DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে চামচ স্টান্ড তৈরি ||| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1647104690191.png

রঙিন কাগজ গুলো আমরা কত কিছুই না বানিয়ে থাকি। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি অনেক সহযলভ্য ও হয়। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি চামুচ এর স্টান্ড বানিয়ে দেখাবো। এই চামুচ এর স্টান্ড টি আমাদের রান্না ঘর এর সৌন্দর্য বৃদ্ধি করবে সাথে সাথে রান্নাঘর গোছালো রাখতে সাহায্য করবে।

প্রয়োজনীয় উপকরণ

IMG-20220312-WA0011.jpg

১.রঙিন কাগজ
২.কাটুন
৩.কাচি
৪.আঠা
৫.গ্লু গান

প্রস্তুতি প্রণালী

IMG-20220312-WA0013.jpg

প্রথমে রঙিন কাগজ কাচি দিয়ে লম্বা করে কেটে নিয়েছি।

IMG-20220312-WA0009.jpg

কেটে নেয়া গোলাপি রঙের রঙিন কাগজ গুলো পেচিয়ে পেচিয়ে কাঠির মতো বানিয়েছি।

IMG-20220312-WA0006.jpg

কাগজ এর কাঠি গুলো একটি সাদা কাগজ এর ওপর গ্লুগান এর সাহায্যে লাগিয়ে দিয়েছি।

IMG-20220312-WA0004.jpg

তারপর সাদা কাগজ এর দুই দিক গ্লুগান দিয়ে সংযুক্ত করেছি।

IMG-20220312-WA0012.jpgIMG-20220312-WA0005.jpg

একটি কাটুন গোল করে কেটে নিয়েছি এবং সেই মাপে একটি হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি। হলুদ রঙের কাগজ টি গোল করে কেটে নেয়া কাটুন এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG-20220312-WA0007.jpg

গোলাপি রঙের কাগজ দিয়ে গোল আকৃতির যে জিনিস টি বানিয়েছিলাম সেটি গোল কাটুন টির ওপর গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG-20220312-WA0016.jpg

এবার রঙিন কাগজ দিয়ে চিত্রের মত কিছু ফুল বানিয়েছি।

IMG-20220312-WA0003.jpg

ফুলগুলো গ্লুগান দিয়ে চামুচ স্টান্ড এর ভেতরের দিক লাগিয়ে দিয়েছি।

IMG-20220312-WA0001.jpg

তারপর ছোট ছোট তিনটি ফুল বানিয়েছি। ফুলগুলো চামুচ স্টান্ড এর সামনে চিত্রের মত করে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি। এই প্রক্রিয়ার মাধ্যমেই খুব সহযেই একটি চামুচ রাখার স্টান্ড তৈরি হয়ে গেল।

IMG_20220312_220049_468.jpg

এই চামুচ স্টান্ডটিতে কলম ও রাখা যাবে।

আমার বানানো চামচ রাখার স্টান্ডটি কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। আবার আসবো অন্য কিছু নিয়ে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসredmi
মডেলnote 9
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে অসাধারণ একটি চামচ স্ট্যান্ড তৈরি করেছেন আপু ।আপনার চামচ স্ট্যান্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি আইডিয়া করেছেন আপু। এটা দেখতে আসলেই খুবই সুন্দর লাগছে। আরো অনেক নিখুঁতভাবে আপনি কাজটি শেষ করেছেন । সেজন্য এটা দেখে আরো বেশি ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি চামচ স্ট্যান্ড তৈরি করে আমাদের সকলের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই চামচ স্ট্যান্ড টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে রঙিন কাগজের তৈরি এই চামচ স্ট্যান্ড শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে অসাধরণ একটি চামচ স্টান্ড তৈরি করেছেন। সত্যি এটা অনেক ইউনিক আইডিয়া ছিল। একদমই মনে হচ্ছে না রঙিন কাগজ দিয়ে তৈরি। ফুল গুলো খুবই সুন্দর লাগছে। এটা করতে আপনার অনেক সময় লাগছে তা বুজাই যায়। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করা জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার চামুচ স্ট্যান্ড তৈরি করেছেন। স্যান্ডের নিচের দিকে কাগজের ফুলটি এটিকে আরো বেশি সমৃদ্ধ করেছে।দক্ষ হাতে আকর্ষনীয় এমন সৃষ্টি সত্যিই দারুন ছিলো।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি চামচ স্টান্ড তৈরি করেছেন আপু, আপনার তৈরি করা চামচ স্টান্ড দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, এবং আমি এটাও অনুভব করতে পারি যফ আপনারা এই জিনিসটা তৈরি করতে অনেক সময় দেখেছি, ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য , আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে চামচ স্টান্ড তৈরি করেছেন এবং ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ্্ শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো আসলেই দেখতে অনেক ভালো লাগে ।রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চামচ স্টান্ড বানিয়েছেন দেখতে খুবই ভালো লাগছে ।মনেই হচ্ছে না যে এগুলো রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন ।ফুলগুলো খুব সুন্দর লাগছে কত সহজেই কেটে কেটে তৈরি করলেন আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এর ভিতরে অনেক কিছু রাখা যাবে আপনি যেমন কলম রেখেছেন তেমনি আরো অন্য কিছু রাখলেও মনে হয় ভালোই লাগবে। খুবই ভালো লাগলো আপনার চামচ স্টান্ডটি।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে রঙ্গিন কাগজ ব্যবহার করে চামচ স্টান্ড তৈরি করেছেন আপু। আপনার চামচ স্ট্যান্ড তৈরি করার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। চামচ স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনিতো অনেক সুন্দর একটি ফুলদানি বা কলমদানির মত একটা জিনিস বানিয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও আপনি অনেক সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো । আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58478.70
ETH 3158.37
USDT 1.00
SBD 2.43