উদ্দেশ্যহীন ঘোরাঘুরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
গন্তব্য নয় পথটিই অভিজ্ঞতা। তাই মাঝে মাঝে গন্তব্যহীন ভাবেও চলতে হয়। গন্তব্যহীন ভাবে চলার মাঝে কোনো পিছুটান থাকে না। কোথাও যাওয়ার তাড়া থাকে না। তবে কিছু অভিজ্ঞতা ও মনের শান্তি অর্জন করা যায়। আর বাইকে করে ঘোরার তো মজাই অন্যরকম।
আমরা কয়েকজন ভাইবোন হঠাৎ ই প্লান করে ফেললাম মেয়েরা শাড়ি আর ভাই রা পাঞ্জাবি পরে বাইকে উদ্দেশ্যহীন ভাবে একটু ঘোরার। আন্টির বাসায় শাড়ি পরে বের হয়ে পড়লাম। শাড়ি পরে বাইক এ কখনো উঠিনি। এবার ই প্রথম। একটু ভয়ে ছিলাম শাড়ি সামলাতে পারবো তো। তবে পেরেছিলাম খুব ভালো ভাবেই। বের হওয়ার আগে আন্টি আর আংকেল এর সাথে একটা ছবিও তুলে নিলাম।
ঘুরতে ঘুরতে আসলাম রংপুর সরকারি কলেজ এ। আমার কলেজ। এই কলেজ এ আমি ইন্টারমিডিয়েট পড়েছি। কলেজ এ আসার সাথে সাথেই পুরোনো স্মৃতি গুলো যেন ভেসে উঠলো চোখের সামনে। সেই আড্ডা, গল্প, খুনটুসি গুলো মনে পরতেই চোখের কোনে পানি চলে আসলো। আহ! কি দিন ছিলো সেগুলো।
কলেজ থেকে বেরিয়ে এলাম কিছুক্ষণ পর। তারপর আবার বাইকের চাকা ঘুরছে, সাথে চলছি আমরা। এবার ভাইক থামলো ঘাঘট প্রয়াস সেনা পার্ক এর সামনে। সন্ধ্যা হয়ে যাওয়ায় পার্ক ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। তাই কিছুক্ষণ বাইরেই আড্ডা দিলাম ও কিছু ছবি উঠালাম। পার্কের ভেতরের ছবি অন্য একদিন শেয়ার করবো।
চায়ের ক্ষুধা পেয়ে গেলো। আমি আবার ভীষণ চা প্রিয় মানুষ। চা খেতে চলে গেলাম পুরাতন ট্রাক স্টান্ড । এই দোকান এর চা অনেক ভালো হয়ে থাকে। বড় বড় হোটেল এর চা এর থেকে ছোট চা এর দোকানে চা খেতে অন্যরকম অনুভূতি হয়। ছোট ছোট চা এর দোকান গুলোতে আড্ডা জমে ওঠে বেশ।
এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম বঙ্গবন্ধু চত্বর। এই স্থানে রংপুরের কেন্দ্রীয় বঙ্গবন্ধু ম্যুরাল নির্মিত। বাংলাদেশ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু তাই এই স্থানটিতে আবেগ জড়িয়ে আছে।
ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিবাহিত হল। এবার সময় বাড়ি ফেরার। অনেকটা সুন্দর সময় কাটালাম। কিছুটা প্রশান্তি মিলল। মিলল মানসিক শান্তি।
আজ শেষ করছি এখানেই। আবার আপনাদের মাঝে আসবো অন্য কিছু নিয়ে। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
চিত্রধারনকৃত ডিভাইস | Tecno |
---|---|
ডিভাইস মডেল | spark 5 pro |
লোকেশন | রংপুর |
উদ্দেশ্যবিহীন ঘুরাঘুরি করার মজাই আলাদা। আমিও ঘুরতে অনেক ভালোবাসি। সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। শুভকামনা রইল আপনাদের জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।
উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি করতে আমিও পছন্দ করি। যেটা প্রায়ই বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে যাওয়া হয় ।আপনি ভাই বোনের সাথে খুব সুন্দর মুহূর্ত পার করলেন ঘোরাঘুরি মাধ্যমে। আমার কাছে আপনার ঘুরাঘুরি গল্প পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।
উদ্দেশ্যহীন ঘোরাঘুরি ব্যাপারটি বেশ চমৎকার। আমি যদি সময় পাই মাঝেমধ্যে আমিও এভাবে ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসি । আপনার ঘোরাঘুরি করার মুহূর্ত গুলো অনেক সুন্দর ছিল। আপনার মুহূর্তগুলো উপলব্ধি করতে পেরে অনেক ভালো লেগেছে এবং পোস্টটি আপনাদের সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।
হুটহাট করে আপন মানুষ গুলোর সাথে ঘুরাঘুরি করতে খুবই মজা লাগে। সবাই মিলে ভালোই মজা করেছে আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এই জন্যই যে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন আশা করি আপনার পরবর্তী সময় গুলো অনেক ভালো কাটবে শুভকামনা রইল আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার ঘুরোঘুরির লেখা পড়ে ভালোই লাগলো।
আপনার জন্যে ছোট একটি সাজেশন,
লোকেশন দেওয়ার একটি নিয়ম রয়েছে যা আপনি কমিউনিটির পিন পোস্টে পেয়ে যাবেন।সেখান থেকে শিখে নিবেন।ধন্যবাদ।
এডিট করে লোকেশন যুক্ত করে দিয়েছি আপু।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভালো লেগেছে খুব লেখাটি অত্যন্ত সাবলীল উপস্থাপনা ছিল। দেখেই বুঝতে পারছি অনেক ঘুরাঘুরি হয়েছে সেইসাথে অনেক মজাও। ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।
খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। খাওয়া-দাওয়া গল্পগুজব আর কিছু ফটোগ্রাফি তোলা সবমিলিয়ে খুব দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।