কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ এর রেসিপি ||| ১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য |||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1648375141102.png

আমাদের বলা হয় ‘মাছে ভাতে বাঙালি’। নদী-নালা, খাল-বিল, হাওড়-বাঁওড়ের এদেশে বোধহয় সেই আদিযুগ থেকেই মাছ খাওয়া হতো। মাছ বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া হয়। আজ৷ আজ আমি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করে দেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

image.png

1648374440275.png

১. মাছ
২. কুমড়া
৩. পেয়াজ
৪. মরিচ
৬. জিরা গুড়া
৭. ধনিয়া গুড়া
৮. মরিচ গুড়া
৯. পাচফোড়ন গুড়া
১০. সয়াবিন তেল
১১. লবন
১২. হলুদ গুড়া

image.png

রন্ধন প্রক্রিয়া

image.png

IMG_20220325_123043_651.jpgIMG_20220325_123019_130.jpg
IMG_20220325_120645_776.jpgIMG_20220325_120548_592.jpg
IMG_20220325_120609_585.jpg

প্রথমেই সব কিছু কেটে নিয়েছি। মাছ কেটে ধুয়ে নিয়েছি। কুমড়া চিকন লম্বা করে কেটে নিয়েছি চিত্রের মত করে। তারপর ধুয়ে নিয়েছি। মরিচ দুইফালি করে কেটেছি। কিছু পেয়াজ কেটে নিয়েছি ও কিছু পেয়াজ বেটে নিয়েছি।

IMG_20220325_123330_587.jpgIMG_20220325_123443_557.jpg

কেটে রাখা মাছ গুলো সামান্য হলুদ গুড়া, মরিচ গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_20220325_123835_251.jpgIMG_20220325_124647_742.jpg

মেখে রাখা মাছ গুলো ভেজে নিয়েছি।

IMG_20220325_124837_671.jpg

এরপর চুলায় একটি কড়াই দিয়েছি। কড়াই এ সয়াবিন তেল দিয়েছি। তেল একটু গরম হয়ে আসলে তাতে কেটে রাখা পেয়াজ ও মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।

IMG_20220325_125025_884.jpg

পেয়াজ মরিচ সামান্য ভাজা হয়ে আসলে কড়াই এ পরিমাণ মত লবন,হলুদ গুড়া ও পাচফোড়ন গুড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি।

IMG_20220325_125133_279.jpg

তারপর বেটে রাখা পেয়াজ, পরিমাণ মত জিরা গুড়া ও ধনিয়া গুড়া কড়াই এ দিয়ে সব উপকরণ ভালো ভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG_20220325_125307_567.jpg

মসলা কষানো হয়ে গেলে কেটে রাখা কুমড়া গুলো কষানো মসলায় দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে নিয়েছি।

IMG_20220325_125426_786.jpgIMG_20220325_125448_823.jpg

কুমড়া তে তারপর পরিমাণ মত পানি দিয়েছি। এবং কড়াই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG_20220325_130551_210.jpgIMG_20220325_130608_470.jpg

কুমড়া সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা মাছ গুলো দিয়েছি। এরপর কড়াই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে ৫মিনিট জ্বাল করার পর চুলা বন্ধ করে দিয়েছি।

IMG_20220325_131411_967.jpg

এরপর চুলা থেকে নামিয়ে একটি বাটিতে মাছ পরিবেশন করেছি।
image.png

কেমন লাগলো আমার কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ এর রেসিপি অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। আবার আসবো অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।

রাধুনি ও চিত্রকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

আপনি খুব লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ।আপনি আপনার রান্না করতে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে। রান্নার প্রক্রিয়া প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর ছবি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক অনেক ভালো লেগেছে আপু আপনার কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি, অনেক সুন্দর করে সাজিয়ে পোস্টি উপস্থাপনা করেছেন, রেসিপিটাও অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর করে ধাপ গুলোর বর্ণনা দিয়েছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপু অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না খেতে তোমার কাছে খুবই ভালো। আমি অনেক পছন্দ করি তেলাপিয়া মাছ খেতে এবং কুমড়া খেতে। আপনার রেসিপি দেখে তো আমার খুব লোভ লেগে গেলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি এই রেসিপিটি উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😋😋

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

তেলাপিয়া মাছের রেসিপি অনেকদিন খাওয়া হয় না আজকে আপনার শেয়ার করা কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দেখে খাওয়ার প্রতি একটা লোক জন্মেছে। তাছাড়া আপনার রেসিপিটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আগে আমি কুমড়া একদমই খেতাম না। ইদানিং সবজির মধ্যে কুমড়া দিয়ে খাই। কুমড়া দিয়ে কখনো মাছ রান্না করে খাওয়া হয়নি। আপনার কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। তেলাপিয়া মাছ আমার কাছে ফ্রাই করে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে কুমড়া দিয়ে সুস্বাদু তেলাপিয়া মাছের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনি আজ তৈরি করেছেন কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

কুমড়ো দিয়ে যে কোন মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর হয়।তেলাপিয়া মাছ আমি খেতে খুবই পছন্দ করি।আপনার রান্না করা রেসিপির ছবিগুলো দেখে খেতে ইচ্ছে করছে।রান্না করার পদ্ধতি গুলো ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

কুমড়ো দিয়ে আপনি খুব সুন্দর ভাবে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ খেতে ভালই লাগে । আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপির পুরো প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন এবং নিখুঁত বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56