আমার ধারণকৃত ফুলের চিত্র || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1642952553411.png

আজ আবার একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এলাম আপনাদের সামনে। গাছের সবচেয়ে দৃষ্টি নন্দন অংশ
কিছু ফুলের চিত্র। চিত্র গুলো ধারণ করেছি একটি বাগান এ। অনেক রকম গাছ আছে বাগান টিতে। ফলের গাছ, ফুলের গাছ, এমনকি সব্জি গাছ ও রয়েছে। সেখান থেকেই কয়েকটি চিত্র আজ শেয়ার করছি।

B612_20220123_214139_726.jpg

Device : Tecno Spark 5 pro
Location : Rangpur city

https://w3w.co/takes.flinches.sleepless

গাদা ফুল।
গাদা ফুল এর সাথে আমরা সবাই পরিচিত। এই বাগান্টিতে অনেক বড় জায়গা জুড়ে গাদা ফুল এর গাছ রয়েছে। গাদা একটি সুগন্ধীযুক্ত ফুল যা সর্বত্র সহজে জন্মায়। খুব বেশি যত্নের ও দরকার হয়না। গাদা ফুল গৃহসজ্জায় ব্যবহৃত হয়। গাদা ফুল বিভিন্ন রঙের হয় তবে এই হলুদ রঙের ফুলটি বেশি দেখা যায়। গাদা শীতকালীন ফুল, তবে বর্ষাকালেও দেখা যায়। বিভিন্ন পূজাপার্বণ এ গাদা ফুল এর ব্যাবহার ব্যাপকভাবে লক্ষনীয়। গাদা ফুল গাছের পাতায় ভেষজ গুণাবলিও রয়েছে। কোথাও কেটে গেলে কাঁটা স্থানে গাদা ফুল গাছের পাতার রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পরা বন্ধ হয়।

B612_20220123_212730_869.jpg

Device : Tecno Spark 5 pro
Location : Rangpur city

https://w3w.co/takes.flinches.sleepless

ধনিয়া ফুল।
ধনিয়া বা ধনে গাছ এর গন্ধ অনেক সুন্দর । ধনিয়াগাছ এর পাতা ছোট, সবুজ ও মসৃণ হয়। ধনিয়াপাতা খেতে অনেক মজার। ছোট ছোট থোকায় থোকায় সাদা ফুল ফোটে। ফুল থেকে ফল হয়। ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে। সকলের রান্নাঘরে ধনিয়া থাকবেই। ধনিয়া রান্নার স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। এছাড়াও ধনিয়া ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।

B612_20220123_212707_497.jpg

Device : Tecno Spark 5 pro
Location : Rangpur city

https://w3w.co/takes.flinches.sleepless

অলোকানন্দা ফুল।
হলুদ রঙের এই ফুলটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষনীয়। আঞ্চলিক ভাবে এই ফুলকে অনেকে আলোকনন্দা ও বলে। এই ফুল এর গন্ধ নেই। রৌদ্রোজ্জ্বল দিনে এই ফুল ভালোভাবে ফোটে।

B612_20220123_213046_419.jpg

Device : Tecno Spark 5 pro
Location : Rangpur city

https://w3w.co/takes.flinches.sleepless

ঘাসফুল।
ঘাসফুল বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের হয়। ঘাসফুল এর নামটি মূলত প্রচলিত নাম। এই গাছ এর অন্য নাম রয়েছে। এর গাছগুলো ঘাস এর মত ছোট ছোট তাই এই গাছ এর ফুল ঘাসফুল নামে পরিচিত। এই সাদা ঘাস ফুলটি ব্যাপকভাবে প্রচলিত। এর ফুলগুলো ছোট ছোট সাদা রঙের। সাদা রঙের ফুল দেখলেই মনে শান্তি আসে

B612_20220123_212800_876.jpg

Device : Tecno Spark 5 pro
Location : Rangpur city

https://w3w.co/takes.flinches.sleepless

গোলাপি রঙের এই ফুলটি দেখতে অসাধারণ। নামটি জানা নেই। যেকোনো বাগান এর সৌন্দর্য অনায়াসেই বাড়িয়ে দেয়।

আশা করছি চিত্র গুলো আপনাদের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

Sort:  
 2 years ago 

আপু দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। প্রতিটি ফুলের ছবি চমৎকারভাবে ধারণ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে অলকানন্দ ফুলটি আমার সবচাইতে ভালো লাগলো। এই ফুলটি আমার খুবই প্রিয় কিন্তু নাম জানা ছিল না। আপনার কাছ থেকে নামটা জানতে পারলাম। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমাকে কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে অলোকানন্দা ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফুলটি আমাদের এদিকে দেখা যায় না। অনেক সুন্দর একটি ফুল দেখতে অনেক সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ধারন করা প্রতিটা ফুলের চিত্র অসম্ভব সুন্দর লাগছে দেখতে বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটার ছবি অনেক ডিটেইলস এর সাথে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু এমন কিছু ছবি তোলার জন্য। আমিও আজ ফুলের ছবি দিয়ে পোস্ট করেছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ধারণকৃত প্রতিটি ছবি অসাধারণ হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ফুলের ছবি ক্যাপচার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটি ছবি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার ফুলের ফটোগ্রাফ গুলো। অনেক সুন্দর ফুলের ছবি গুলা আপনি তুলেছেন। বিশেষ করে আলোকনন্দা ফুলটি অনেক বেশী সুন্দর লাগছে এখানে। শিশির ভেজা ফটো গুলো দারুন লাগছে ফুলের উপরে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করবার জন্য আপনার ফটোগ্রাফ গুলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আমি সত্যিই আপনার ফটোগ্রাফিক গুলো দেখে একদম রীতিমত মুগ্ধ হয়েছি। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যেটা আপনার পোস্ট এর মাধ্যমেই বোঝা যাচ্ছে। কোনটা রেখে কোনটা প্রশংসা করবো সত্যিই আমি ভেবে পাচ্ছি না। এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15