শীতকালীন সবজির রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও ভালো আছি।

শীতকাল মানেই হরেক রকম সবজি। পুরো শীতকালে সবজির বাজার নানা রকম সবজিতে থাকে ঠাসা।
এসব সবজি দেহের পুষ্টি জোগাতে সাহায্য করে।

B612_20220106_181257_488.jpg

আজ আপনাদের সাথে একটি সবজির রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।

IMG_20220106_134933_293.jpg

IMG_20220106_131640_187.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ফুলকপি

• বাধাকপি

• শিম

• টমেটো

• গাজর

• বেগুন

• আলু

• ধনেপাতা

• পেয়াজ

• কাচামরিচ

• রসুন

• সয়াবিন তেল

• লবন

• হলুদ গুড়া

• ধনিয়া গুড়া

• জিরা গুড়া

• পাচফোড়ন

প্রস্তুত প্রনালী

IMG_20220106_135832_411.jpg

প্রথমে সবগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে।

IMG_20220106_135909_806.jpg

তারপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে প্যান এ পরিমাণ মত সয়াবিন তেল দিতে হবে।

IMG_20220106_135951_852.jpg

তেল একটু গরম হয়ে আসলে গরম তেল এ পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

IMG_20220106_140026_197.jpg

এবার পাচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পাচফোড়ন বেশিক্ষণ ভাজা যাবে না। বেশী ভাজলে তরকারি তিতা হয়ে যাবে।

IMG_20220106_140233_199.jpg

এরপর একে একে জিরা গুড়া, ধনিয়া গুড়া, রসুন ও হলুদ গুড়া দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

IMG_20220106_140337_490.jpg

এখন কেটে রাখা সবজিগুলো ঢেলে দিতে হবে ফ্রাইপ্যান এ।

IMG_20220106_140406_453.jpg

IMG_20220106_140828_879.jpg

এবার সবজিতে পরিমাণ মত লবন দিয়ে মসলার সাথে সবজি ভালো ভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।

IMG_20220106_141212_265.jpg

এবার ফ্রাইপ্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে যাতে মসলা ভালো ভাবে মিশে যায়।

IMG_20220106_142539_633.jpg

সবজি হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে সব সবজির সাথে মিশিয়ে নিয়ে ১ মিনিট এর এর মত ঢাকনা দিয়ে ঢেকে রাখে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

B612_20220106_182212_124.jpg

এখন সবজি পরিবেশন এর জন্য প্রস্তুত।

ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।

Sort:  
 3 years ago 

সবজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। শীতকালীন সবজি গুলো খেতে খুবই সুস্বাদু হয়। আপনার সবজি রান্নাটা খুবই লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতকালে সবজি বেশি পাওয়া যায় এবং স্বাদ টাও অনেক ভালো। আপনি আপনার রেসিপিথে শীতকালীন প্রায় সব সবজি ব‍্যবহার করেছেন। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপি টা শেয়ার করেছেন। এবং দেখেও বেশ ভালো লাগছে।

 3 years ago 

জ্বি ভাইয়া অনেকগুলো সবজি একসাথে রান্না করলে খেতে ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করেছে। আলু ফুলকপি সিম বেগুন টমেটো এই সবকিছু মিলিয়ে অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে রেসিপি টা। এরকম সব কিছু মিলিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এক কথায় অসাধারণ রেসিপি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সবজি আমারও খুব ফেভারিট বিশেষ করে রুটির সাথে হলে তো কোন কথাই থাকে না আপনি খুব লোভনীয় সবজির রেসিপি প্রস্তুত করেছেন দেখেই জিভে জল চলে আসলো মনে হচ্ছে খেতেও দারুণ সুস্বাদু হবে রান্নার প্রণালী ও ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য। 😋😋

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সবজির রেসিপি টা দেখে খুবই মজাদার মনে হচ্ছে আপু। পুষ্টিকর তো বটেই। শীতকালীন ভেজিটেবল তরকারি গুলো আমার বেশ ভালো লাগে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রস্তুত প্রণালী টিও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62