DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ এর অরিগামি ||| শপিং ব্যাগ ||| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1647275587144.png

শপিং ব্যাগ আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। কাউকে উপহার জন্য সময় আমরা সাধারণত আমরা বিচিত্র ধরনের শপিং ব্যাগ ব্যবহার করি। আজ আমি রঙিন কাগজ ব্যবহার করে একটি উপহার দেয়ার ব্যাগ তৈরি করে দেখাবো।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220314_212102_724.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. কলম

প্রস্তুত প্রণালী

image.png

IMG_20220314_212431_460.jpg

একটি রঙিন কাগজ স্কয়ার করে কেটে নিয়েছি। কাগজ টির চার পাশ এ ১৮ সে.মি. করে আছে।

IMG_20220314_212623_690.jpgIMG_20220314_212526_240.jpg

তারপর কাগজ টি কোনাকোনি ভাবে এক ভাজ করেছি। এরপর সেই ভাজটি খুলে অপর দিক এ একই ভাবে ভাজ করেছি।

IMG_20220314_212722_882.jpg

তারপর ভাজটি খুলে দিয়েছি এবং দুই পাশ থেকে কাগজ আবার ভাজ করেছি চিত্রের মত করে।

IMG_20220314_212804_261.jpg

এরপর আগের ভাজটি আবার খুলে দিয়েছি এবং দুই পাশ আবার চিত্রের মত করে ভাজ করেছি।

IMG_20220314_212932_963.jpgIMG_20220314_212845_420.jpg

তারপর কাগজ টি একপাশ থেকে ভাজ করেছি চিত্রের মত করে । এরপর একপাশ এর ভাজ খুলে দিয়ে অন্য পাশে একই ভাবে ভাজ করেছি।

IMG_20220314_213140_551.jpg

তারপর সবগুলো ভাজ খুলে দিয়ে কাগজ টি মাঝখানে আবার ভাজ করেছি আর তারপর নিচের দিক সামান্য ভাজ করেছি।

IMG_20220314_213234_661.jpg

তারপর দুইপাশ থেকে কাগজ ভাজ করে এনেছি মাঝ থেকে দুই নাম্বার ভাজ এর দাগ পর্যন্ত।

IMG_20220314_213356_003.jpg

আবারও সবগুলো ভাজ খুলে দিয়েছি। তারপর চিত্রের মত করে দুই পাশ থেকে কাগজ ভাজ করেছি মাঝ থেকে দুই নাম্বার ভাজ এর দাগ পর্যন্ত।

IMG_20220314_213528_299.jpg

কাগজ টি আবারও ভাজ করেছি চিত্রের ন্যায়।

IMG_20220314_213804_800.jpgIMG_20220314_214033_931.jpg

কাগজ এর নিচে যে ভাজ এর দাগ দেখা যাচ্ছিলো সেই ভাজ থেকে কাগজ টি আবার উলটো দিকে ভাজ করেছি। দুই পাশ এই ভাজ করেছি।

IMG_20220314_214122_064.jpg

এরপর চিত্রের মত করে দুইপাশ এ ভাজ করেছি।

IMG_20220314_214243_191.jpg

মাঝখানের ভাজটি খুলে দেয়ার পর এরকম কাগজ পেয়েছি।

IMG_20220314_214312_237.jpg

কাগজ টি একপাশে আবার একটি ভাজ করেছি।

IMG_20220314_214755_759.jpgIMG_20220314_214841_320.jpg

কাগজ টি চিত্রের ন্যায় ভাজ করেছি, কোন এর মত অংশ টি ভেতরে বসিয়েছি।

IMG_20220314_215250_159.jpg

অপর দিক এর অংশ টি ভাজ করে ভেতরে বসিয়ে দেয়ার পর ব্যাগ পেয়েছি।

IMG_20220314_220039_213.jpgIMG_20220314_215524_239.jpg

এবার ব্যাগ এর হ্যান্ডেল বানানোর জন্য কাগজ চিকন করে কেটে নিয়েছি। কাগজ গুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি ভেতরের অংশে।

IMG_20220314_220642_263.jpg

ব্যাগটিকে আকর্ষণীয় করার জন্য একটু কার্টুন এঁকে দেবো। সেজন্য একপাশে কলমের সাহায্যে কার্টুন এর দাগ দিয়ে দিয়েছি।

IMG_20220314_221451_077.jpg

সেই মাপ অনুযায়ী কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এর মাধ্যমেই কাগজ দিয়ে একটি শপিং ব্যাগ তৈরি হয়ে গেলো।

আমার বানানো রঙিন কাগজ এর শপিং ব্যাগ টি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য। ধন্যবাদ সবাইকে।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি শপিং ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের শপিং ব্যাগ টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক ইউনিক ধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের শপিং ব্যাগ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago (edited)

ওয়াও আপু দারুন হয়েছে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি শপিং ব্যাগ তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে ‌‌।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ এর অরিগামি শপিং ব্যাগ অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপু। দেখতে রিয়েল ব্যাগের মতো লাগতেছে। আমার কাছে একান্ত অনেক বেশি ভালো লেগেছে আপনার সৃজনশীলতা। এবং প্রত্যেকটি স্টেপ আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগের সুন্দর একটি অরিগামি প্রস্তুত করেছেন কালার টা দারুণ ভাবে ফুটেছে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের অরিগ্যামি। আসলে এটা বেশ ভালো ছিল। আপনি দারুণ দক্ষতায় টি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার কাজ বরাবরই বেশ ভাল লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি শপিং ব্যাগ তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি করার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শপিং ব্যাগ তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি অরিগামি তৈরি করেছেন। আপনার এই ব্যাগ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে আমার অনেক ভালো লাগে। আপনার অরিগামির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু নতুন এবং ইউনিক একটা পোস্ট দেখলাম আজকে। খুব সুন্দর একটা রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু করা যায় এবং আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগমি দেখতে খুব চমৎকার হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে। শপিং বেগের সামনের অংশের কাজটুকু এর সৌন্দর্য অনেক গুনে বাড়িয়ে দিয়েছে। শপিং ব্যাগের অরিগামি বানানোর প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছ। ধন্যবাদ শপিং ব্যাগের অরিগামি টি শেয়ার করার জন্য। শুভকামনা রইলো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো তোমার জন্য।

 3 years ago 

বাহ আপু দারুন একটি ব্যাগ আপনি তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে ।আমিতো প্রথমে দেখে মনে করেছিলাম আপনি বুঝি ছোট্ট একটি ব্যাগ বানিয়েছেন পরে দেখলাম যে আপনি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ভালোই লাগে অনেক বেশি কিউট লাগে। প্রতিটি ধাপে ধাপে আপনি খুব সুন্দর করে বানিয়ে দেখিয়েছেন ভালো লাগলো অনেক।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62834.21
ETH 2464.40
USDT 1.00
SBD 2.64