গুড়া দুধ দিয়ে বানানো রসমালাই এর রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বোধহয় খুব কম। অনেকেই আছেন যারা নাস্তা হোক বা দুপুরের খাবার, শেষ পাতে এক টুকরো মিষ্টি না খেলে যেন মন ভরে না। তাই সামান্য হলেও শেষ পাতে অন্তত একটি মিষ্টি খাওয়া অভ্যাস অনেকেরই আছে।ঠাকুমা-দিদিমাদের মুখে প্রায়ই শোনা যায়, শেষ পাতে এক টুকরো মিষ্টি খাওয়া ভালো, মিষ্টি খাবার হজমে সাহায্য করে। আর ঠিক সেই কারণেই যে কোনও অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে ব্যবস্থা থাকে মিষ্টি-মুখের।শেষ পাতে সামান্য পরিমানে মিষ্টি খাবার পরিপাক ক্রিয়া সুষ্ঠভাবে চালাতে সাহায্য করে।

1643988328564.png

আজ আপনাদের সাথে শেয়ার করবো গুড়া দুধ দিয়ে বানানো রসমালাই এর রেসিপি। তাহলে চলুন শুরু করে দেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

image.png

1643988472906.png

★গুড়া দুধ
★ডিম
★ঘি
★তরল দুধ
★চিনি
★সাদা এলাচ

image.png

রন্ধন প্রণালী

image.png

IMG_20220204_195047_075.jpg

প্রথমে একটি পাত্রতে গুড়া দুধ নিতে হবে। তারপর সেখানে সামান্য পরিমাণ ঘি ও ডিম ফেটিয়ে নিয়ে সামান্য ফাটানো ডিম দিতে হবে। তারপর তিনটি উপকরণ একসাথে মাখতে হবে।

IMG_20220204_195540_587.jpg

তিনটি উপকরণ একসাথে ভালো ভাবে মেখে একটি ডো বানাতে হবে।

IMG_20220204_200217_385.jpg

তারপর ছোট ছোট করে গোল গোল বানিয়েছি চিত্রের মত করে।

IMG_20220204_200638_540.jpg

এরপর চুলায় কড়াই বসিয়েছি। তারপর কড়াই এ তরল দুধ ও সাদা এলাচ দিয়ে জ্বাল করেছি। কিছুক্ষণ পর প্রয়োজন মত চিনি যুক্ত করেছি এবং আরো কিছুক্ষণ জ্বাল করেছি।

IMG_20220204_200954_490.jpg

দুধ একটু ঘন হয়ে আসলে গোল গোল করে বানিয়ে রাখা ডো গুলো দুধ এ দিয়েছি এবং জ্বাল দিয়েছি।

IMG_20220204_201113_480.jpg

এসময় কড়াই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং ঢাকনার ফুটোটি একটি কাগজ এর সাহায্যে বন্ধ করে রেখেছি। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি যাতে করে দুধ পুড়ে না যায়।

IMG_20220204_202258_654.jpg

৮/৯ মিনিট জ্বাল দেয়ার পর গোল গোল গুলো ফুলে উঠবে এবং দুধ ও ঘন হয়ে আসবে। তখনি চুলা থেকে নামিয়ে নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে আসলে রসমালাই পরিবেশন এর জন্য প্রস্তুত।
image.png

আমার বানানো গুড়া দুধ দিয়ে বানানো রসমালাই এর রেসিপি টি আপনাদের কেমন লাগলো জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।
ধন্যবাদ।

রাধুনি ও চিত্রকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
Sort:  
 3 years ago 

রসমালাই নামটি শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে। দুধের এক অন্যতম রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে রেসিপি টা কতটা সুস্বাদু এবং লোভনীয়। সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

গুড়া দুধ দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে রসমালাই তৈরির রেসিপি আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার তৈরি এই রসমালাই এর রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে রসমালাই তৈরির রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন। এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে গুড়া দুধ দিয়ে বানানো রসমালাই এর রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমাকে আপনার রেসিপিটি অনেক ভালো লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন সত্যি অসাধারণ হয়েছে আপু। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
আপনার ভাবির জন্য এই পোস্ট খুব উপকারে আসবে। কারন আমি মিষ্টি খাই না বললেই চলে। শুধুমাত্র রসমালাই আমার খুব পছন্দের একটি খাবার ও যদি এটি সম্পূর্ণভাবে পারে তাহলে আমাকে হয়তোবা অনেক খাওয়াবে তাই আপনার পোস্ট আমি শেয়ার করে দিলাম।
 3 years ago 

শুভ কামনা রইলো ভাবীর জন্য।

 3 years ago 

রসমালাই পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে 😊। সত্যি দারুন একটা রেসিপি শেয়ার করেছেন। আমিও বাড়ীতে মাঝে মাঝে বানাই। আপনার কাছ থেকেও ছোট ছোট কিছু জিনিস জানলাম এবং শিখলাম। খুব ভালো লাগলো পুরো ব্যাপারটা।

 3 years ago 

ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপু কি রসমালাই তৈরি করেছেন আমারতো দেখেই জিভে জল চলে আসলো। ঠিকই বলেছেন খাওয়ার পর একটু মিষ্টি হলে ভালই হয়। আর আপনার এখান থেকে মিষ্টি নিয়ে আমার একটা খেতে ইচ্ছা করছে। একেবারে পারফেক্ট রসমালাই তৈরি করেছেন গুড়া দুধ দিয়ে। শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67706.36
ETH 2616.68
USDT 1.00
SBD 2.72