প্রসঙ্গঃ "বাস্তবতা" // আমার বাংলা ব্লগ // [ ২১ আগষ্ট ২০২১ ] 10 % to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

21-08-2021

৬ই ভাদ্র ১৪২৮

প্রসঙ্গঃ "বাস্তবতা"



Desert Safari Facebook Cover (2).gif

থ্যাম্বনেইলটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে!



বাস্তবতা দেখা যায় না, ছোয়া যায় না, এটি শুধুমাত্র অনুভব করা যায়। অন্তর দিয়ে এটিকে অনুভব করতে হয়৷ বাস্তবতা যেকোনো সময়, যেকোনো কাউকে, যেকোনো পরিস্থিতিতে ফেলতে পারে। বাস্তবতা শিখতে আলাদা করে কোনো কোর্স ও করতে হয় না। এটি আমাদের পরিবেশ, আমাদেরকে সময়ের সাথে সাথে নিজে থেকেই শিখিয়ে দেয়। মানবজীবনে বাস্তবে যাই ঘটে সেটাই বাস্তবতা। বাস্তবতার অনুভতি ভালো ও হতে পারে, আবার মন্দ ও হতে পারে। যখন কেউ ভালো কিছুর শিকার হয়, তখন সে ভালো বাস্তবতার শিকার এবং মন্দ হলে, এর অভিজ্ঞতা ভয়াবহ হয়।



যেভাবে আমরা বাস্তবতা শিখতে পারিঃ-

শুরুতেই আমি বলেছি, বাস্তবতা শিখতে আলাদাভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার পড়ে না৷ বাস্তব জীবনে যা যা ঘটে তাই বাস্তবতা। মূলত বাস্তবতার শিক্ষার শুরুটাই হয় পরিবার থেকে। পরিবার থেকেই মানুষ ভালো ও মন্দ অভিজ্ঞতা অর্জন করে৷ যেমনঃ আপনারা যদি দুই ভাই-বোন হয়ে থাকেন আর আপনার বোনটি যদি আপনার থেকে ভালো ছাত্রী হয়ে থাকে, তাহলে পরিবারের সবাই আপনার থেকে আপনার বোনকেই বেশি আদর ও ভালোবাসবে। এখান থেকেই একটা মন্দ অভিজ্ঞতা আপনার অর্জন হলো। এরপর আপনি যদি একটু পারিবারের অন্যদের তুলনায় খাটো বা বেটো হয়ে থাকেন, তাহলে পরিবারের অন্যরা চাচা, ফুফু, মামা, ইত্যাদি আপনাকে নিয়ে মজা করবে। আপনি যদি একটু স্বাস্থ্যবান হয়ে থাকেন, তাহলে পরিবারের লোকরাই বলবে, তোর বেশি খাওয়ার দরকার নেই। তুই তো এমনিতেই মোটা। আসলে সকল মন্দ অভিজ্ঞতার শুরুটা পরিবার থেকেই হয়।

আপনার বাবার যদি টাকা না থাকে, যদি ধনী না হয়! তাহলে আপনি আপনার চাচা, ফুফুর ভালোবাসাও পাবেন না। এটাও একটা মন্দ অভিজ্ঞতা, মানে বাস্তবতা।

আপনার বয়স ২৪বছর+ এখনো বাবার হোটেলে বসে খাচ্ছেন, তাহলে তো আপনার এই মন্দ অভিজ্ঞতার পরিমাণটি আরো অনেক বেশি।

মানুষ জীবনের সব থেকে কঠিন অভিজ্ঞতাগুলো পরিবার থেকেই পায় এবং ভালো অভিজ্ঞতাগুলোও পরিবার থেকেই পায়।

মানুষ খারাপ অভিজ্ঞতাগুলোকে বাস্তবতা হিসেবে লিখে রাখে আর ভালো অভিজ্ঞতাগুলোকে রাখে স্মৃতি হিসেবে।



আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Sort:  
 3 years ago 

মানুষ খারাপ অভিজ্ঞতাগুলোকে বাস্তবতা হিসেবে লিখে রাখে আর ভালো অভিজ্ঞতাগুলোকে রাখে স্মৃতি হিসেবে। একদম সঠিক কথা ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই, আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম;

 3 years ago 

বাস্তবতা নিয়ে একদম সুন্দর ভাবে প্রতিবেদনটি তৈরি করেছেন। সত্যি বলেছেন মধ্যবিত্তরাই বাস্তবতার প্রধান শিকার তারা যে বাস্তবতাটা কি জীবনটা কত কঠিন ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে পোষ্ট করার জন্য.

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই!

 3 years ago 

শুভ কামনা ভাই।

 3 years ago 

লেখাগুলো অনেক ভালো লাগলো ভাই।বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম

 3 years ago 

ধন্যবাদ ভাই!!!!

জীবনের কিছু সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা দিয়ে আপনার আজকের পোষ্টটা সাজিয়েছেন। বাস্তবার মুখে দাড়িয়ে সবচেয়ে বিপাকে পড়ে মধ্যবিত্ত পরিবারগুলো। এতো সুন্দর পোষ্টটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই,বাস্তবতাটা কি জীবনটা কত কঠিন ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে পোষ্ট করার জন্য.

 3 years ago 

জ্বি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে পড়ার জন্য

 3 years ago 

কঠিন বাস্তবতা নিয়ে একটা বিষয় তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে জীবনের অনেক বিষয় মিলে যাবে। সবার মধ্যেই এরকম উপলব্দি হয়। জীবন অনেক কঠিন। অনেক সুন্দর একটা কন্টেন্ট উপহার
দিলেন ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ঠিকই বলেছেন বাস্তবতা বাস্তব থেকেই শিখে নিতে হয় যা অনুভব এবং উপলব্ধির বিষয় প্রতিনিয়ত প্রতিক্ষণ

চমৎকার লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে শুভকামনা♥

 3 years ago 

ধন্যবাদ আপু, এত সময় নিয়ে পড়ার জন্য।

 3 years ago 

ভালো একটি বিষয়ে আলোচনা করেছেন। অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকে। আমি চিকন হওয়াই আমি প্রায়ই আমার পরিবার বন্ধু বান্ধব বড় ভাই সবার কাছেই কটু কথা শুনতে হয়।

 3 years ago 

আপনার কথা শুনে মর্মাহত হলাম ভাই।

 3 years ago 

🙂

 3 years ago 

আসলে এটাই সত্যিকার অর্থে বাস্তবতা যদিও আমরা অনেক আবেগের কথা বলে থাকে কিন্তু যতদিন আমরা দিতে পারব ততদিন আমাদের মূল্যায়ন। এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা এগিয়েছে যারা অবদান রাখতে পারেনি বা এরকম পরিস্থিতির শিকার হয়েছে। আমাকে এক সময় এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু আজকে আমার কদর অনেক বেশি এটাই হচ্ছে বাস্তবতা

 3 years ago (edited)

জ্বি ভাইয়া, ধন্যবাদ এতসুন্দর একটা মন্তব্য করার জন্য!

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63815.31
ETH 3124.40
USDT 1.00
SBD 3.99