DIY-এসো নিজে করি || করার পদ্ধতি রঙ্গিন কাগজ দিয়ে একটি অরিগামি বক্স তৈরি করার পদ্ধতি || || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_20225723951923_1.jpg

আপনাদের দৈনন্দিন দিনের বিভিন্ন ছোট ছোট জিনিস রাখার জন্য আমরা বক্স বাজার থেকে কিনে থাকি।কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের মনের মত বক্স আমরা বাজারে পাইনা। বিকল্প উপায় হলো রঙিন কাগজ দিয়ে নিজের মনের মত করে একটি বক্স তৈরি করে নেয়া যেটাতে আমরা আমাদের ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো।
আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে একটি বক্স তৈরি করে দেখা। যে বক্সটা আপনারা আপনাদের প্রয়োজনীয৷ ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220507_231541_757.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. কলম

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220507_215658_883.jpg

একটি A4 সাইজ এর কাগজ নিয়ে কাগজ টিকে মাঝে ভাজ করেছি তারপর ওপরের একটি কাগজ মাঝে আবার ভাজ করেছি।

image.png

ধাপ-২

IMG_20220507_215800_081.jpgIMG_20220507_215928_390.jpg

তারপর ভাজটি খুলেছি। চারদিক থেকেই কোনাকুনি করে কাগজ ভাজ করে নিয়েছি ।

image.png

ধাপ-৩

IMG_20220507_220029_351.jpgIMG_20220507_220115_003.jpg

এবার কাগজ টির ওপর এ একটি ভাজ করে ভাজ খুলে দিয়েছি আবারও নিচ থেকে ভাজ করে ভাজ খুলে দিয়েছি।

IMG_20220507_220149_750.jpg

ভাজগুলো খুলে দেয়ার কারনে এখানে দুটি দাগ পেয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220507_220407_374.jpg

এরপর কাগজ টি উল্টো দিকে ঘুরিয়ে নেব এবং মাঝে একটি ভাজ করে ভাজটি আবার খুলে দেবো।

image.png

ধাপ-৫

IMG_20220507_220622_616.jpgIMG_20220507_220539_939.jpg

কাগজ টি নিচ থেকে চিত্রের মত করে ভাজ করব এবং ভাজটি খুলে দিয়ে উপর থেকে আবার সেভাবেই ভাঁজ করব তারপর ভাসিটি খুলে দেবো।

IMG_20220507_220638_352.jpg

ভাজ খুলে দেয়ার পর আমরা কোনাকুনিভাবে এরকম দুটি দাগ পাব।

image.png

ধাপ-৬

IMG_20220507_220726_597.jpgIMG_20220507_220847_489.jpg

এখন কাগজ টি দাগ অনুযায়ী ভাজ করে নিয়েছি।

IMG_20220507_221033_109.jpgIMG_20220507_221128_160.jpg

দাগ অনুযায়ী ভাজ করা হয়ে গেলে দুই দিক এর অবশিষ্ট অংশ দুই পাশে সংযুক্ত করে দিয়েছি। এখানে বক্স এর মত একটি জিনিস পেয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220507_223146_459.jpgIMG_20220507_223420_859.jpg

লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি এবং কাগজ টি আঠা দিয়ে বক্স এর সাথে সংযুক্ত করে বক্স এর কভার বানিয়েছে।

image.png

ধাপ-৮

IMG_20220507_224337_63.jpgIMG_20220507_224721_200.jpg

গোল করে দুটো সাদা কাগজ কেটে নিয়েছি এবং সাদা কাগজের মাঝখানে কালো কলম দিয়ে বৃত্ত আর্ট করে বৃত্ত ভরাট করে দিয়েছি।

image.png

ধাপ-৯

IMG_20220507_224919_266.jpgIMG_20220507_225340_106.jpg

বক্স এর কভার এ ইমোজি দেয়ার জন্য সাদা কাগজ টি দিয়ে চোখ বানিয়েছি। তারপর কলম দিয়ে নাক ও ঠোঁট এঁকে দিয়েছি।

IMG_20220507_225614_067.jpg

এই ছিলো রঙিন কাগজ দিয়ে একটি বক্স বানানোর পদ্ধতি।

image.png

অরিগামি বক্সটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। আজ এখানেই বিদায় নেবো। আবার আসব নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সকলের জন্য।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno
মডেলSpark 5 pro
Sort:  
 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি বক্সটি অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি বক্স তৈরি দারুন হয়েছে ।রঙিন কাগজের ব্যবহার যথেষ্ট ভাল ছিল। খুব সুন্দর করে তৈরি করলেন যেটা দেখে মুগ্ধ হলাম ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

নিত্য নূতন ব্যতিক্রমী পোস্ট, আপনার জীবনকে আরও সহজভাবে এগিয়ে নিতে পারে ।

 2 years ago 

জ্বি আপু মনি, মনের মত জিনিস পাওয়া খুবই কঠিন তাই নিজে থেকে বানা টাই খুব ভালো, এখানে নিজের ইচ্ছে মত ডিজাইন করে বক্স তৈরি করা যায়, যাই হোক আপু মনি আপনি অনেক সুন্দর করে নিজের মন মত একটি বক্স তৈরি করেছেন যেটি আমার খুবই ভালো লেগেছে, এভাবেই আমাদের নিত্য নতুন জিনিস উপহার দিবেন আপু মনি শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অরিগামি বক্স তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। অরিগামি বক্সের গোল গোল চোখ দুটি যেন কিউটনেস বৃদ্ধি করেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক নিত্যনতুন কাজ দেখতে পাচ্ছি, যেমন করে আপনি খুব সুন্দর করে একটি অরিগামি বক্স বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

 2 years ago 

আপনার তৈরি করা রঙিন কাগজের বক্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি যেকোনো জায়গায় সাজিয়ে রাখা যাবে। আপনার কাজ গুলো সব সময় নিখুঁত হয়। আপনার সাফল্য কামনা করছি আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অরিগামি বক্স তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই কাজে আপনি অনেক দক্ষ বুঝতে পারছি কেননা আপনি মাঝে মাঝে খুবিই সুন্দর কাজ নিয়ে আসেন। প্রতিটা কাজ দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

কাগজ দিয়ে অরিগামি বক্সটা ভালো তৈরি করেছেন আপু। এইধরনের বক্স আমরা বাচ্চাদের কাজে ব‍্যবহার করতে পারি। যদি লিখে দেয় এখানে ময়লা ফেলুন তাহলে দেখবেন বাচ্চারা ঐ খানে ময়লা ফেলবে। আপনার প্রতিভা আছে। দারুন তৈরি করেছেন বক্সটা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বক্স তৈরি করলে। সত্যি আপনার বক্স তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60704.04
ETH 2914.62
USDT 1.00
SBD 2.32