টেংরা মাছ রান্নার রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

"মাছে ভাতে বাঙালি" তকমাটি অনেক আগে থেকেই প্রচলিত।পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় বাঙালিদের মাছের প্রতি আকর্ষণটা একটু বেশি। খাদ্য চাহিদায় আমাদের খুব প্রিয় খাবার হচ্ছে ভাত আর মাছ। বিশেষ করে ছোট মাছ আমাদের একটু বেশী পছন্দের। ছোট মাছ এর উপকারীতাও রয়েছে অনেক।

CC_20220802_224731-01.jpeg

টেংরা মাছ এ এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ব্রেন স্ট্রোক রোগীদের ডাক্তাররা টেংরা মাছ খাওয়ার সাজেশন দিয়ে থাকেন। বাচ্চাদের চোখের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টেংরা মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত পুষ্টিগুণ সম্পন্ন এই মাছটির স্বাদ ও কিন্তু অসাধারণ। আমারতো টেংরা মাছ খুবই পছন্দের। যেভাবেই রান্না করা হোক না কেন আমি টেংরা মাছ দিয়েই এক প্লেট ভাত সাবার করে নিতে পারি।
চলুন তবে দেখে নেওয়া যাক টেংরা মাছ রান্নার রেসিপিটি ।

প্রয়োজনীয় উপকরণ

image.png

PhotoEditor_202282224446233.jpg

প্রায় সব রকম মাছ ই একই রকম উপকরণ দিয়ে রান্না করা হয়। টেংরা মাছ রান্না করতে নিম্নোক্ত উপকরণগুলো ব্যবহার করেছি

১. টেংরা মাছ
২. সয়াবিন তেল
৩. লবন
৪. পেয়াজ
৫. শুকনো মরিচ গুড়া
৬. জিরা গুড়া
৭. ধনিয়া গুড়া ও
৮. হলুদ গুড়া।

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220802_132411_326.jpg

টেংরা মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220802_132448_088.jpgIMG_20220802_132419_578.jpg

চার পাঁচটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এবং চারটি পেঁয়াজ বেটে নিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220802_132844_417.jpgIMG_20220802_133138_189.jpg

IMG_20220802_133927_703.jpg

কুচি করে কেটে নেয়া পেয়াজগুলো বেরেস্তা করে নেবো। এজন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল গরম হয়ে আসার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিয়েছি এবং বাদামি করে ভেজে নিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220802_133239_288.jpgIMG_20220802_133256_409.jpg
IMG_20220802_133311_305.jpgIMG_20220802_133328_443.jpg
IMG_20220802_133351_388.jpgIMG_20220802_133424_940.jpg

বেরেস্তা গুলো নামিয়ে নেয়ার পর একই তেলে পেঁয়াজ বাটা গুলো দিয়েছি। তারপর দিয়েছি স্বাদমত লবণ। এরপর একে একে পরিমাণ মতো শুকনো মরিচের গুড়া, হলুদ গুঁড়া, জিরা গুড়া ও ধনিয়া গুড়া দিতে হবে। সবগুলো মসলার উপকরণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে।

image.png

ধাপ-৫

IMG_20220802_133505_337.jpgIMG_20220802_133713_260.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে মাছগুলো কষানো মসলায় দিতে হবে। এবার মাছ সহ মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

image.png

ধাপ-৬

IMG_20220802_133806_313.jpgIMG_20220802_133910_082.jpg

২/৩ মিনিট মাছগুলো কষানোর পর ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। তারপর কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আলতোভাবে দুএকবার কড়াইটি নড়াচড়া করে দিতে হবে মাছ পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত।

image.png

ধাপ-৭

IMG_20220802_135023_982.jpgIMG_20220802_135038_230.jpg

মাছের ঝোল গুলো চিত্রের মতো যখন গাড়ো হবে তখন বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে।

image.png

IMG_20220802_135923_747.jpg

image.png
image.png

টেংরা মাছের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আজ এখানেই বিদায়ের পালা। আবার দেখা হবে নতুন একটি পোস্ট এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno Spark 5 pro
Sort:  
 2 years ago 

আমার খুব পছন্দের একটা মাছ টেংরা, আর আপনার টেংরা মাছ গুলো দেখে খেতে খুব ইচ্ছে করছে, জানি সম্ভব না। তবে টেংরা মাছ যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে আমার আর কিছুই লাগে না। শুধু টেংরা মাছ দিয়ে খাওয়া শেষ। অসাধারন ছিল আপনার রেসিপিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

টেংরা মাছের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। এভাবে পেঁয়াজ দিয়ে টেংরা মাছ ভুনা করলে খেতে খুবই সুস্বাদু হয়।মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

দেশীয় মাছগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের একটি মাছ হচ্ছে এই টেংরা মাছ। তবে টেংরা মাছের যে এত গুন আছে সেটা আগে জানতাম না। আর এইজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। আর রেসিপির উপস্থাপনাটা দুর্দান্ত ছিল।

 2 years ago 

নদীর টেংরা মাছ আমার অনেক পছন্দের। এই মাছের ঝাল চচ্চড়ি বা ভুনা খেতে সবচেয়ে ভালো লাগে। আমার আম্মুর হাতের এই মাছের যেকোনো রেসিপি আমার সবচেয়ে বেশি পছন্দের। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে এবং পরিবেশনের মাধ্যমে লোভনীয় এই রেসিপি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

টেংরা মাছ আমার পছন্দের একটি মাছ। আপনি খুব সুন্দর ভাবে টেংরা মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর রেসিপি দেখে লোভ সামলানো দায়।

 2 years ago 

টেংরা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। আপনি খুবই সুন্দর ভাবে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টেংরা মাছের রেসিপি অনেক মজাদার হয় বিশেষ করে এই মাছ তৈলাক্ত মাছ হওয়ায় খেতে আরো বেশি মজা লাগে। রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে আর এমন লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

টেংরা মাছের রেসিপি দেখে খুব লোভ লাগছে দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45