📸🌱 আমার তোলা কিছু রেন্ডম আলোক চিত্র 📸🌱 // আমার বাংলা ব্লগ // [ ২১ ই ডিসেম্বর ২০২১ ] || 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বাগতম সবাইকে,🌱


সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আমি ছবি তুলতে এবং সেগুলো একটু ঘষা মাজা করে আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসি। এটা আমার একধরনের নেশা হয়ে গেছে বলতে পারেন। আমার তোলা ছবিগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার দিনগুলো ভালো কাটতে চায় না।


তো, আমি আজকে আমার তোলা সেরা সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-

📸🌱 【ছবিঃ ০১】 🌱📸


IMG_20211220_170409.jpg
IMG_20211220_170414.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
ছবিতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ফুল। ফুলটি দেখতে ও এর গন্ধ আসলেই মনোমুগ্ধকর। বিশেষ করে এর গন্ধ আমাকে অনেক টানে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০২】🌱📸


IMG_20211220_170452.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
এই ফুলটিও চন্দ্রমল্লিকার আরেকটি প্রজাতি। আসলেই এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এর কারণে বাসা বাড়ীর ইন্ডর ও আউটডোরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৩】🌱📸


IMG_20211220_170556.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/sneezed.dinner.tastes
এই গাছের নাম হচ্ছে poinsettia । এটি একটি মূলত ইন্ডোর ফুলের গাছ। এর পাতা গুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৪】🌱📸


IMG_20211220_170608.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/trapdoor.wonderfully.engaging
এই ফুলগাছকে আমাদের মধ্যে কম-বেশি সবাই চিনেন এবং জানেন। আলাদা ভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তবে, এই একটা গাছ থেকে অনেক গুলো গাছ উৎপাদন করা সম্ভব।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৫】🌱📸


IMG_20211220_170636.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/term.dizziness.utterance
এই ফুল গাছটি আমার অনেক প্রিয়। দেখতেও যেমন সুন্দর তেমনি এর সুগন্ধ ও সুমিষ্ট। আমার কাছে এটী বেশ আকর্ষনীয় মনে হয়। যেকোনো মানুষের মন এই গাছটি সহজেই জয় করে নিতে পারে।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৬】🌱📸


IMG_20211220_170721.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/debutantes.follows.extroverted
এই ফুল গাছটির নাম হচ্ছে স্যালভিয়া। এটিও ইন্ডোরের জন্যে বেশ সৌন্দর্য বহন করে। যারা ফুল প্রেমী রয়েছে তাদের জন্যে এই ফুলটি আকর্ষনীয়। ঘরের সৌন্দর্য নিমিষেই বৃদ্ধি করে দেয় এই ফুলটি।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৭】🌱📸


IMG_20211220_170731.jpg
Device: Redmi 10
Edit: Adobe Lightroom
WW3W Location: https://what3words.com/debutantes.follows.extroverted
নয়নতারা ফুলটি আপনারা কম-বেশি সবাই চিনেন। এটিও ইনডোর প্লান্টের জন্য বেশ। বেশি জায়গা লাগে না, অল্প জায়গাতেই বেশি বেশি ফুল দেয় এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।

sagor bordar.png

📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸


CameraRedmi
Model10
EditAdobe Lightroom


আশা করি, আপনাদের আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Amar Bangla Blog.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফুল জিনিসটাই খুব সুন্দর তার সাথে আবার আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ৫ নং ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️🤗

 3 years ago 

ভাইয়া আজকের ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। আসলে ফুল এমন একটি জিনিস যা দেখে মন ভালো হয়ে যায়। আর আপনি এত সুন্দর করে এই ফুলগুলো ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ লাগছে। আপনার poinsettia ফুলটি আমি প্রথম দেখলাম আগে কখনো দেখিনি। তাছাড়া মোরগ ফুলটি অনেক দিন পরে দেখলাম বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফুলের ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আমি চেষ্টা করি সব সময় নতুন ও ভিন্ন কিছু আপনাদের মাঝে শেয়ার করার।

বাহ ! অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার প্রতিটি ফটো আমার মন ছুয়ে নিয়েছে । ফটো গুলোর বর্ণনা ও দিয়েছেন অনেক সুন্দর ভাবে । ধন্যবাদ আপনাকে , শুভকামনা রইল ‌

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। খুব সুন্দর হয়েছে মন্তব্য করেছেন। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
ভাইয়া আপনার ফটোগ্রাফি দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রথমেই সবথেকে ভালো লাগলো চন্দ্রমল্লিকা ফুল আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তারপর চন্দ্রমল্লিকার ও একটি প্রজাতি অসাধারণ ছিল তারপর কিছু কিছু ফুলের নাম জানা ছিল না।জানা হয়ে গেল আপনার মাধ্যমে ভাইয়া। খুবই ভালো লাগলো। সর্বশেষ নয়নতারা ফুলটি অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন
 3 years ago 

আপনাকেও জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে ।বিশেষ করে প্রথম ফুলের ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে ।এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉♥️

 3 years ago 

অনেকগুলো ফুলের সাথে পরিচিত হলাম। সবগুলো ছবিই ভালো হয়েছে ভাই। কিছু নতুন ফুল সম্পর্কেও জানতে পেরেছি। স্যালভিয়া ফুলটা আজকেই জানতে পারলাম আর একটা পয়েন্টসেটিয়া ফুলটিও নতুন জানতে পারলাম। নয়নতারা ফুল আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে নতুন কিছু ফুলের সাথে পরিচয় করে দেয়ার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। ♥️🎉

 3 years ago 

ফুলগুলি একেবারে নতুন দেখতে। খুবই ভালো লাগতেছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি। আপনি খুব সুন্দর ভাবে ফটোগুলো ক্যাপচা করেছেন ।দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর ফুলের ফটো গুলো আমাদের মাঝে শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। ♥️🎉

 3 years ago 

প্রতিটি ফুলের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে ।আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল টি খুবই ভালো লেগেছে ।অনেকদিন যাবত এই ধরনের ফুল দেখা হয় না ।আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা আমাদের মাঝে তুলে ধরলেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ♥️🎉

 3 years ago 

বাহ ভাই আপনি ফটোগ্রাফি তো বেশ দারুন করতে পারেন বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ফুল অনেক সুন্দর এবং আকর্ষণীয়। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক স্পষ্ট ভাবে আমাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকেও জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69