DIY-এসো নিজে করি || রঙিন কাগজ ব্যবহার করে অরিগামি স্টারফিশ তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারো একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে আমার অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে সব সময় বানাতে পারি না যখন একটু সময় পাই টুক করে কিছু না কিছু বানিয়ে ফেলি। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি স্টারফিশ এর অরিগামি বানিয়ে দেখাবো।

PhotoEditor_202264232125198-01.jpeg

স্টারফিশ এর নামে ফিশ থাকলেও এটা কিন্তু আসলে মাছ না। স্টারফিশ হল অমেরুদন্ডী সামুদ্রিক প্রাণী। এদেরকে সমুদ্রের তারকাও বলা হয়। এদের সাধারণত পাঁচটি বাহু থাকে যা দেখে একটি তারার মতো মনে হয়। তাই এদের নাম স্টারফিশ।
গ্রীষ্মকাল থেকে শুরু করে শীতকালের পূর্ব পর্যন্ত সমস্ত সমুদ্রের সমুদ্র উপকূলের প্রায় ১৫০০ প্রজাতির স্টারফিশ দেখা যায়।
স্টারফিশ সম্বন্ধে আরেকটি মজার ব্যাপার হলো এদের মস্তিষ্ক অথবা রক্ত ​​নেই।
অনেক কথা বলে ফেললাম, এখন তবে চলুন রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি স্টারফিশ বানানোর পদ্ধতি দেখে নেয়া যাক

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220604_231852_019.jpg

রঙিন কাগজ , কাঁচি ও কলম।

image.png
image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220604_230305_304.jpgIMG_20220604_230325_315.jpg

একটি লাল রঙের কাগজে ছোট করে কেটে নিয়েছি, কাগজটির চারদিকেই একই মাপ আছে। কাগজটিকে মাঝ বরাবর ভাজ দিয়েছে।

image.png

ধাপ-২

IMG_20220604_230454_043.jpgIMG_20220604_230507_969.jpg

ডানদিকে ওপরের অংশে কোনাকুনি করে একটি ভাজ দিয়েছি, ভাজের দাগ ভালোভাবে বসিয়ে নিয়ে ভাঁজটি খুলে দিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220604_230544_131.jpgIMG_20220604_230654_572.jpg

এবার ডানদিকেই নিচের অংশ থেকে কাগজ কোনাকুনি করে একটি ভাজ দিয়েছি এবং ভাজের দাগ বসিয়ে নিয়ে ভাজটি খুলে দিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220604_230820_790.jpg

এবার ডানদিকের উপরের ভাঁজ করা দাগ বরাবর বাম দিক থেকে কাগজটি ভাজ করেছি।

image.png

ধাপ-৫

IMG_20220604_230859_135.jpg

এবার বাম দিক থেকে ভাঁজ করে আনা কাগজটি আবার কোনাকুনি করে ভাঁজ করেছি চিত্রের মত করে।

image.png

ধাপ-৬

IMG_20220604_230941_146.jpg

এবার ডান দিক এর অংশের কাগজটি কোনাকুনি করে ভাঁজ করেছি।

image.png

ধাপ-৭

IMG_20220604_231023_863.jpgIMG_20220604_231042_383.jpg

এবার কাগজটি মাঝখানে ভাজ করেছি‌।

image.png

ধাপ-৮

IMG_20220604_231254_335.jpg

এরপর কাগজটি কেটে নিয়েছে চিত্রের মত করে।

image.png

ধাপ-৯

IMG_20220604_231350_049.jpg

সবগুলো ভাঁজ খুলে দেয়ার পর স্টার এর মত হয়েছে কাগজটি।

image.png

ধাপ-১০

IMG_20220604_231656_930.jpg

এবার স্টার এর ওপরে কলম দিয়ে ছোট ছোট বিন্দুর মতো এঁকে দিয়েছি। আর এভাবেই রঙ্গিন কাগজ দিয়ে খুব সহজে একটি অরিগামি স্টারফিশ বানিয়ে ফেললাম।

image.png
image.png

রঙিন কাগজ দিয়ে বানানো স্টারফিশ এর অরিগামি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি স্টারফিশ এর অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালারটা দারুণ ভাবে ফুটেছে

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার ভাবে স্টারফিশ তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি আমার কাছে খুব ভালো লাগে। আপনার উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে । আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে স্টারফিশ তৈরির ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অরিগামি স্টারফিশ তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ আগে কখনো দেখিনি। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

রঙিন কাগজ স্টারফিশের অরিগামি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এই স্টারফিশ। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু মনি আপনি তো বেশ দারুণ একটি অরিগামি তৈরি করেছেন, আপনার রঙিন কাগজ দিয়ে স্টারফিশ অরিগামি তৈরি আমার খুবই সুস্বাদু লেগেছে, আর স্টারফিশ প্রাথমিকটির যে রক্ত নেই এটা আমার জানা ছিলো না, আজকে আপনার কাছ থেকে জেনে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি স্টারফিশের অরিগামি তৈরি করেছেন আপু। স্টারফিশ টি দেখতে বেশ চমৎকার লাগছে। কলম দিয়ে ছোট ছোট বিন্দু অংকন করার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অরিগামি স্টারফিশ তৈরি অনেক সুন্দর হয়েছে। এই ধরণের কিছু করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় বিশেষ করে রঙিন কাগজের জিনিস তৈরি দেখতে খুবই ভালো লাগে ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ‌।

 2 years ago 

আপনি বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে অরিগামি গুলো তৈরি করেন।আজকের স্টারফিশ টা ও বেশ সুন্দর হয়েছে। খুব সহজ ভাবে উপস্থাপনা করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ওয়াও আপনি খুব সুন্দরভাবেই স্টারফিশ তৈরি করে ফেলেছেন রঙিন কাগজ দিয়ে। স্টারফিশ গুলো সাগরের তলদেশে পাওয়া যায়। বিভিন্ন একুরিয়ামে ও দেখা যায়। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে স্টারফিশ বানিয়ে দেখিয়েছেন। আপনার উপস্থাপনা ও ছিল অনেক চমৎকার সব মিলিয়ে অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 64019.81
ETH 2644.93
USDT 1.00
SBD 2.84