জন্মদিনের শেষ মুহুর্তের কেনাকাটা || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_202285222433519.jpg

আমার গত পোস্ট এ আমি উল্লেখ করেছিলাম ৪ আগস্ট আমার মামাতো ভাই আয়ান এর জন্মদিন, যা গতকাল হয়ে গিয়েছে। আয়ান এর জন্মদিবস খুব আনন্দেই উদযাপন করেছি আমরা। সে নিয়ে না হয় পরে কথা হবে। জন্মদিনের জন্য সব কেনাকাটাই তো আগের দিন ই শেষ করে নিয়েছিলাম। কিন্তু টুকটাক কিছু কেনাকাটা ছিল যা রেখে দিয়েছিলাম ৪ তারিখ সকালে করবো বলে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি মামী আর আম্মু। আসলে আগের দিন শপিং করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে এই টুকটাক জিনিসগুলো কেনার এনার্জি টাই শেষ হয়ে গিয়েছিলো। আর যা গরম পড়েছে বাইরে তো বেশিক্ষণ টেকাই যাচ্ছে না তাই আর কি।

IMG_20220804_122250_067.jpg

device:Tecno spark 5 pro
Location:Kurigram
W3w:link

জন্মদিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসই আমাদের কেনা হয়নি। সেটা হলো ডেকোরেশন করার জিনিসপত্র। তাই আমরা প্রথমেই গেলাম ঘর ডেকোরেশন এর সরঞ্জামাদি কেনার জন্য। ডেকোরেশন করার জন্য আমরা লাল বেলুন কিনলাম ১০০ পিস, হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো কিনলাম, মাথার ক্যাপ, স্পার্ক ক্যান্ডেল, পোপার ব্লাস্ট ও নেট কাপড় কিনে নিলাম। পোপার ব্লাস্ট ও নেট কাপড় এর ছবি উঠানোর কথা ভুলে গিয়েছিলাম । আসলে খুব তাড়াহুড়ো করেই কেনাকাটা গুলো করছিলাম কারণ হাতে সময় খুবই কম ছিল।

IMG_20220804_123953_373.jpg

device:Tecno spark 5 pro
Location:Kurigram

এরপর গেলাম গালামাল এর দোকানে। এখানে খুব একটা সময় লাগেনি আমাদের কারণ শুধু দু একটা খরচ কেনা বাকি ছিলো। আর দোকানি আমাদের পরিচিত ছিলো, তাই ভিড়ের মাঝেও খরচ গুলো আমাদেরকেই আগে দিয়েছিলো। দোকানি পরিচিত হওয়ার এই সুবিধাটা আছে।

IMG_20220804_123514_204.jpgIMG_20220804_123356_523.jpg

IMG_20220804_123333_389.jpg

device:Tecno spark 5 pro
Location:Kurigram

বেশ কিছু আত্মীয় আছে যাদের খাওয়া শেষে পান না খেলে শান্তি হয় না। তাই এবার গেলাম পান কিনতে। পান কেনার পর মনে হয়েছে শসা কেনা হয়নি। ভাগ্যিস মনে হয়েছিলো, না হলে আবার ও বাজার আসার ঝামেলাটা পোহাতে হতো। এবার শশা কিনলো মামি তারপর ঢেঁড়স গুলো দেখে মনে হচ্ছিলো একদম তাজা তাই কিছু ঢেঁড়স ও কিনে নিলো পরবর্তীতে খাওয়ার জন্য।

IMG_20220804_125259_467.jpgIMG_20220804_125254_346.jpg

device:Tecno spark 5 pro
Location:Kurigram

বাজার থেকে বেরোনোর সময় দেখলাম গরম গরম জিলাপি ভাজছে। গুড়ের জিলাপি আমার খুবই পছন্দের। ভাবলাম সেখানেই খাই। কিন্তু আমাদের হাতে তো সময় ছিল না , তাই পার্সেল নিলাম গুড়ের জিলাপি। বাসায় এসেই সেই জিলাপি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম আমি।

IMG_20220804_133853_184.jpg

device:Tecno spark 5 pro
Location:Kurigram

রিকশায় উঠে ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া দরকার। তাহলে ক্লান্ত শরীরটা একটু হলেও স্বস্তি পাবে। আর শরীর ঠান্ডা করার জন্য আইসক্রিম এর বিকল্প কি হতে পারে। আর আইসক্রিম মানেই আমার কাছে কোন আইসক্রিম। যে কথা সেই কাজ। একটু সামনে গিয়ে আইসক্রিম কিনে নিলাম।
এই কাজগুলো করতে শরীর ক্লান্ত হয়েছে ঠিকই, কিন্তু একটা আনন্দ ছিলো মনে। আমার তো ভীষণ ভালো লাগে জন্মদিনের আয়োজন। আর জন্মদিনটা যদি হয় কোন প্রিয় মানুষের তাহলে তো কথাই নেই।

জন্মদিনটা কিভাবে উদযাপন করলাম তা না হয় বলবো অন্য একদিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপু জন্মদিনের শেষ মূহর্তে ডেকোরেশন থেকে শুরু করে বেশ কিছু কিনাকাটা করেছেন।আপনার মামাতো ভাইয়া জন্মদিনে অনেক আনন্দ করেছেন। দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মামাতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটার গল্প পড়ে খুবই ভালো লাগলো। আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল ।আমাদের সাথে আপনার সেরা মুহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.032
BTC 57810.33
ETH 2939.11
USDT 1.00
SBD 3.70