DIY-এসো নিজে করি || অরিগামি মোরগ || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_2022417221444675.jpg

আপনি যদি আপনার বাড়িকে একটি অস্বাভাবিক উপায়ে সাজাতে চান তবে ব্যয়বহুল ভোগ্যপণ্যের জন্য অর্থ ব্যয় করতে না চান তবে আপনার নিজের হাতে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করুন। রঙিন কাগজ সুন্দর জিনিস তৈরির জন্য একটি চমৎকার কাঁচামাল। রঙিন কাগজ ব্যবহার করে আমি আজ একটি মোরগ তৈরি করেছি। রঙিন কাগজ এর মোরগ টি তৈরি করার প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো।

image.png
image.png

IMG_20220417_202823_048.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. কাচি

image.png

image.png
image.png

🐓ধাপ-১🐓

IMG_20220417_203255_530.jpgIMG_20220417_203438_316.jpg

একটি ৮*২০ সে.মি. মাপে হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি এবং কাগজ টির দুই দিক আঠা দিয়ে সংযুক্ত করেছি।

image.png

🐓ধাপ-২🐓

IMG_20220417_203652_072.jpgIMG_20220417_203438_317.jpg

এবার একটি ৬*২০ সে.মি. মাপে হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি এবং কাগজ টির দুই দিক আঠা দিয়ে সংযুক্ত করেছি গোল করে নিয়েছি।

image.png

🐓ধাপ-৩🐓

IMG_20220417_204016_508.jpg

বড় গোল কাগজ টির ওপর ছোট গোল করা কাগজ টি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি চিত্রের মত করে।

image.png

🐓ধাপ-৪🐓

IMG_20220417_204403_809.jpgIMG_20220417_204843_544.jpg

মোরগ এর পা এর জন্য চিত্রের ন্যায় হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি এবং কাগজ এর চারপাশে কালো মার্কার কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
image.png

🐓ধাপ-৫🐓

IMG_20220417_205626_015.jpgIMG_20220417_205537_466.jpg

এবার পা এর জন্য কেটে নেয়া কাগজ গুলো দুই দিক এ আঠা দিয়ে লাগিয়ে পা বানিয়ে নিয়েছি।
image.png

🐓ধাপ-৬🐓

IMG_20220417_210224_049.jpgIMG_20220417_210545_035.jpg

চিত্রের মত করে একটি লাল রঙের কাগজ কেটে নিয়েছি এবং কাগজ টি ওপরে আঠা দিয়ে লাগিয়ে মোরগ এর ঝুটি বানিয়েছি।
image.png

🐓ধাপ-৭🐓

IMG_20220417_211006_150.jpgIMG_20220417_211217_113.jpg

তারপর একটি কমলা রঙের কাগজ কেটে নিয়েছি চিত্রের মত করে এবং কাগজ টি দিয়ে মোরগ এর ঠোঁট বানিয়েছি।
image.png

🐓ধাপ-৭🐓

IMG_20220417_211709_093.jpgIMG_20220417_211808_394.jpg

সাদা আর কালো রঙের কাগজ গোল করে কেটে নিয়েছি। কালো কাগজ টি সাদা কাগজ এর চেয়ে ছোট করে কেটে নিয়েছি। সাদা কাগজ এর ওপর কালো কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
image.png

🐓ধাপ-৮🐓

IMG_20220417_212221_222.jpg

সাদা কালো কাগজ দিয়ে মোরগ এর চোখ বানিয়েছি।
আর এর মাধ্যমেই রঙিন কাগজ এর মোরগ বানানো শেষ হলো।

image.png

আমার বানানো অরিগামি মোরগ টি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।

image.png

প্রস্তুতকারক@sadiahaque
চিত্রধারণকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি মোরগের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়েছি। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে একজন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমি চেষ্টা করেছি আমার পোস্টটি দেখে যেন অন্যরা অরিগামি টি বানানো শিখতে পারে। আপনি ট্রাই করে দেখুন আপনিও পারবেন। শুভকামনা রইল।

 3 years ago 
 3 years ago 

ওরে বাপরে রঙিন কাগজ দিয়ে একদম মোরগ তৈরি করে ফেলেছেন আপু।রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি মোরগটি অনেক সুন্দর হয়েছে এবং দেখতে খুবই কিউট লাগছে।এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ধাপ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

সত্যি কি বলব আমি তো পড়েই মুগ্ধ হয়ে গেছি আপনার এই চিত্রকর্ম দেখে। আপনি অনেক বুদ্ধিমতী এবং প্রতিভাবান একজন নারী। একজন মানুষের মধ্যে কতটা তীক্ষ্ণ প্রতিভা থাকলে এতটা কঠিন কাজ এতটা সহজ ভাবে উপস্থাপন করা যায় তা আপনি প্রমান করে দিয়েছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাদের এত সুন্দর প্রশংসা আমাকে কাজের প্রতি অনুপ্রাণিত করে। এতো সুন্দর ভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মোরগের অরিগামি তৈরি করেছেন আপনি। দেখতে অনেক কিউট লাগছে। বিশেষ করে কালারের কারণ দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার মোরগ তৈরিটি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

মোরগের অরিগামি দেখে বেশ ভালো লেগেছে। আমার কাছে আইডিয়া টা খুব ভালো লেগেছে। শুরু থেকে খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি বেশ অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি সম্পন্ন করেছেন। অসাধারণ হয়েছে চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপগুলো তুলে ধরেছে।এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের প্রশংসা শুনলে কাজের প্রতি আগ্রহ বাড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহী করার জন্য।

 3 years ago 

আপনি কাগজ দিয়ে কত্ত কিছু অরিগামি বানান বাবারে ভাবা।এত নতুন নতুন চিন্তা ভাবনা আসে কিভাবে আপনার মাথাতে 😍।সেরা ছিল আপু আজকের এই মুরোগ অরিগামি টি,এবং প্রতিটি ধাপ বেশ ভালো ভাবে তুলে ধরেছেন আপনি।

 3 years ago 

আপনিও চেষ্টা করলে এরকম একটি অরিগামি বানাতে পারবেন। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90513.73
ETH 3140.51
USDT 1.00
SBD 3.02