আমাদের বৃক্ষরোপন|||10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1647188344690.png

প্রকৃতি সবসময় ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তার পরিবেশকে রক্ষা করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। কিন্তু বর্তমান সময়ে বাসা বাড়ি তৈরি করার জন্য মানুষ অবাধে গাছপালা কেটে ফেলছে। যার ফলে আমরা নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছি।

আমাদের বেচে থাকার জন্য গাছের প্রয়োজন অতুলনীয়। গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন দেয়। গাছ তার শাখা প্রশাখা বিস্তৃত করে পৃথিবীকে শীতল করে রাখে । অনেক গাছ জীবন রক্ষাকারী বিভিন্ন ভেষজ ঔষধ বানানোর উপাদান সরবরাহ করে।

IMG-20220305-WA0043.jpg

আমরা বন্ধুরা মিলে গাছ লাগানোর পরিকল্পনা করি। আমরা ফলজ, বনজ ও ঔষধী মিলে মোট ৩০ টি বৃক্ষরোপণ করি। আমরা জুম্মাপাড়া প্রাইমারি স্কুল, রংপুর সরকারি সিটি কলেজ ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করি।

IMG-20220305-WA0016.jpg

https://w3w.co/lasts.started.clapper

আমরা সর্বপ্রথম জুম্মাপাড়া প্রাইমারি স্কুল এ বৃক্ষরোপণ করি। স্কুল মাঠ এর পাশ ঘেসে আমরা দশটি বৃক্ষ রোপণ করেছি। প্রাইমারি স্কুল এ বৃক্ষ রোপন করার উদ্দেশ্য হল ছোট ছোট বাচ্চারা যেন আমাদের বৃক্ষরোপণ দেখে উৎসাহিত হয়, তারা যেন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষের যে প্রয়োজনীয়তা রয়েছে তা উপলব্ধি করতে পারে এবং নিজেরা বৃক্ষ রোপন করতে উদ্বুদ্ধ হয়।

IMG-20220305-WA0030.jpg

IMG-20220305-WA0045.jpg

https://w3w.co/invoices.because.hunk

এরপরে আমরা বৃক্ষরোপন করতে যাই রংপুর সরকারি সিটি কলেজ এ। রংপুর সরকারি সিটি কলেজ মাঠেও আমরা দশটি বৃক্ষরোপণ করি। রংপুর সরকারি সিটি কলেজ আগে থেকেই গাছপালায় ভরপুর ছিলো। নতুন গাছ গুলো কলেজ এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিল কলেজকে আরো সবুজের সমৃদ্ধ করে দিল।

IMG-20220305-WA0007.jpg

IMG-20220305-WA0023.jpg

https://w3w.co/armrest.gong.sheep

তারপর সর্বশেষ দশটি গাছ লাগাতে আমরা যাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর মাঠ এ। পলিটেকনিক ইনস্টিটিউট এর মাঠ টি অনেক বড়। মাঠ এর পাশ ঘেষে এক সারিতে আমরা দশটি গাছ রোপন করেছি। আমরা যখন গাছ এর চারা গুলো রোপণ করছিলাম তখন অনেক ছোট ছোট ছেলে মাঠ এ খেলছিলো। আমাদের বৃক্ষরোপণ দেখে তারা আমাদের কাছে ছুটে এসেছিলো এবং আমাদের বৃক্ষরোপন করা দেখছিলো। তারা আমাদের এটাও বলেছে যে, তারাও তাদের বাড়িতে একটি করে গাছ এর চারা লাগাবে। তাদের মুখে এই কথা শুনে আমাদের নিজেদের বৃক্ষরোপন করার উদ্যোগ সার্থক মনে হলো।

গাছের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক জড়িত। গাছহীন বিশ্বে আমরা কখনই বেচে থাকতে পারবোনা। আমাদের নিজেদের জীবন ও জীবিকার জন্যই আমাদের বৃক্ষরোপন ও বৃক্ষের সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার লেখাটি পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

চিত্রধারনকৃত ডিভাইসTecno
ডিভাইস মডেলspark 5 pro
লোকেশনরংপুর

Sort:  
 2 years ago 

বর্তমানে জে হারে পরিবেশের বিপর্যয় ঘটসে জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য।তবে এখন থেকেই আদের সচেতন হবে এবং বৃক্ষরোপণ এর প্রতি একটা ঝক সৃষ্টি করতে হবে।আর আপনার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।এভাবেই এগিয়ে চলুন আপনারা বন্ধুরা মিলে।

 2 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

আপনার বৃক্ষ রোপন আমার খুবই ভালো লেগেছে। আমিও বৃক্ষ রোপন করতে অনেক ভালোবাসি। আমরা নিজেদের স্বার্থের জন্য বনাঞ্চল ধ্বংস করে ফেলতেছি। যেটা সামনের দিনগুলোর জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে। এভাবে যদি সবাই অল্প অল্প করে বৃক্ষরোপণ করে তাহলে পরিবেশের জন্য অনেক ভালো।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

আপনাদের বৃক্ষরোপণ করা হয়েছে যেটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বৃক্ষ রোপন একটি মহৎ কাজ। বৃক্ষরোপণ করতে আমার অনেক ভালো লাগে কেননা লাগা লেখা আসবে দেশ। এবং বৃক্ষরোপণ কর্মসূচির কারণে আমাদের পরিবেশের উপর অনেক ভালো প্রভাব পড়ে। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি কর্মসূচি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল অনেক অনেক।

 2 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমার প্রতি বছর বৃক্ষ রোপণ করি। আমরা প্রতিনিয়ত যেভাবে গাছপালা কেটে বনাঞ্চল নষ্ট করছি তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এভাবেই নতুন নতুন বৃক্ষ রোপনের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখা সম্ভব। ধন্যবাদ তোমাকে বৃক্ষরোপণ এর মত অতি গুরুত্বপূর্ণ একটি কাজ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনারা সর্বমোট 30 টি বৃক্ষরোপণ করলেন এটা সত্যি অনেক চমৎকার একটা বিষয়। আমাদের বেঁচে থাকতে হলে সবার অক্সিজেন প্রয়োজন যা আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি । আপনি বৃক্ষ রোপন করার মাধ্যমে পৃথিবীর সবাইকে একপর্যায়ে সাহায্য করলেন ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54134.64
ETH 2467.37
USDT 1.00
SBD 2.16