ডিম সুজির নাস্তার রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ চটজলদি বানানো যায় এরকম একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করে দেয়া যাক নাস্তাটি তৈরীর প্রক্রিয়া।
প্রয়োজনীয় উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
ডিম | ১টি |
সুজি | হাফ কাপ |
চিনি | স্বাদমতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
তরল দুধ | ১/৩কাপ |
প্রস্তুত প্রনালী
প্রথমে একটি বাটিতে ডিম ভেংগে নেবো। তারপর তাতে পরিমাণ মত চিনি দিয়ে ডিম ফেটিয়ে নিয়ে ডিম চিনি একসাথে গুলিয়ে নিয়েছি।
এরপর ডিম চিনির মিশ্রনে তরল দুধ ঢেলে দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি।
তারপর এই মিশ্রন এ সুজি দিয়ে সব কিছু একসাথে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।
এরপর এ চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে তেল গরম করে নিয়েছি।
তেল গরম হয়ে আসলে সুজির মিশ্রণ টি ছোট ছোট করে গরম তেল এ দুপাশেই ভেজে নিয়েছি। এসময় চুলার আচ মিডিয়াম রাখবো। বাদামী রঙ চলে আসলেই নামিয়ে নিতে হবে।
এখন পরিবেশন এর জন্য তৈরী ডিমসুজির নাস্তা। গরম গরম এই নাস্তাটি খেতে অনেক মজা।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। রেসিপি টি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। শুভ কামনা রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
রাধুনি ও চিত্রকর | @sadiahaque |
---|---|
ডিভাইস | Tecno |
মডেল | spark 5 pro |
ডিম সুজি দিয়ে এমন রেসিপি আমি কখনোই খাইনি। তবে আপনি অনেক চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এর মধ্যে ডিম ব্যবহার করায় রেসিপিটি অনেক পুষ্টিকর এবং সুস্বাদু হবে শীতকালে এটি খেতে মনে হয় খুবই মজাদার লাগবে । ধন্যবাদ আপু আপনাকে এমন ইউনিক একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা রইলো আপনার জন্য।
Twitter
আপু, আপনার রেসিপি সম্পকে আরো কিছু বললে ভালো হতো।তারপর আপনি প্রসেসিংগুলো লিখলে,পোস্ট টা আরো অনেক সুন্দর লাগলো।আমি আমার দিক থেকে বলছি।মন খারাপ হলে আমি অনেক দুঃখিত।ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইল।
আপু আমি পুরো প্রসেসিং ই লিখে দিয়েছি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ডিম সুজির পিঠা টা ভালো তৈরি করেছেন আপু। বেশ কম সময়ে এবং সহজভাবে এটা করা যায় দেখছি। এবং ধাপে ধাপে দারুণভাবে উপস্থাপন করেছেন পিঠা টা। দেখে বেশ মজাদার মনে হচ্ছে। এইরকম পিঠা আমি সেরকম খাইনি। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য।।
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাইয়া।
ডিম সুজি দিয়ে অনেক সুন্দর নাস্তা তৈরি করলেন তো। মনে হচ্ছে নাস্তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি আগে কখনো ডিম সুজি দিয়ে নাস্তা তৈরি করে খায়নি। আপনার রেসিপি টা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। দেখতে অসাধারণ দেখাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ট্রাই করে দেখবেন আপু ভালো লাগবে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।