বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উদযাপন এর অনুষ্ঠান || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1647878448526.png

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আজ এক নতুন মাইলফলক স্পর্শ করল । আজ দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই সাথে দক্ষিন এশিয়ার প্রথম শতভাগ বিদ্যুতায়ন এর দেশ হিসেবে ঘোষণা করলেন। এই ঐতিহাসিক মুহূর্ত উৎসবমুখর পরিবেশে পালন করার জন্য রংপুর জেলা স্কুল মাঠ এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আজ গিয়েছিলাম জেলা স্কুল মাঠের অনুষ্ঠানে অনেক মজা করলাম, অনুষ্ঠান উপভোগ করলাম ও শেষে খাওয়া দাওয়া তো আছেই।
আজকের প্রোগ্রাম এর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আসলাম আপনাদের সাথে। আশা করছি ভাল লাগবে আপনাদের।

IMG_1647880430262.jpgB612_20220321_214145_542.jpg

w3w location

প্রোগ্রাম শুরু হয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এর মাধ্যমে। রংপুর এর ডিসি,মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেক গণ্যমান্য ব্যক্তি আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

B612_20220321_214111_017.jpgIMG_1647880421246.jpg

w3w location

এরপর শুরু শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান এ রংপুর এর স্থানীয় শিল্পীরা চমৎকার গান পরিবেশন করেন। প্রথমেই শুরু হয় দেশাত্মবোধক গান দিয়ে। এরপর আধুনিক গান হয়, দৈত গান হয়, রংপুর এর আঞ্চলিক গান ও হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করে।

B612_20220321_214413_518.jpgB612_20220321_214332_957.jpg

w3w location

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ এ আতশবাজি ফোটানো শুরু হয়। আজ ১০০ টি আতশবাজি ফোটানো হয়। আতশবাজির লাল,সবুজ,হলুদ আলোর ঝলকানি তে আকাশ রঙিন হয়ে ওঠে। আতশবাজি ফোটানো শেষ হয়ে গেলেই অনুষ্ঠান ও শেষ হয়ে যায়।

IMG_20220321_202142_575.jpg
w3w location

অনুষ্ঠান শেষ করে আমরা যাই ফুচকা খেতে। ফুচকা খাওয়ার জন্য আমরা যাই আমাদের প্রিয় ভাই ভাই ফুচকা হাউজ এ। এই ফুচকার দোকান এর টক আমার ভিষণ পছন্দের আর ফুচকার টক ভালো না হলে ফুচকা কি ভালো লাগে বলুন। আর মামাদের ব্যবহার ও দারুন। ফুচকা খাওয়া শেষ করেই বাড়ি ফেরার পালা।

আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার ব্লগটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

চিত্রধারক@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

এটি আমার আপনার এবং আমাদের সবার জন্য একটি গর্বের বিষয়। একটি ঘর ও বাদ থাকবে না প্রতিটি ঘরেই জ্বলবে বিদ্যুতের আলো। ধন্যবাদ আপু সুন্দর একটি উপস্থাপনার জন্য সুন্দর ছিল মুহূর্তগুলো অনেক।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একের পর এক মাইলফলক ডিঙিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে আমাদের দেশ এখন শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিণত হয়েছে। এই অর্জন সত্যি অপ্রতিরোধ্য। আর দেখে মনে হচ্ছে আপনারা অনেক আনন্দ করেছেন উক্ত অনুষ্ঠানে। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

 2 years ago 

সত্যিই এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া দেশ বাংলাদেশ। আগে একটা সময় ছিল যখন দেশে প্রচুর পরিমাণ লোডশেডিং থাকতো গ্রাম অঞ্চলে বিদ্যুৎ যেত না। অথচ আজ গভীর অরণ্য থেকে শুরু করে চর অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গেছে যা সত্যি একটা অর্জনের বিষয়। এমন একটি দিনও উৎসবমুখর না হলে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 51460.37
ETH 2243.25
USDT 1.00
SBD 2.01