জন্মদিনের গিফট কিনতে আমি আর আম্মু মার্কেট এ কিছুক্ষণ || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_20228321142698.jpg

যুগের সাথে তাল মেলাতে, বর্তমানে স্বাচ্ছন্দে বেঁচে থাকতে আমাদের জীবন হয়ে গেছে যান্ত্রিক। দিনের বেশিরভাগ সময়ই আমাদের কাজের পেছনে ছুটতে ছুটতেই শেষ হয়ে যায়। পরিবারের সাথে দু'দণ্ড বসে গল্প করব সে সময়টাও খুব কমই বের হয়ে আসে। কিন্তু একটুখানি সময় বের করে যদি পরিবারকে সময় দেয়া যায় তাহলে যে মানুষের প্রশান্তি পাওয়া যায় এর সাথে কোন কিছুরই তুলনা করা যায় না।

আগামীকাল মানে ৪ আগস্ট আমার মামাতো ভাই আয়ানের জন্মদিন। আয়ান এর জন্মদিনের গিফট কেনার জন্য আজ আমি আর আম্মু গিয়েছিলাম মার্কেটে। আমি আর আম্মু অনেকদিন পর বেড়োলাম।
সত্যিই খুব ভালো লাগলো এই সময়টা।

IMG_20220803_195455_449.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

সন্ধ্যার পর পরই আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে রিকশা করে চললাম মার্কেট এর দিকে। মার্কেটে সন্ধ্যার পর গেলেই শান্তিতে শপিং করা যায়। এ সময় একটু ভিড় থাকলেও দিনের তীব্র গরম টা থাকে না।

IMG_20220803_192716_069.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

মার্কেট এসে দেখলাম খুব একটা ভীড় নেই। এক মাস হয়ে যাচ্ছে ঈদ গেলো। তাই হয়তো লোকজন এখনো ভীড় জামায়নি মার্কেট এ। টুকটাক প্রয়োজনীয় জিনিসের দোকানে কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। এই ধরনের ফাঁকা মার্কেটেই শপিং করে আরাম পাওয়া যায়।

IMG_20220803_225619_680.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

প্রথমেই আমরা গেলাম কাপড় এর দোকানে। আয়ান এর জন্য শার্ট প্যান্ট কিনবো তাই। বেশ কয়েকটা দোকান দেখলাম তবুও কিছু পছন্দ করতে পারলাম না। সব দোকানেই একই কথা ঈদের পর নতুন মাল আসেনি। একটি শার্ট সেট পছন্দ হলো। কিন্তু যে সেট এর শার্ট পছন্দ হয়েছে সেটার প্যান্টটা পছন্দ হয়নি। কিন্তু দোকানের ভাইয়াটা বললো চাইলে অন্য সেট এর প্যান্ট দিয়ে নিতে পারবো। তাই অন্য একটি সেটের প্যান্ট দিয়ে এই শার্টটি আমরা নিলাম আয়ান এর জন্য।

IMG_20220803_191647_954.jpgIMG_20220803_192315_601.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

এবার আমরা গেলাম খেলনার দোকানে। খেলনার দোকানের অনেকগুলো খেলনা দেখলাম কিন্তু খুব একটা পছন্দ হলো না। অনেকদিন থেকেই বাচ্চাদের কিছু কেনা হয় না তাই দাম সম্বন্ধে কোন ধারনাই ছিলো না। আজ দাম শুনে তো অবাক হয়ে গেলাম। তবুও কিনতেই হবে কিছু একটা তাই ম্যাজিক সেলেট কিনে নিলাম। কুড়িগ্রামে আসার সময় কাকড়া আনতে ভুলে গিয়েছি তাই আমি একটি চুলের কাঁকরাও কিনলাম।

IMG_20220803_195212_662.jpgIMG_20220803_195159_109.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

কেনাকাটা শেষে আমরা গেলাম পেট পূজা করতে। কুড়িগ্রামে আমার পছন্দের খাবারগুলো খুব একটা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় খেতে আমার একদমই ভালো লাগেনা। তবুও কেনাকাটা শেষে খুব ক্লান্ত খিদে পেয়েছিল আর বাইরে গেলে কিছু না খেলেও কেমন কেমন লাগে তাইৎভাজাপোড়া খেতে চলে গেলাম। খেয়ে খুবই বাজে অভিজ্ঞতা অর্জন করলাম।

IMG_20220803_194647_472.jpgIMG_20220803_194138_798.jpg

device: Tecno spark 5 pro
Locetion: Kurigram
W3w:link

চিকেন চপ, বট ও রুটি অর্ডার দিয়েছিলাম। চিকেন চপটা মোটামুটি খেতে হলেও বটটা একেবারেই বাজে ছিলো। এই খাবার খেয়ে মনে হচ্ছিলো যদি সিঙ্গারা পুরি খেতাম তবুও ভালো করতাম।

খাওয়া শেষে ফিরলাম বাড়ির দিকে। কুড়িগ্রামে এসে পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে পারছি। রংপুরে ফিরে আবারো পরে যাবো ব্যস্ততার মাঝে। কিন্তু শান্তি গুলো রয়ে যাবে মনের মাঝে।

image.png

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

জন্মদিনের উপহার কেনার জন্য বেশ ভালো একটি দিন পার করেছেন, মার্কেট করার শেষ খাওয়া-দাওয়া করেছেন খুব সুন্দর একটি দিন পার করেছেন ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আমাদের ছোট্ট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি ড্রেস এবং ম্যাজিক সেলেট কিনেছেন আপু। ড্রেস টি ওকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ছেলের জন্মদিনের গিফট আমি আগেই দেখে নিতে পারলাম তোমার পোস্টের মাধ্যমে। তবে গিফট না কিনলেও পারতে। কেননা তোমরা সকলেই আমার আয়ান সোনা মানিককে অনেক ভালোবাসো এটাই অনেক বড় পাওয়া। মা ও মেয়ে মিলে চপের দোকানে গিয়ে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছো এবং আমাদের মাঝে তা শেয়ার করেছ এজন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

জন্মদিনের গিফট ক্রয় এবং জন্মদিনের গিফট ক্রয় শেষে আপনাদের খাওয়া দাওয়া কথাগুলো জানতে পেরে বেশ ভালই লাগলো। তবে বটটা খেতে বাজে ছিল জানতে পেরে মনটা একটু খারাপই হয়ে গেল আমার। জন্মদিনের গিফট কেনা উপলক্ষে আপনার অনুভূতির কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64595.89
ETH 3413.52
USDT 1.00
SBD 2.31