DIY- এসো নিজে করি || রঙিন কাগজ এর ফুলদানি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমাদের ঘরকে সাজিয়ে তুলতে ফুলদানি দারুন ভুমিকা রাখে। রঙিন কাগজ এর রংবেরঙের ফুলদানি ঘরকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।

1645291116088.png

আজ রঙিন কাগজ দিয়ে বানানো একটি ফুলদানি বানানোর প্রক্রিয়া নিয়ে এসেছি আপনাদের সামনে। রঙিন কাগজ এর ফুলদানি খুব সহযেই বানানো যায় ও আমাদের ঘরকে সাজিয়ে তোলে। তাহলে শুরু করে দেয়া যাক ফুলদানি টি বানানোর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220219_211458_837.jpg

১.রঙিন কাগজ
২.আঠা
৩.কাটুন
৪.কাচি

প্রস্তুত প্রনালী

IMG_20220219_211823_368.jpgIMG_20220219_212739_772.jpg

প্রথমে একটি কাটুন গোল করে কেটে নিয়েছি। তারপর সেই মাপ অনুযায়ী রঙিন কাগজ কেটে গোল কাটুন টির ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220219_212420_193.jpg

এবার একটি রঙিন কাগজ কেটে নিয়েছি এবং কাগজটির দুই পাশ আঠা দিয়ে সংযুক্ত করে গোল করে নিয়েছি কাটুনটির মাপ অনুযায়ী।

IMG_20220219_213005_314.jpgIMG_20220219_212940_127.jpg

এরপর গোল করা রঙিন কাগজটি কাটুনটির ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

IMG_20220219_211211_295.jpg

কিছু বেগুনি রঙের কাগজ চারকোনা করে কেটে নিয়েছি। কাগজ গুলোর চার দিকেই ১০ সে.মি. করে আছে।

IMG_20220219_213049_433.jpg

তারপর কিছু সাদা ও হলুদ রঙের কাগজ চিকন করে কেটে নিয়েছি চিত্রের ন্যায়।

IMG_20220219_213608_781.jpgIMG_20220219_213559_684.jpg

চিকন কাগজ গুলো চারকোনা করে কেটে নেয়া বেগুনি রঙের কাগজ এর চারপাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। একদিকে হলুদ ও অপরপাশে সাদা কাগজ লাগিয়েছি।

IMG_20220219_215612_981.jpgIMG_20220219_215729_233.jpg

তারপর কাগজ গুলোর কোনাকোনি দুইমাথা আঠা দিয়ে সংযুক্ত করেছি এবং তারপর এই কাগজ গুলো গোল করে রাখা ফুলদানির কাঠামোতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220219_223433_590.jpg

রঙিন কাগজ দিয়ে কিছু ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি ফুলদানির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

IMG_20220219_223825_809.jpg

ছোট ছোট ফুল গুলো চিত্রের মত করে ফুলদানিতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220219_224014_356.jpg

এর মাধ্যমেই রঙিন কাগজ দিয়ে ফুলদানিটি বানানো সম্পন্ন হলো।

আমার বানানো রঙিন কাগজ এর ফুলদানিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

আপু আপনার রঙিন কাগজের তৈরি ফুলদানিটি খুবই চমৎকার লাগছে। অনেক বেশি কালারফুল হয়েছে ফুলদানিটি। কাগজ দিয়ে সুন্দর করে ফুল কেটে কেটে ফুলদানি বানিয়েছেন প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ভালো লাগলো আপু ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

আপু রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন। আপনার ফুলদানি আমার খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ফুলদানি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ এর ফুলদানি তৈরি করেছেন দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। যেটা আপনি করলেন রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করলেন যেটা সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে বিভিন্ন কালারের কাগজ ব্যবহার খুবই ভালো ছিল। আপনার উপস্থাপন ও বর্ণনার দারুণ চমৎকার শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে ফুলদানির কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

একটার পর একটা শুধু রঙিন কাগজের ডিজাইন দেখতেছি। নিত্য নতুন সামগ্রী আপনার বানিয়ে আমাদের সাথে শেয়ার করতেছেন খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে আপনার জন্য সব সময় ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে ফুলদানিটি বানিয়েছেন।কাগজের ফুলগুলোও অনেক চমৎকার ছিলো।বেগুনি রঙের কাগজের উপরে হলুদ কালার কাগজ লাগাতে খুব ভালো লাগছে। কালারগুলোও ভালো ছিলো।উপস্থাপনা বেশ ভালো ছিল ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

অসাধারণ একটি ফুলদানি তৈরি করলেন। দেখতে তো খুবই অসাধারণ দেখাচ্ছে আপনার এই ফুলদানিটা। আমার কাছে তো অনেক রঙিন কাগজ দিয়ে তৈরি করা তা খুবই অসাধারণ লাগলো দেখে। দেখতে একেবারে চমৎকার এবং উজ্জ্বল দেখাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপস্থাপনা করলেন। আমার কাছে একেবারে অসাধারণ লাগলো আপনাদের ফুলদানি টা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ডাই পোস্টগুলো দেখতে যতটা সুন্দর লাগে তৈরি করা ঠিক ততটাই কঠিন। আপনার ফুলদানিটি দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় এবং পরিশ্রম গিয়েছে আপনার কিন্তু সবশেষে ভালো কিছু করতে পেরেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলদানিতে ফুল রাখার কারণে ফুলদানি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া রঙিন কাগজের সিলেকশন সুন্দর হয়েছে আপনার। যার কারণে ফুলদানি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলদানি তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43