ফটোগ্রাফি|| ফুল ও প্রকৃতি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220624_210802_796.jpg

বর্ষার আকাশ রহস্যঘেরা। কখনও পুরো আকাশ ঘন মেঘে ছেঁয়ে যায়। কখনো আকাশ খুব উজ্জ্বল, পরিষ্কার এবং হালকা নীল রঙে দেখা যায়। পুরো পরিবেশ সুন্দর ও আকর্ষণীয় দেখায়।

বর্ষাকাল মানে বাহারি রঙের সুগন্ধি ফুলের সমাহার। বর্ষা যেন আমাদের প্রকৃতিকে আপন মনে বিলিয়ে দেয় এবং এর সৌন্দর্য। আমাদের করে তোলে বিমোহিত।

কিছুদিনের টানা ঝুম বৃষ্টি থেমেছে দুদিন হল। বৃষ্টি না থাকলেও এই দুদিন আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন ছিলো। তবে আজ উঠেছে প্রচন্ড রোদ। আকাশ ছিল পরিষ্কার ও নীল রঙে আচ্ছন্ন।

আজকের সুন্দর আকাশের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছি আমি। বাসার ছাদে অনেক ফুল ফুটেছে। বেশ কিছুদিন ধরে ভাবছি ফুলগুলো ক্যামেরাবন্দি করবো। কিন্তু সময়ের অভাবে করা হচ্ছিল না। আজ আকাশের ফটোগ্রাফি করার সাথে সাথে ফুলগুলোর ফটোগ্রাফি করেছি।
সুন্দর আকাশ ও মনমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ভাল লাগবে আপনাদের।

image.png

ফটোগ্রাফি -১

B612_20220624_211103_653.jpg

B612_20220624_211027_587.jpg

আজকের আকাশটা এরকমই পরিষ্কার ছিলো। নীল আকাশের ওপর গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের আনাগোনা। কী অপরূপ রূপের ছটা।মন কেড়ে নেয় এরকম অপরূপ দৃশ্য।

image.png

ফটোগ্রাফি -২

B612_20220624_210530_613.jpg

এই ফুলটির নাম সিঙ্গাপুর ডেইজি বা বুনো ডেইজি। ছোট ছোট হলুদ রঙের এই ফুল পুরো ছাদ বাগান কে আকর্ষণীয় করে তুলেছে। বুনো ডেইজি সাধারণত আগাছা জাতের একটা উদ্ভিদ। বুনো ডেইজি ফুল শোভাবর্ধক হলেও এটি একটি ক্ষতিকারক আগাছা। তবুও আয়ুর্বেদ চিকিৎসা তে এর ব্যাপক ভূমিকা রয়েছে।

image.png

ফটোগ্রাফি -৩

B612_20220624_210721_303.jpg

B612_20220624_210340_768.jpg

সকলের পরিচিত নয়নতারা ফুল। টবে বা বাড়ির কোণে খুব সহজেই নয়ন তারা ফুল এর গাছ বেড়ে ওঠে। এই ফুলের গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। নয়নতারা গাছটি আসলে একটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদে এর গুণাবলী দিয়ে ভরপুর এই গাছ।

image.png

ফটোগ্রাফি -৪

B612_20220624_210606_183.jpg

আজ যে শুধু আকাশ ই নীল তা নয়। মাটিতেও নীল আছে। বাগানে যে নীলকন্ঠ ফুল ফুটেছে। নীলকন্ঠ বা অপরাজিতা ফুল চেনেন না এমন মানুষ বোধহয় খুব কম আছে। নীল রঙের এই ফুলটি তার সৌন্দর্য দিয়ে যেকোনো মানুষকে মোহিত করার ক্ষমতা রাখে। সবুজ লতাপাতা দিয়ে গাছ ভরপুর তার ফাঁকে ফাঁকে নীল রংয়ের এই আকর্ষণীয় ফুল। নীল অপরাজিতা দিয়ে চমৎকার চা তৈরি করা যায়। যদিও এই চা আমি কখনো খাইনি। তবে নীল অপরাজিতার চা দেখতে কিন্তু দারুণ হয়। নীল অপরাজিতা নানারকম ভেষজ গুন আছে।

image.png

ফটোগ্রাফি -৫

B612_20220624_210452_771.jpg

B612_20220624_210417_002.jpg

সূর্যের তেজ যখন কমে যায় , রাত এর আধার উঁকি দেয় প্রকৃতিতে ঠিক তখনই সন্ধ্যামালতী ফুল ছড়িয়ে দেয় তার রূপ। গারো গোলাপি রঙের ফুল সন্ধ্যার বাতাসে ছড়িয়ে দেয় হালকা মিষ্টি সুগন্ধ। এই ফুল বেশ আদুরে। রোদের তাপ সহ্য করতে পারে না আবার স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে পারে না। সন্ধ্যা মালতী ফুল এর গাছ মাটি দূষণ রোধ করে। তাই বাগানের জন্য এই ফুল এর গাছ খুবই উপকারী।

image.png

ফটোগ্রাফি -৬

B612_20220624_210304_456.jpg

দিনের সবচেয়ে সুন্দর সময় গোধূলি লগ্ন। সূর্য যাই যাই ভাব। সারাদিনের কর্ম ব্যস্ত জীবনের বিকেলবেলা মানুষ ক্লান্ত হয়ে যায়। গোধূলি সন্ধ্যার এই প্রকৃতি যেন ক্লান্ত মন কেউ প্রফুল্ল করে তোলে।

image.png

ফটোগ্রাফি -৭

B612_20220624_210951_575.jpg

সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরেও রয়েছে তার আভাস। অস্তমিত সূর্যের লাল আভা এখনো আকাশ জুড়ে ছড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে এই লাল আভা ও আর থাকবেনা রাতের অন্ধকারে প্রকৃতি কালো রঙ ধারণ করবে।

image.png

চেষ্টা করেছি সুন্দর কিছু স্থিরচিত্র আপনাদের উপহার দেয়ার। আমার ধারণকৃত চিত্র গুলো আপনাদের কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।

image.png

চিত্রধারণকৃত ডিভাইস‍ Tecno spark 5 pro
লোকেশনরংপুর
w3wlink
Sort:  
 2 years ago 

প্রকৃতি ও ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হলাম প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপু এই ফুলগুলো দেখেছি বহুবার তবে নাম জানতাম না। আজকে বেশ কয়েকটা পরিচিত ফুলের নামের সাথে পরিচয় হলো আপনার পোস্টের মাধ্যমে।
ফুলগুলোর ছবির সাথে এই ঘনঘোর বর্ষার যে বিবরণ দিলেন সত্যি অসাধারণ।
ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু কালকে আকাশটা অনেক রোদ্রজ্জল ছিল। আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ফুলের। নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। এবং নীলকন্ঠ ফুলটি আসলে আকাশের নীল এর মত নীল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল আপু।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হলাম। আপনি যেমন ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন তেমনি প্রকৃতির খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফিতে একটু বেশি ভালো লেগেছে আমার। আর তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল আপু।
ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য শুভকামনা জানাই।

 2 years ago 

ফুল ও প্রকৃতির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো এবং ডেইজি ফুলের ফটোগ্রাফিটি আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

ফুল ও প্রকৃতির অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনি আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে কারণ প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই শেখায়। আর ফুল সেতো সৌন্দর্যের প্রতীক।দুটোর সংমিশ্রণ অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আকাশের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আকাশের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়া অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। অপরাজিতা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। অপরাজিতা ফুলের ফটোগ্রাফি দারুন করেছেন। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59