ডিম সুজির নাস্তার রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220127_204914_595-01_1.jpeg

আজ চটজলদি বানানো যায় এরকম একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করে দেয়া যাক নাস্তাটি তৈরীর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণ

image.png

1643293359015.png

উপকরণপরিমাণ
ডিম১টি
সুজিহাফ কাপ
চিনিস্বাদমতো
সয়াবিন তেলপরিমাণ মতো
তরল দুধ১/৩কাপ

image.png

প্রস্তুত প্রনালী

image.png

IMG_20220127_193511_671.jpgIMG_20220127_193444_015.jpgIMG_20220127_193838_190.jpg

প্রথমে একটি বাটিতে ডিম ভেংগে নেবো। তারপর তাতে পরিমাণ মত চিনি দিয়ে ডিম ফেটিয়ে নিয়ে ডিম চিনি একসাথে গুলিয়ে নিয়েছি।

IMG_20220127_193908_654.jpg

এরপর ডিম চিনির মিশ্রনে তরল দুধ ঢেলে দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি।

IMG_20220127_194230_775.jpg

তারপর এই মিশ্রন এ সুজি দিয়ে সব কিছু একসাথে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।

IMG_20220127_194419_524.jpg

এরপর এ চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে তেল গরম করে নিয়েছি।

IMG_20220127_195208_925.jpgIMG_20220127_195410_279.jpg

তেল গরম হয়ে আসলে সুজির মিশ্রণ টি ছোট ছোট করে গরম তেল এ দুপাশেই ভেজে নিয়েছি। এসময় চুলার আচ মিডিয়াম রাখবো। বাদামী রঙ চলে আসলেই নামিয়ে নিতে হবে।

B612_20220127_203054_393.jpg

এখন পরিবেশন এর জন্য তৈরী ডিমসুজির নাস্তা। গরম গরম এই নাস্তাটি খেতে অনেক মজা।
image.png

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। রেসিপি টি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। শুভ কামনা রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

রাধুনি ও চিত্রকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
Sort:  
 3 years ago 

ডিম সুজি দিয়ে এমন রেসিপি আমি কখনোই খাইনি। তবে আপনি অনেক চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এর মধ্যে ডিম ব্যবহার করায় রেসিপিটি অনেক পুষ্টিকর এবং সুস্বাদু হবে শীতকালে এটি খেতে মনে হয় খুবই মজাদার লাগবে । ধন্যবাদ আপু আপনাকে এমন ইউনিক একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু, আপনার রেসিপি সম্পকে আরো কিছু বললে ভালো হতো।তারপর আপনি প্রসেসিংগুলো লিখলে,পোস্ট টা আরো অনেক সুন্দর লাগলো।আমি আমার দিক থেকে বলছি।মন খারাপ হলে আমি অনেক দুঃখিত।ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপু আমি পুরো প্রসেসিং ই লিখে দিয়েছি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম সুজির পিঠা টা ভালো তৈরি করেছেন আপু। বেশ কম সময়ে এবং সহজভাবে এটা করা যায় দেখছি। এবং ধাপে ধাপে দারুণভাবে উপস্থাপন করেছেন পিঠা টা। দেখে বেশ মজাদার মনে হচ্ছে। এইরকম পিঠা আমি সেরকম খাইনি। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাইয়া।

 3 years ago 

ডিম সুজি দিয়ে অনেক সুন্দর নাস্তা তৈরি করলেন তো। মনে হচ্ছে নাস্তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি আগে কখনো ডিম সুজি দিয়ে নাস্তা তৈরি করে খায়নি। আপনার রেসিপি টা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। দেখতে অসাধারণ দেখাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ট্রাই করে দেখবেন আপু ভালো লাগবে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90504.92
ETH 3101.91
USDT 1.00
SBD 2.98