আলু দিয়ে সজনে ডাটার ঝোল ||| ১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220402_225255_238.jpg

গরমের শুরু থেকেই বাজারে পাওয়া যাচ্ছে সজনে ডাটা। সজনে ডাটার বিভিন্ন তরকারি খেতে সবাই পছন্দ করে। খুবই মজাদার ও পুষ্টিতে ভরপুর সজনের বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। রান্নার ওপর এর স্বাদ অনেকটাই নির্ভর করে। যতটা যত্ন করে রান্না করা হবে সজনের তরকারি ততটাই মজাদার হবে।
আজ আমি আলু দিয়ে সজনে ডাটার ঝোল এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে আপনাদের।

image.png
image.png

1649082647117.png

উপকরণপরিমাণ
সজনে ডাটা৫০০ গ্রাম
আলু৩টি
সয়াবিন তেলপরিমাণ মতো
লবনস্বাদমতো
কাচামরিচ৪/৫টি
পেয়াজ৩টি(পেয়াজ বেটে নিয়েছি)
ধনিয়াগুড়া৩চামুচ
জিরাগুঁড়া৩চামুচ
পাচফোড়নগুড়া১চামুচ
মরিচগুঁড়াস্বাদমতো
হলুদগুড়া২চামুচ

image.png

image.png
image.png

ধাপ-১

IMG_20220402_201923_882.jpg

সজনে ডাটা ও আলু গুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি
image.png

ধাপ-২

IMG_20220402_202934_680.jpg

চুলায় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মত সয়াবিন তেল দিয়েছি।
image.png

ধাপ-৩

IMG_20220402_202101_297.jpgIMG_20220402_203104_838.jpg

তেল গরম হয়ে আসলে কড়াই এ বেটে রাখা পেয়াজ, স্বাদমতো লবণ ও পরিমানমতো সব গুড়ামসলা দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে নিয়েছি।
image.png

ধাপ-৪

IMG_20220402_203236_208.jpgIMG_20220402_203326_443.jpg

তারপর কড়াই এ কেটে রাখা সজনে ডাটা ও আলু দিয়ে মসলা গুলোর সাথে মেখে নিয়েছি।
image.png

ধাপ-৫

IMG_20220402_203455_934.jpgIMG_20220402_203518_369.jpg

কড়াই এ পরিমাণ মত পানি দিয়েছি এবং কয়েকটি কাচামরিচ এর ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
image.png

IMG_20220402_225235_453.jpg

সজনে ডাটা আর আলু সেদ্ধ হয়ে আসলে তরকারি চুলা থেকে নামিয়ে পরিবেশন করেছি।

image.png

আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট এ জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

রাধুনি ও চিত্রকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

আপুর সজনে ডাঁটা দিয়ে সবাই দেখি কিভাবে সবজি বা বিভিন্ন মাংসের সাথে রান্না করে থাকে, কিন্তু আমি এই সজনে ডাঁটা দিয়ে কোন তরকারি খেতেই পারি না। মানে কি বলব আমার কাছে খেতে ভালই লাগেনা। তবে আপনার সজনে ডাটার ঝোল রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনারা আজকের রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে আপু। আপনি আলু দিয়ে সজনে ডাটার ঝোল রেসিপি তৈরি করেছেন খুবই ভালো লাগছে এই রেসিপিটি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু দিয়ে সজনে ডাটার রেসিপি টি কি দারুণ লাগছে। সজনে ডাটা আমার খেতে খুবই ভালো লাগে। তবে সেদিন বাজার গিয়ে দাম শুনে সেখানে অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করলো হাহাহা।
চমৎকার ভাবে আপনি রেসিপি টি উপস্থাপন করেছেন ভাই।

 2 years ago 

২০০ টাকা কেজি😱😱

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আলু দিয়ে সজনে ডাটার ঝোল রেসিপি শেয়ার করেছেন আপু। সত্যি আমার কাছে অনেক ভাল লেগেছে। এত সুন্দর লেগেছে যে সত্যি আমার খেতে ইচ্ছে করছে। 😋😋😋
দারুণ ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি করেছেন। সজিনাডাঁটা আমি খুব একটা খাইনা। কিন্তু আলু আমার খুব প্রিয় খাবার। আর আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে পুরো রান্নাটা করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সজনা কিংবা সাজনা যাই হোক না কেন।আমার কাছে খুবই ভালো লাগে।সাজনার পুষ্টিকর উপাদানের অভাব নাই। আজকে আপনার সাজনা আলুর রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু দিয়ে সজনে ডাটার ঝোল দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ওয়াও আপনি অনেক সুন্দর ভাবে সজনা ডাটার ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সাজনা ডাটার ঝোলে টমেটো দিলে আরো খেতে মজা লাগে। রন্ধন প্রক্রিয়া উপস্থাপনা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সজনে ডাঁটা আমার ভীষণ পছন্দ। মসুরের ডাল দিয়ে শজনে ডাঁটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনি আলু দিয়ে খুব সুন্দর করে সজনে ডাটার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি সজনে ডাটার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বছরের এই সময় টাতে শুধু এই সবজি টা পাওয়া যায়। সজনে ডাটা অনেক উপকারী এবং পুষ্টিগুণ সম্পূর্ণ সুস্বাদু একটি সবজি। আমার অনেক পছন্দের খাবার। আলু দিয়ে সজনে ডাটার রেসিপি টা দারুণ তৈরি করেছন। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86