শৈশবের স্মৃতিচারণায় আমাদের ভুরকা ভাত আয়োজন || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি।

মানুষের জীবনের শ্রেষ্ঠতম সময় হল শৈশবকাল। দুরন্তপনা, দুষ্টামি, হৈহুল্লা আর ছোটাছুটি করে বেড়ানোর এক অন্যতম সময় ছিলো শৈশবকাল।

শৈশবের খেলাধুলা, ঘোরাফেরা এর মধ্যে যে অনুভূতি ছিল, বড় হয়ে যাওয়ার পর সে অনুভূতি আর আসে না। শৈশবের একটি মজার জিনিস ছিল পিকনিক, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভুরকা ভাত বলা হয়। এই পিকনিক বা ভুরকা ভাত এর নিয়ম ছিল, সবাই নিজের বাসা থেকে কিছু পরিমাণ চাল (১পট বা ১ পোয়া), একটি ডিম ও অল্প কিছু টাকা চাঁদা তোলা হতো। সেই টাকা দিয়ে রান্না করার জন্য বাকি যা যা লাগে তা কেনা হতো। ভুরকা ভাত এ সাধারণত ভাত, ডিম আলুর ডাল ও মাছ ভাজি খাওয়া হতো। সেই খাবার গুলো খুব আহামরি কিছু না হলেও সেগুলোর স্বাদ ই ছিলো অন্যরকম। শৈশবের সরলতা মিশে ছিলো সেখানে। সেই স্বাদ দামি দামি খাবারে ও পাওয়া যাবে না। শৈশব সময়টাই ছিল মধুর সময়। তাই মানুষ বড় হয়ে যাওয়ার পরেও বারবার শৈশবে ফিরে যেতে চায়।

কিন্তু শৈশবে ফিরে যাওয়া তো সম্ভব হয় না তবে শৈশবে করা এমন কোন কিছু করা যায় যেটা আমাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে, মনে হবে আমরা যেন আবার ফিরে পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই শৈশব।

বন্ধুরা সবাই মিলে গল্প করতে করতেই ভুরকা ভাত বা পিকনিক করতে ইচ্ছা প্রকাশ করলো সবাই।

IMG_20211122_213201.jpg

তারপর সেই শৈশবের স্মৃতিচারণ করতেই আমরা আয়োজন করে ফেলি ভুরকা ভাত এর।

IMG_20211121_213026_913.jpg

নিয়ম সেই ছোট বেলার মতই চাল আর ডিম দিতে হবে আর কিছু টাকা চাঁদা। চাঁদার টাকা মাছ আর রান্না করতে যা যা লাগে তা কেনার জন্য। তারপর কেনাকাটা আর রান্নার আয়োজন সাথে বিনোদন এর ব্যবস্থা ও করে ফেলি। রান্না করা হয় সবাই মিলে।

IMG_20211121_215129_034.jpg

IMG_20211121_215354_073.jpg

নাচ,গান ও আড্ডায় যেন কিছু সময়ের জন্য ফিরে গিয়েছিলাম শৈশবে।

Screenshot_20211122-004718_1.png

IMG-20211122-WA0004.jpg

আমরা যখন ছোট থাকি তখন মনে করি বড় হওয়ার পর কত সুখ ই না আপেক্ষা করছে আমাদের জন্য কিন্তু বড় হয়ে যাওয়ার পর অনুভব করি আসলে প্রকৃত সুখ ছিল আমাদের ছোট বেলাতেই। তাই সময় পেলেই একটু শৈশব খুজে ফিরি।

আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ ।

Sort:  

শৈশবের ফেলে আসা দিনগুলো আমাদের জীবনের সোনালী অতীত।জীবনের সুন্দর মুহূর্ত গুলাই মনে হয় ৫ থেকে ১৪ বছর এর মধ্যে সীমাবদ্ধ ছিল।জীবনে যত বড় হচ্ছি জীবনকে যেন নিম পাতার মতো তিতে লাগে। অসাধারণ আপু আপনি আপনার শৈশবের বন্ধুদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ♥️

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।যতই বড় হচ্ছি জীবন পানসে হয়ে যাচ্ছে বাস্তবতার কাছে। আর এভাবেই সব মানিয়ে নিয়ে বেচে থাকতে হয়।

আপু স্মৃতির কথা মনে পরলে সত্যি মাঝে মাঝে নিজেকে অনেক খারাপ লাগে আবার খুশিও লাগে।ভুরকা ভাতের কথা আর কিভাই বলবো। সত্যি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন আমাদের সাথে আপনার স্মৃতিচারণ। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

স্মৃতি জিনিসটাই এরকম। সুখ দুঃখ দুটাই দেয় মানুষকে।
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 62864.56
ETH 2538.87
USDT 1.00
SBD 2.93