পরন্ত বিকেল এ ছাদ বাগান এর কিছু ফটোগ্রাফি | ১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1649169962310.png

গত তিনদিন থেকে বাসার বাইরে একদমই যাইনি। ভালোই রেস্ট নিলাম। কিন্তু আজ বিকেল বেলা একটু খারাপ লাগছিলো। বাইরে যেতে ইচ্ছে করছিলো কিন্তু রোজা রেখে আবার ইচ্ছেও করছিলো না। পুরোই দোটানায় ছিলাম। পরে ভাবলাম একটি ছাদ থেকে ঘুরে আসি। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না। ছাদে গিয়ে বেশ ভালোই লাগলো। ফুল ফল দিয়ে ভরপুর আমার ছাদ বাগান। শখের বশে কিছু চিত্র ক্যামেরাবন্দি করে নিলাম।
আমার ছাদ বাগান এর কিছু চিত্র আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।

B612_20220405_204211_323.jpg

টমেটো গাছ এ অনেক টমেটো ধরেছে। এই টমেটো দুটো একসাথে দেখে ভালো লাগলো। মনে হচ্ছে দুই বন্ধু। বন্ধুত্ব আসলে এমনই হতে হয়।

B612_20220405_204104_761.jpg

এই ফুলটির নাম অ্যামেরিলিস লিলি। বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে। গরম কাল এর ফুল কিনা। লাল টকটকে রঙের ফুল দারুণ লাগে দেখতে।

IMG_20220402_182729_169.jpg

IMG_20220402_182721_324.jpg

IMG_20220402_182428_330.jpg

আমাদের ছাদ এ ছোট ছোট আম গাছ আছে বেশ কয়েকটি। ছোট ছোট গাছগুলোই কি সুন্দর আম ধরেছে। আম আমার পছন্দের ফল সে হিসেবে আবার এগুলো আম অনেক কম। কিনে খেতেই হবে।

IMG_20220402_182517_366.jpg

মরিচ ফুল। ছোট ছোট ফুল গুলো অনেক সুন্দর লাগে
মরিচ গাছ এ মরচ আসেনি এখনো।

B612_20220405_204027_672.jpg

সাদা ফুল এর প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। এই সাদা জবাটিকে কি শুভ্র লাগছে।

B612_20220405_204448_424.jpg

এই গাছ গুলো একটি বড় টব এ উঠেছে। নাম আমার জানা নেই। সবুজ রঙের গাছ গুলো ভালোই লাগছিলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম।যদিও এজ গাছ গুলোকে কাল উঠানো হবে।

IMG_20220402_182705_209.jpg

পুদিনার গাছ। পুদিনা ফুল গুলোকে রান্নার মসলা হিসেবে ব্যাবহার করা ধনিয়ার মত লাগে।

B612_20220405_204352_353.jpg

ছাদ থেকে নামার আগে আকাশ এর একটা ছবি নিয়ে নিলাম। আকাশ টাকে সুন্দর না লাগলেও গাছপালা গুলো বেশ লাগছে লেখতে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ফটোগ্রাফি গুলো আমাদের কাছে কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

চিত্রধারনকৃত ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনw3w
Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু রোজা রেখে বাহিরে যেতে একদম ভালো লাগে না।আর ছাদে এতো সুন্দর একটি বাগান থাকলে তো আর বাহিরে যাওয়া প্রয়োজন পরে না।আপনার সব গুলো ফটোগ্রাফি অসম্ভব দারুণ হয়েছে আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অ্যামেরিলিস লিলি ফুলের ফটোগ্রাফিটা। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো

 3 years ago 
 3 years ago 

ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু মনি। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো

 3 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে পরন্ত বিকেলে ছাদ বাগান এর ফটোগ্রাফি করেছেন।খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের আলোকচিত্রটি আমার কাছে খুব বেশি দুর্দান্ত মনে হচ্ছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপু আপনার ছাদের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো মনে হচ্ছে ছাদ কৃষি একটা।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

ওয়াও আপু খুব সুন্দর সুন্দর ফুল ফল রয়েছে আপনার বাগানে।আম দেখি এখন অনেক ছোট আপু ।আমাদের গাছের আম বড় হয়ে গেছে।টমেটো খেতে আমার কাছে বেশ লাগে।পুদিনা পাতা তো আমার প্রিয়।পুদিনা পাতার ভর্তা😋😋।ইফতারির সাথে পুদিনা😋😋। আপনার বাগানের ফুল গুল অনেক সুন্দর সুন্দর।আপনাকে ধন্যবাদ আপু পারলে বাগান টি আমাকে দিয়ে দিয়েন।😜

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার নিজের হাতে তোলা ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব ভালো লাগলো আমার আর তাই আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

জাস্ট অসাধারণ পড়ন্ত বিকেলে আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে ফটোগুলো ক্যাপচার করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

পড়ন্ত বিকেলের ছাদ বাগানের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দের। যখনই সময় পাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে যে অনেক ভাল ফটোগ্রাফি করতে পারেন আপনি। আম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 3 years ago 

শহরাঞ্চলে বড় বড় দালান কোঠার ভিড়ে সবুজ প্রকৃতি খুঁজে পাওয়া যায় না। তাই এখন প্রত্যেকেরই বিল্ডিং এর ছাদে বাগান করার দৃশ্যটি চোখে পড়ে। অনুরূপভাবে তোমার ছাদ বাগানের দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে লাল রঙের লিলি ফুলটি আমার কাছে অসাধারণ লেগেছে। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 115981.86
ETH 4657.54
SBD 0.86