া যায় না। আর এই এক টাকার সিংগারা যে দোকানদার বিক্রি করেছে তাকে আমি স্যালুট জানাই। সব মিলিয়ে আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্যেও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার পোস্টটি পড়ার জন্য বেশ আগ্রহী নিয়ে এসেছি।সত্যিই এত কম দামে কেমনে সিঙ্গারা পাওয়া যায়?সিঙ্গারা গুলোর সাইজ দেখার খুব ইচ্ছা জাগছে নাই।কেমন দেখা যায় ১ টাকার সিঙ্গারা।ছবিতে ভালো করে বুঝতে পারছি না।

 3 years ago 

ক্যামেরা একটু দূর্বল হওয়ার কারণে হয়তো ক্লিয়ার ভাবে সিঙ্গারার ছবি আসে নাই ভাই।

 3 years ago 

আসলে ভাই আপনার সাথে আমিও একমত। বর্তমান জামানায় এক টাকার সিঙ্গারা বিক্রি করে কিভাবে তারা নিজের সংসার চালায় মাথায় ধরে না। যেখানে এক টাকা আজকাল কোনো ভীক্ষুক ও নিতে চায় না সেখানে তারা একটা সিঙ্গারা বিক্রি করে কিভাবে। কেমন অসম্ভব অসম্ভব মনে হচ্ছে। ধন্যবাদ ভাই আমাদের মাঝে এরকম একটি অসম্ভব বিষয় নিয়ে শেয়ার করা জন্য।

 3 years ago 

বিষয়টি তুলে ধরার জন্যে আমার কোনো পূর্বপরিকল্পনা ছিলো না। রাস্তায় যাওয়ার সময় হঠাত করেই চোখে পড়লো তা।

 3 years ago 

চারজন মিলে ময়দার ভিতরে আলু ঢুকলো যে মজাদার সিঙ্গারা খেয়েছেন এক টাকা দামের অসাধারণ অভিজ্ঞতা ভালো লাগলো আমিও খেয়েছিলাম রংপুরে আমার মনে আছে ছোট ছোট সিংয়ারা।

 3 years ago 

হূুম আপু খেতে অনেক মজা ৷

 3 years ago 

এ-যুগে এসেও এক টাকায় সিঙ্গারা পাওয়া যায়।এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আলু আর ময়দার এই সংমিশ্রণ, এক টাকার এই সিঙ্গারাকে মজাদার করে তুলেছে। আমরা ছিলাম চার জন।

সিঙ্গারা আমার অনেক পছন্দের। গরম গরম খেতে বেশ ভালো‌লাগে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা

 3 years ago 

দাওয়াত দিলাম ভাই, একদিন আসিয়েন, একসাথে খাবো।

 3 years ago 

কংক্রিটের শহর কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সবমিলিয়ে খুব সুন্দর হয়েছে পোস্ট টা। এক টাকা শুনে সিঙ্গারা দেখে ভেবেছিলাম ভালো হবেনা। কিন্তু পড়ে আপনার পোস্ট পড়ে বুঝলাম কিছু একটি বিশেষত্ব তো আছেই এই সিঙ্গারায়।

 3 years ago 

অনেক সুস্বাদু ছিলো সিঙ্গারাগুলো ভাই।

 3 years ago 

😋😋😋

 3 years ago 

আসলে এটা সত্যি অবাক করার বিষয়, এখনো এক টাকায় সিঙ্গারা পাওয়া যায় এই দেশে! আপনি সত্যি বলেছেন ঢাকায় এখন পাঁচ টাকার কম ভিক্ষা দিলে মুখের দিকে তাকিয়ে থাকে আর সেখানে এক টাকায় সিঙ্গারা বেশ কৌতুহল জনক। ধন্যবাদ বিষয়টি চেক করার এবং উপস্থাপন করার জন্য।

 3 years ago 

জ্বি ভাই, একদিন আমাদের এখানে আসিয়েন, একসাথে একটাকার সিঙ্গারা খাবো।

 3 years ago 

১ টাকায় ও এখন কার যুগে সিঙ্গারা পাওয়া যায়😱😱অবাক করা তথ্য, বাহ শুনে খুবই খুশি হলাম এখন তো এক টাকার কয়েন দোকানদার নিতেই চায় না। সেখানে এক টাকায় ১ টা সিঙ্গারা😱

ভালো উপস্থাপনা ভাই

 3 years ago 

জ্বি ভাই, বিস্তারিত জানার জন্যে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। অনেক তথ্য জানতে পারবেন।

 3 years ago 

দুর্দান্ত ভাই। ভারতের ও কিছু জায়গায় এরকম এক টাকার সিঙ্গারা পাওয়া যায় ।কিন্তু খুব rare ।সত্যি খুবই চমৎকার মুহূর্ত। এরকম একটা কন্টেন্ট উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই শুনে ভালো লাগলো আপনাকে ভালো লেগেছে৷ভালবাসা অবিরাম

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64550.89
ETH 3156.32
USDT 1.00
SBD 4.30