DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি প্রজাপতি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রকৃতির সবচেয়ে রঙিন পতঙ্গ হলো প্রজাপতি। ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির জুড়ি নেই প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে। নানা রঙে রাঙানো প্রজাপতির ডানা এদের মূল সৌন্দর্যের আধার।
পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার প্রজাতির প্রজাপতির সন্ধান মিলেছে। সাধারণত একটি প্রজাপতি ২০ থেকে ৪০ দিন পর্যন্ত জীবিত থাকে।অল্প কিছু প্রজাতির প্রজাপতির জীবনকাল প্রায় ১৮ মাস পর্যন্ত হয়।

IMG_20220729_213304_555-01.jpeg

বাজারে নানারকম আর্টিফিশিয়াল প্রজাপতি কিনতে পাওয়া যায় যা ঘরে সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। কিন্তু রঙিন কাগজ দিয়েও খুব সুন্দর ভাবে রংবেরঙের প্রজাপতি বানিয়ে ঘরের দেয়ালে টানিয়ে রাখলেও ঘরের সৌন্দর্য আর একাংশে বৃদ্ধি পায়।
এখন আমি রঙিন কাগজ দিয়ে অরিগামি প্রজাপতি বানানোর পদ্ধতি শেয়ার করবো।

প্রয়োজনীয় উপকরণ

image.png

PhotoEditor_2022729215820299.jpg

রঙিন কাগজ দিয়ে অরিগামি প্রজাপতি বানানো খুবই সহজ। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে অরিগামের প্রজাপতি বানিয়ে ফেলা যায়। আজকে অরিগামি প্রজাপতি বানানোর জন্য আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি তা হল-

১. রঙিন কাগজ
২. কাঁচি
৩. গ্লু গান
৪. পুথি ও
৫. আঠা

image.png
image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220729_205614_436.jpg

প্রজাপতি বানানোর জন্য প্রথমেই রঙিন কাগজগুলোকে গোল করে কেটে নিয়েছি সমান মাপে।

image.png

ধাপ-২

IMG_20220729_211126_544.jpg

গোল কাগজগুলোকে ভাঁজ করেছি চিত্রের মত করে।

image.png

ধাপ-৩

IMG_20220729_211409_835.jpgIMG_20220729_211913_645.jpg

এবার ভাঁজ করা কাগজ গুলোর মাঝ বরাবর একটি ভাজ দিয়েছি এবং দুই দিকের অংশটুকু আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220729_212706_903.jpg

এবার কাগজগুলো রং অনুযায়ী একটি অপরটির সাথে আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছি।

image.png

ধাপ-৫

IMG_20220729_211929_426.jpg

এবার চিকন করে তিনটি কাগজ কেটে নিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220729_212322_866.jpg

চিকন কাগজগুলো মাঝখানে একটি ভাঁজ করেছি এবং উপরের অংশগুলো একটি কাঠির সাহায্যে মুড়িয়ে নিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220729_213004_483.jpg

এবার এই কাগজগুলো প্রজাপতির বডির সাথে আটা দিয়ে সংযুক্ত করে দিয়েছি। আর এর ই মাধ্যমে রঙিন কাগজ দিয়ে অরিগামি প্রজাপতি বানানো সম্পন্ন হলো।

image.png

ধাপ-৮

IMG_20220729_213227_461.jpg

প্রজাপতির সৌন্দর্য বর্ধন করার জন্য মাঝখানে পুথি সংযুক্ত করে দিয়েছি।

image.png
image.png

IMG_20220729_213304_555.jpg

রঙিন কাগজ দিয়ে বানানো অরিগামি প্রজাপতিগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্টে। সে অব্দি সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

থাম্বনেইল্টা এমন ভাবে তৈরি করেছেন । প্রথমে আমি ভাবছিলাম এগুলো উড়ন্ত প্রজাপতির ফটোগ্রাফি । আপনার তৈরি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু । ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।
ভালো থাকবেন আপনি।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরীর প্রসেসগুলো প্রতি চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতিগুলো দেখতেও অনেক অনেক সুন্দর লাগছে। দারুন একটি সৃজনশীল মুলক পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার প্রজাপতি বানানো পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে শুনে খুশি হলাম।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্রজাপতির আরিগামী বানিয়েছেন। প্রজাপতি গুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। প্রজাপতির ভিতরে পুথি বসানোর জন্য বেশি আকর্ষণীয় লাগছে।আপনার উপস্থাপনা দারুন ছিল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। ভালো থাকবেন আপনি।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করার কারণে প্রজাপতিগুলো বেশ সুন্দর লাগছে, সেই সাথে পুতি ব্যবহার করার কারণে যেন আরো বেশী সুন্দর লাগছে, খুবই সুন্দর ছিল আজকের এই প্রজাপতিগুলো শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে একটি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো। রঙিন কাগজের কারুকাজ বেশ ভালই লাগে আমার কাছে। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সাধারণত একটি প্রজাপতি ২০ থেকে ৪০ দিন পর্যন্ত জীবিত থাকে।অল্প কিছু প্রজাতির প্রজাপতির জীবনকাল প্রায় ১৮ মাস পর্যন্ত হয়

সত্য কথা বলতে এই তথ্যটি আমার জানা ছিল না আপনার পোস্ট এর মাধ্যমে আমি জানতে পারলাম খুবই চমৎকার একটি তথ্য।

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগমি তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা প্রজাপতির অরিগমি তৈরি করতে হয়।

 2 years ago 

এই পদ্ধতিতে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানানো খুবই সহজ।
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ ! আপু আপনার রঙিন কাগজের প্রজাপতি তৈরি বেশ সুন্দর হয়েছে তো । তিন রকমের তিনটি প্রজাপতি দেখতে পেলাম । আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ভিন্ন রঙের তিনটি প্রজাপতি তৈরি করেছেন । আসলে কাগজের তৈরি জিনিস তৈরি করতে ভালই লাগে । ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমারও খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার বানানো প্রজাপতিগুলোর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর এবং কালারফুল তিনটি প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুত প্রণালীর শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

আপনার মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60932.34
ETH 3380.87
USDT 1.00
SBD 2.50